History MCQ question for WBCS mock test July 22, 2022 by admin Advertisements প্রিয় ছাত্র-ছাত্রীরা,নিচের এই পোস্টটি একটি মক টেস্ট , যে সমস্ত ছাত্রছাত্রীরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই মক টেস্ট টি দেয়া হলো,এই মক টেস্টে ইতিহাসের ২৫ টি প্রশ্ন রয়েছে ,তাই ফ্রিতে এই মক টেস্ট টি দিতে নিচের স্টার্ট বাটমে ক্লিক করো । 59 12345678910111213141516171819202122232425 General Studies History Online GK MCQ Question মোট প্রশ্ন - ২৫ টি বিষয়ঃ ইতিহাস সময় - ১৫ মিনিট 1 / 25 1. শিবাজীর পরে কোন পেশোয়া গেরিলা যুদ্ধে সর্বাধিক দক্ষ ছিলেন? A) বালাজি বিশ্বনাথ B) সদাশিব রাও C) বালাজি বাজিরাও D) প্রথম বাজিরাও 2 / 25 2. কোন মারাঠা নায়ক পর্তুগিজদের কাছ থেকে সলসেট ও বেসিন অধিকারকরেন? A) মাধব রাও B) সদাশিব রাও C) নারায়ণ রাও D) প্রথম বাজিরাও 3 / 25 3. কোন পালরাজা শিক্ষার উৎকর্যের জন্য বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? A) ধর্মপাল B) দেবপাল C) রামপাল D) নারায়ণ পাল 4 / 25 4. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? A) তৃতীয় গোবিন্দ B) দন্তীদুর্গ C) অমোঘবর্ষ D) প্রথম গোবিন্দ 5 / 25 5. প্রতিহার সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত রাজা কে ছিলেন? A) মিহির ভোজ B) প্রথম নাগভট্ট C) দ্বিতীয় মহেন্দ্রপাল D) দ্বিতীয় বিজয়পাল 6 / 25 6. প্রতিহার সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? A) মালোয়া B) কনৌজ C) গুজরাট D) মান্যখেত 7 / 25 7. শার্কি (Sharqi) বংশের স্বাধীন সুলতানি কোন অঞ্চলে স্থাপিত হয়েছিল? A) জৌনপুর B) খান্দেশ C) গুজরাট (D) রাজস্থান 8 / 25 8. বাংলার সেন রাজারা কোন প্রদেশের ব্রাহ্মণ ছিলেন? A) বিহার B) ওড়িশা C) কর্ণাটক D) কেরালা 9 / 25 9. দিল্লির ঐতিহ্যশালী ‘জামা মসজিদ’ কে নির্মাণ করেন? A) আলাউদ্দিন খিলজি B) আওরঙ্গজেব C) আকবর D) শাহজাহান 10 / 25 10. কোন সম্রাট রেশম কারখানায় 4000 জন তন্তুবায়ের নিয়োগ করেন? A) মহম্মদ বিন তুঘলক B) ফিরোজ তুঘলক C) জাহাঙ্গির D) আকবর 11 / 25 11. সঙ্গীত রত্নাকর কে রচনা করেন? A) বিদ্যারত্ন B) শাঙ্গদেব C) নলিন গোপাল D) রানা কুম্ভ 12 / 25 12. কোন বিদেশীরা সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণ করেন? A) গ্রিকরা B) পারসিকরা C) তুর্করা D) মোঙ্গলরা 13 / 25 13. কোন মুঘল সম্রাট 1717 সালে বাংলায় ব্রিটিশদের বাংলায় বিনাশুল্কে বাণিজ্যকরার জন্য ফারমান জারি করেছিলেন? A) বাহাদুর শাহ B) শাহ আলম C) ফারুখশিয়ার D) জাহান্দার শাহ 14 / 25 14. মহাবীর তাঁর জীবনের অধিকাংশ সময় কোথায় অতিবাহিত করেছিলেন? A) মগধ ও অঙ্গ B) বৈশালী C) উজ্জয়িনী D) কোশল 15 / 25 15. বৌদ্ধ ধর্মশাস্ত্রের সবচেয়ে বিখ্যাত ভাষ্যকার কে ছিলেন? A) অশ্বঘোষ B) বুদ্ধ ঘোষ C) বসুমিত্র D) নাগার্জুন 16 / 25 16. প্রথম বৌদ্ধ ভিক্ষুণী কে ছিলেন? A) গৌতমী B) সুজাতা C)মহামায়া D)ইয়সধারা 17 / 25 17. কোন মগধ সম্রাট 'কুনিক' নামে খ্যাত ছিলেন? A) অজাতশত্রু B) বিম্বিসার C) গৌতম বুদ্ধ D) প্রসেনজিৎ 18 / 25 18. মথুরা কোন মহাজনপদের রাজধানী ছিল? A) মৎস্য B) গান্ধার C) সৌরসেনা D) কাম্বোজ 19 / 25 19. সঙ্গম যুগে মূলতঃ বিদেশ থেকে কি আমদানি করা হত? A) মরিচ B) গজদন্ত C) সোনা ও অশ্ব D) কম মূল্যবান প্রস্তর 20 / 25 20. সঙ্গম যুগে রাজাকে যে মন্ত্রীরা সহায়তা করতেন তাঁদের কি বলে অভিহিত করা হত? A) আমাইচার B) মন্ত্রিন C) পুরোহিত D) রাজুকা 21 / 25 21. ব্রাহ্মণগুলি কিসের সম্পর্কিত ছিল? A) জ্যোতিষ B) যাগযজ্ঞে আহুতি C) জাদুবিদ্যা সংক্রান্ত মন্ত্র D) দেবোদ্দেশ্যে উচ্চারিত মন্ত্রসমূহ 22 / 25 22. সমিতি বা সভা কি ছিল? A) রাজার কর্তৃত্বকে শক্তভাবে নিয়ন্ত্রণ করার সংস্থান B) একটি নীতিনির্ধারক সংস্থান C) কর সংগ্রহকারী সংস্থান D) কর্মচারীদের গিল্ড 23 / 25 23. প্রথম দিকের বৈদিক উপজাতিদের মধ্যে কারা ছিল? A) অনু, দ্রুহা, ভারত, যাদব B) পাণিস দাসু C) কুরু, পাঞ্চাল D) চোল, পাণ্ড্য 24 / 25 24. বিশ্বের সবচেয়ে প্রাচীন কর্ষিত কৃষিক্ষেত্রের (ploughed agricultural land) নিদর্শন কোথায় পাওয়া গেছে? A) হরপ্পা B) কালিবঙ্গান C) রোপার (D) রঙ্গপুর 25 / 25 25. হরপ্পা সভ্যতা কোন যুগের ছিল? A) ব্রোঞ্জ যুগ B) নিওলিথিক যুগ C) প্যালিওলিথিক যুগ D) লৌহ যুগ Your score is LinkedIn Facebook Twitter VKontakte পূর্বের মক টেস্ট –GK Test – Click Here প্রতিদিন নিয়মিত আপডেট পেতে এবং ডেইলি মক টেস্ট দিতে আমাদের টেলিগ্রামে যুক্ত হন Go to home page for category wise Mock Test and Study Materials Advertisements