প্রিয় ছাত্র ছাত্রীরা,
এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “General science mcq question for competitive examination” মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো, এই মক টেস্ট এর কিছু প্রশ্ন এর নমুনা নীচে দেওয়া হল । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই সবাই টেলিগ্রাম এ যুক্ত হও ।
- উদ্ভিদের পাতার রঙ সবুজ দেখায় কারণ এটি
(A) সবুজ আলোক শোষণ করে(B) হলুদ ও নীল বর্ণের আলোক ছাড়া অন্য সমস্ত বর্ণের আলোক প্রতিফলিত করে(C) সবুজ বর্ণের আলোক প্রতিফলিত করে(D) লাল ও হলুদ বর্ণের আলোক শোষণ করে
- নিম্নলিখিত উৎসেচকগুলির মধ্যে কোনটি কেবলমাত্র গবাদি পশুর পৌষ্টিক নালীতে পাওয়া যায় ?
(A) সেলুলোজ(B) অ্যামাইলেজ (C) পেকটিনেজ (D) ডাইসিলেজ
- দেহে উপস্থিত কার্টিলেজ হল
(A) একটি পেশীকলা(B) একটি আবরণী [epithelial] কলা(C) একটি জার্মিনাল কলা (D) একটি সংযোগ [connective] কলা