General Science MCQ Question for Competitive Examination

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “General science mcq question for competitive examination” মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো, এই মক টেস্ট এর কিছু প্রশ্ন এর নমুনা নীচে দেওয়া হল । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই সবাই টেলিগ্রাম এ যুক্ত হও । 

  • উদ্ভিদের পাতার রঙ সবুজ দেখায় কারণ এটি

          (A) সবুজ আলোক শোষণ করে(B) হলুদ ও নীল বর্ণের আলোক ছাড়া অন্য সমস্ত বর্ণের আলোক প্রতিফলিত করে(C) সবুজ বর্ণের আলোক প্রতিফলিত করে(D) লাল ও হলুদ বর্ণের আলোক শোষণ করে

  • নিম্নলিখিত উৎসেচকগুলির মধ্যে কোনটি কেবলমাত্র গবাদি পশুর পৌষ্টিক নালীতে পাওয়া যায় ?

(A) সেলুলোজ(B) অ্যামাইলেজ (C) পেকটিনেজ (D) ডাইসিলেজ

  • দেহে উপস্থিত কার্টিলেজ হল

(A) একটি পেশীকলা(B) একটি আবরণী [epithelial] কলা(C) একটি জার্মিনাল কলা (D) একটি সংযোগ [connective] কলা

34

General Science test -14

বিষয়ঃ বিজ্ঞান
মোট প্রশ্ন - ২৫ টি
সময় - ১৫ মিনিট

1 / 25

1. দেহে উপস্থিত কার্টিলেজ হল

2 / 25

2. উদ্ভিদের পাতার রঙ সবুজ দেখায় কারণ এটি

3 / 25

3. কোনও একজন বর্ণান্ধ মহিলা যদি স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন পুরুষকে বিবাহ করেন তবে প্রথম প্রজন্মে সন্তানরা হবে -

4 / 25

4. মানব ভ্রূণ মায়ের থেকে পুষ্টি পায় একটি বিশেষ অঙ্গের সাহায্যে যার নাম

5 / 25

5. নিচের কোনটি একটি পরিবেশবান্ধব কার্যকলাপ?

6 / 25

6. সমগতির [uniform motion] গতি-সময় রেখাচিত্র হল –

7 / 25

7. দূরত্ব একটি স্কেলার রাশি কারণ এর রয়েছে

8 / 25

8. মহাকর্ষীয় ধ্রুবকের একক

9 / 25

9. একজন মাঝি যদি যে অবস্থানে রয়েছেন সেখান থেকে তাঁর নৌকাটিকে নদীতে ঠিক বিপরীত বিন্দুতে নিয়ে যেতে চান, তবে -

10 / 25

10. নিম্নলিখিত কোন এপিডার্মাল গ্রন্থিটি একটি এককোষীয় গ্রন্থি?

11 / 25

11. 5% পরিমাণ যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানিজেশন্ বলে তা হল

12 / 25

12. চিকিৎসকেরা ইলেকট্রোকার্ডিয়াগ্রাম [EC] ব্যবহার করেন

13 / 25

13. মানবদেহে নিম্নলিখিত কোন গ্রন্থিটি জোড়ায় থাকে?

14 / 25

14. মানবদেহে শ্বসনের সময় গ্যাসের আদানপ্রদান কোথায় ঘটে?

15 / 25

15. একটি আবদ্ধ পাত্রে কোন আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও [°K] দ্বিগুণ করা হলে ঐ গ্যাসের চাপ

16 / 25

16. নিম্নলিখিত উৎসেচকগুলির মধ্যে কোনটি কেবলমাত্র গবাদি পশুর পৌষ্টিক নালীতে পাওয়া যায় ?

17 / 25

17. নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক?

18 / 25

18. ক্যারিও ট্যাক্সোনমি হল শ্রেণি বিভাগের আধুনিক শাখা যা নির্ভর করে

19 / 25

19. একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হল। ধাতব পাতটিতে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস

20 / 25

20. মানব মস্তিষ্কের কোন অংশ নিদ্রা নিয়ন্ত্রণ করে

21 / 25

21. ক্ষতিগ্রস্ত নিউরোনের ঠিক হওয়ার কাজটি সম্পাদন করে

22 / 25

22. কাপড় কাচার সোডা রাসায়িনকভাবে হল

23 / 25

23. যদি একটি হালকা ও একটি ভারী বস্তুর সমান গতিশক্তি থাকে তবে

24 / 25

24. নিম্নলিখিত দর্পণগুলির মধ্যে কোনটিতে বেশি পরিমাণ এলাকা দৃশ্যমান হয়?

25 / 25

25. নীচের কোনটি ব্রাউজার নয়?

Your score is

The average score is 43%

0%

Exit

প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন

Leave a Comment