Science mcq question mock test for WBCS exam

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Science Mock Test For WBCS Exam 2023 মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ  এখুনি যুক্ত হও । 

Note:মক টেস্ট টির শেষে তোমরা নিজেদের নাম দিয়ে submit করলে Score জানতে পারবে ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে । 

88

Science

Science Mock Test

মোট প্রশ্ন  - 25 টি
বিষয়
:বিজ্ঞান
সময় : 15 মিনিট

1 / 25

1. রাজস্থানের ভরতপুর কীসের জন্য বিখ্যাত?

2 / 25

2. গির অরণ্য কোথায় অবস্থিত?

3 / 25

3. হটস্পট কী ?

4 / 25

4. ‘রেড ডাটা বুক’ এ কোন তথ্য পাওয়া যায়?

5 / 25

5. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয়?

6 / 25

6. 'মিনামাটা ডিজিজ’ কোন দূষণের জন্য হয়?

7 / 25

7. ABS বা অ্যালকালাইন বেঞ্জিন সালফোনেট কোন ব্যবহাৰ্য্য উপাদানে পাওয়া যায়।

8 / 25

8. কোন বায়ুদূষক লোহিত রক্ত কণিকাকে বিশ্লিষ্ট করে?

9 / 25

9. আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন অনুপাত প্ৰায় কত?

10 / 25

10. মাছির লার্ভা দশাকে কি বলে?

11 / 25

11. নিচের কোনটি সমাজবদ্ধ পতঙ্গ?

12 / 25

12. মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানের নাম কী?

13 / 25

13. বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা যায়—

14 / 25

14. শিশুদের 'ডিসলেক্সিয়া’ রোগের কারণ—

15 / 25

15. কোন্‌টি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া?

16 / 25

16. CO2 হল একটি—

17 / 25

17. পালামৌ জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন্ রাজ্যে অবস্থিত

18 / 25

18. BHC আসলে কী?

19 / 25

19. ‘ব্ল্যাক ফুট রোগ’ কোন দূষণের জন্য হয়?

20 / 25

20. নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?

21 / 25

21. ‘PAN’ হল একটি-

22 / 25

22. একশৃঙ্গ গন্ডার নীচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়?

23 / 25

23. নাইট্রোজেন চক্রে কোন্ আণুবীক্ষণিক জীবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

24 / 25

24. মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন্ মৌল সাহায্য করে?

25 / 25

25. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?

পূর্বের মক টেস্ট –

History  online mock test 

Geography online mock test

প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন

Leave a Comment