Indian constitution and economy free mock test

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে ” Indian constitution and economy question  for WBCS Prelim 2023 “ মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf  প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে আমাদের টেলিগ্রাম এ সবাই  এ যুক্ত হও । 

  • মক টেস্ট Complete হলে তোমরা তমাদের নাম দিয়ে Submit করলে নিজেদের নম্বর জানতে পারবে । 
  • মক টেস্ট এ যদি কোন প্রশ্ন ও উত্তর ভুল বলে মনে হয় , আমাদের পেজ এর নিচে কমেন্ট সেকসেন এ কমেন্ট করে জানাবে । 
32

Indian Constitution

সংবিধান ও অর্থনীতি

মোট প্রশ্ন  - 25 টি
বিষয়
:ভারতীয় সংবিধান 
সময় : 15 মিনিট

1 / 25

1. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র এবং রাজ্যগুলিরমধ্যে ক্ষমতা বণ্টনের কথা লিপিবদ্ধ আছে?

2 / 25

2. বর্তমানে জেলার ভূমি সংক্রান্ত বিষয়ে এবং রাজস্ব সংক্রান্ত দায়িত্ব কার হাতে ন্যস্ত রয়েছে?

3 / 25

3. কলকাতা কর্পোরেশনের সভাপতির কার্যকালের মেয়াদ কত দিন?

4 / 25

4. আইনের সমান সংরক্ষণ - এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?

5 / 25

5. “আইনের দৃষ্টিতে সমতা’—এটিধারায় উল্লিখিত আছে?

6 / 25

6. সংবিধানের কত নং ধারায় স্পীকার-এর নির্বাচনের কথা বলা হয়েছে?

7 / 25

7. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ করা যায় না?

8 / 25

8. জেলা শাসকদের চাকুরীর শর্তাদি নির্ধারণ করেন কে?

9 / 25

9. অভিলেখ আদালত হিসাবে কোন্ আদালত কাজ করে?

10 / 25

10. যদি রাষ্ট্রপতির পদ খালি থাকে তাহলে সর্বাধিক কত সময়ের জন্য উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ চালাতে পারেন?

11 / 25

11. ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হল-

12 / 25

12. সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো কি অবাধ?

13 / 25

13. 'ভারত একটি সার্বভৌম রাষ্ট্র' বলতে বোঝায়-

14 / 25

14. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত বহাল থাকেন?

15 / 25

15. ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে?

16 / 25

16. ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোন্‌টি একটি মৌলিক দায়িত্ব ?

17 / 25

17. তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন কে?

18 / 25

18. রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন?

19 / 25

19. রাজ্যপাল সংবিধানের কোন্ ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে শাসনকার্য পরিচালনা করে?

20 / 25

20. নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত?

21 / 25

21. রাষ্ট্রপতিতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হলেন—

22 / 25

22. ভারতীয় পার্লামেন্টে কোন্ সভার ক্ষমতা বেশি?

23 / 25

23. ভারতীয় সংবিধানে উল্লিখিত ‘ধর্মনিরপেক্ষ' বলতে বোঝায়—

24 / 25

24. সংবিধানে কত নম্বর ধারায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে?

25 / 25

25. সংবিধানের কত নং ধারায় সুপ্রীমকোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়?

Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now