Online General Knowledge mcq free question for wbcs

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Online General knowledge for competitive examination Mock Test -7” মোট 30 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 20 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো, এই মক টেস্ট এর কিছু প্রশ্ন এর নমুনা নীচে দেওয়া হল । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই সবাই টেলিগ্রাম এ যুক্ত হও । 

👉রাজতরঙ্গিনীর রচয়িতা কে?

(a) বিন্দুসার b) মেগাস্থিনিস (c) অজাতশত্রু (d) কলহন

👉মিলিন্দপনহো কী ?

(a) নাগসেন সম্পাদিত একটি জৈনগ্রন্থ (b) কলহন সম্পাদিত একটি বৌদ্ধগ্রন্থ (c) নাগসেন সম্পাদিত একটি বৌদ্ধগ্রন্থ (d) মেগাস্থিনিস সম্পাদিত একটি বৌদ্ধগ্রন্থ

👉লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়?

(a) মস্তিস্ক (b) যকৃত (c) প্লীহা (d) অস্থিমজ্জা

👉সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(a) রাজস্থান (b) গুজরাট (c) অন্ধ্রপ্রদেশ (d) বিহার

👉ত্রিপিটক কোন ভাষায় লেখা?

(a) পালি(b) মাগধি(c) মান্দারিন (d) মৈথিলি

👉ভারতের ইতিহাসে কে কাকবর্ণ নামে পরিচিত?

(a) শিশুনাগ (b) কালাশোক (c) অজাতশত্রু (d) উদয়ন

👉নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় প্রতিষ্ঠিত হয়েছিল?

(a) স্কন্দগুপ্ত (b) প্রথম কুমারগুপ্ত (c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (d) সমুদ্রগুপ্ত

48

General Studies

Online GK Question mock test -7



মোট প্রশ্ন  - 30 টি
বিষয়
: জিকে
সময় : 20 মিনিট

1 / 30

1. কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভাল হয়?

2 / 30

2. চুখা জলবিদ্যুৎ-এর কোন নদীর উপর অবস্থিত?

3 / 30

3. অমরকণ্টক থেকে নীচের কোন নদী উৎপত্তি লাভ করেছে?

4 / 30

4. ‘দক্ষিণ ভারতের গঙ্গা’ কাকে বলা হয়?

5 / 30

5. আরাবল্লী পর্বতের পশ্চিমে নদীবিধৌত উর্বর প্লাবনভূমিকে কী বলে? |

6 / 30

6. বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল—

7 / 30

7. হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে কী বলে?

8 / 30

8. আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কী?

9 / 30

9. নীতি আয়োগ কার পরিবর্তে তৈরি করা হয়েছে?

10 / 30

10. ‘ডুংরি’ কোথায় দেখা যায়?

11 / 30

11. ভারত ছাড়ো আন্দোলনের খসড়া নির্মাতার নাম কী?

12 / 30

12. সুলতানি যুগের আকবর কাকে বলা হয়?

13 / 30

13. নদীর উচ্চগতিতে প্রধান কাজ হল

14 / 30

14. মরক্কোর পর্যটক ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন?

15 / 30

15. সূচনালগ্নে কটি নির্দেশমূলক নীতি ছিল?

16 / 30

16. আজীবিক কাদের বলা হত?

17 / 30

17. কবে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা হয়?

18 / 30

18. পৃথিবীর কোন দেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়?

19 / 30

19. বাংলায় ‘গ্র্যান্ড ক্যানিয়ন' কোন জায়গাকে বলা হয়?

20 / 30

20. কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় জাতীয় আয়ের বৃদ্ধি হার কম হয়?

21 / 30

21. কে খুদা-ই-খিদমদগার দল গঠন করেছিলেন?

22 / 30

22. ইবাদতখানা কত সালে স্থাপিত হয়?

23 / 30

23. কে বিবিকা মকবরা তৈরি করেছেন

24 / 30

24. নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় প্রতিষ্ঠিত হয়েছিল?

25 / 30

25. ভারতের ইতিহাসে কে কাকবর্ণ নামে পরিচিত?

26 / 30

26. ত্রিপিটক কোন ভাষায় লেখা?

27 / 30

27. সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত?

28 / 30

28. লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়?

29 / 30

29. মিলিন্দপনহো কী ?

30 / 30

30. রাজতরঙ্গিনীর রচয়িতা কে?

Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now