Online GK Question for competitive examination

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Online GK for competitive examination Mock Test -5 “ মোট ২৮ টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে ১৫ মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো, পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই সবাই টেলিগ্রাম এ যুক্ত হও । 

18

General Studies

Online GK MCQ Question

মোট প্রশ্ন - ২৮ 
বিষয়ঃ জেনারেল নলেজ
সময় - ১৫ মিনিট

1 / 28

1. 'অভিবাসী ও প্রত্যাবাসিতদের ত্রাণ ও পুনর্বাসন’এর ছাতা প্রকল্পের অধীনে কতটি উপ-প্রকল্প রয়েছে

2 / 28

2. কোন প্ল্যাটফর্ম/প্রতিষ্ঠান ‘সবকা বিকাশ মহাকুইজ’ চালু করেছে

3 / 28

3. ‘সাগর পরিক্রমা’ কর্মসূচি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছিল

4 / 28

4. কোথায় হতে চলেছে 2022 ISSF বিশ্বকাপ

5 / 28

5. কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘গ্লোবালপ্লাস্টিক চুক্তি (Global Plastics Treaty)খসড়া করার জন্য একটি আদেশ অনুমোদনকরেছে

6 / 28

6. কেন্দ্রীয় সরকার কোন জাতীয় পতাকা তৈরি ও আমদানির অনুমতি দিয়েছে

7 / 28

7. কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘ইলেক্ট্রনিক বিল (ই-বিল) প্রক্রিয়াকরণ ব্যবস্থা চালু করেছে

8 / 28

8. দক্ষিণ আমেরিকার কোন দেশ থেকেঅর্কিডের একটি নতুন প্রজাতি ‘ম্যাক্সিলারিয়া অ্যানাকাটালিনাপোর্টিলা’ আবিষ্কৃত হয়েছে

9 / 28

9. 'C-17 গ্লোবমাস্টার” কোন দেশেরনৌবাহিনীর বিমান

10 / 28

10. 'হানিকারী আইনগুলি সরান,ক্ষমতায়নকারী আইন তৈরি করুন' কোনদিবসটির প্রতিপাদ্য ১ মার্চ পালিত হয়

11 / 28

11. ‘কওমি ওয়াকফ বোর্ড তরক্বিয়াতিস্কিম'এর উদ্দেশ্য কি

12 / 28

12. কোন প্রতিষ্ঠান 'ন্যাশনাল ইনোভেশনকনক্লেভ অন লো কার্বন টেকনোলজিস'আয়োজন করেছে

13 / 28

13. কোন দেশ জিওস্টেশনারি অপারেশনাল এনভায়রনমেন্টাল স্যাটেলাইট GOES-Tস্যাটেলাইট উৎেক্ষপণ করেছে

14 / 28

14. 'অনুভূতি (QR কোড-ভিত্তিক ফিডব্যাক সিস্টেম) ও ‘e-Chittha portal' কোন রাজ্য সরকার/কেন্দ্র শাসিত অঞ্চল পুলিশের ডিজিটাল উদ্যোগ

15 / 28

15. মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) ২০২২-এর আয়োজক কোন শহর

16 / 28

16. জাতীয় আয়ের দ্বিতীয় উন্নত অনুমানঅনুসারে, ২০২১-২২ সালে ভারতের প্রকৃতজিডিপি বৃদ্ধি কত

17 / 28

17. মাধবী পুরী বুচ কোন নিয়ন্ত্রক সংস্থার প্রথম মহিলা চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন

18 / 28

18. সংবাদ শিরোনামে উঠে আসা সাদিয়া তারিক কোন খেলার সঙ্গে যুক্ত

19 / 28

19. গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটি (GIFT) এ অফিস খোলার জন্য প্রথম বহুপাক্ষিক সংস্থা কোনটি

20 / 28

20. ভারতীয় নৌবাহিনী কোন শহরে ‘অপারেশনাল ডেমোনস্ট্রেশন' পরিচালনা করেছিল

21 / 28

21. 'ইলান (Yilan)' ক্রেটার, পৃথিবীর সবচেয়ে বড়ো প্রভাবশালী গর্ত বা খাদ, কোন দেশে আবিষ্কৃত হয়েছে

22 / 28

22. বিশ্বের বৃহত্তম বিমান, An-225, ডাকনাম ‘Mriya' কোন দেশের মালিকানাধীন ছিল

23 / 28

23. মহাকাশে রেকর্ড সংখ্যক ২২টি উপগ্রহ স্থাপনের জন্য কোন দেশ একটি রকেট উৎেক্ষপণ করেছে

24 / 28

24. কোন দেশে ‘রেইন বোমা’ নামক অসাধারণ বৃষ্টিপাত হয়েছে

25 / 28

25. কোন প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তনের উপরএকটি প্রতিবেদন প্রকাশ করেছে যেটিকে‘মানুষের কষ্টের অ্যাটলাস (atlas ofhuman suffering)' হিসাবে অভিহিত করাহয়েছে

26 / 28

26. কোন টেনিস খেলোয়াড় মেক্সিকানওপেন ২০২২ খেতাব জিতেছেন

27 / 28

27. বিষ্ণু বামন শিরওয়াদকর, যাকে সংবাদেদেখা যায়, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্তছিলেন

28 / 28

28. ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (IAEA) এর সদর দপ্তর কোনটি

Leave a Comment