Science question for competitive examination free

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Science question for competitive examination free মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ  এখুনি যুক্ত হও । 

Note:মক টেস্ট টির শেষে তোমরা নিজেদের নাম দিয়ে submit করলে Score জানতে পারবে ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে । 

49

Science

Science Mock Test

মোট প্রশ্ন  - 25 টি
বিষয়
:বিজ্ঞান
সময় : 15 মিনিট

1 / 25

1. ক্লোনিং পদ্ধতিতে কোন্ প্রাণীটি সবচেয়ে আগে আবিষ্কৃত হয়েছে?

2 / 25

2. নিম্নে কোন্‌টি সবচেয়ে আগে আবিষ্কৃত হয়েছে?

3 / 25

3. নিম্নের কোন্‌টি রোমান পদ্ধতিতে সঠিকভাবে যুক্ত করা হয়নি?

4 / 25

4. নিম্নের কোন্‌টি সঠিকভাবে যুক্ত করা হয়নি?

5 / 25

5. কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি?

6 / 25

6. বিশুদ্ধ জলে ওজন অনুসারে কত শতাংশ অক্সিজেন

7 / 25

7. নিম্নে কোন্‌টি রাসায়নিক পরিবর্তন?

8 / 25

8. নিম্নের কোন্‌টি সঠিকভাবে যুক্ত করা হয়নি?

9 / 25

9. একজন মানুষের বেঁচে থাকার জন্য কোন্‌টি প্রয়োজন?

10 / 25

10. একটি ড্রাই সেল ব্যাটারি থেকে প্রবাহিত বিদ্যুৎপ্রবাহ কীরূপ উদাহরণ?

11 / 25

11. হ্যালোফাইট গাছগুলি কোন্ মাটিতে বৃদ্ধি পায় ?

12 / 25

12. বৈদ্যুতিক চাপ (arc)-এর মধ্যে দিয়ে হাইড্রোজেনকে প্রবাহিত করলে পাওয়া যায়

13 / 25

13. ভূ-পৃষ্ঠের উপরকার স্তরে কোন্ ক্ষারধাতুটি প্রভূত পরিমাণে পাওয়া যায়?

14 / 25

14. গ্যাস অয়েল এবং নীচের কোন্‌টি একই জিনিস?

15 / 25

15. কোন্ বন্ধনীর জন্য NH3, এবং BF3, দ্রুত সংযুক্ত হয়?

16 / 25

16. সালফাইড আকরিককে তাপজারিত করলে পাওয়া যায়—

17 / 25

17. কোন্ যন্ত্রে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা চলে না?

18 / 25

18. বার (Bar) নীচের কোন্‌টির একক?

19 / 25

19. থার্মোফ্লাক্সের চকচকে অংশটি কোন্ পদ্ধতিতে তাপ সঞ্চালন রোধ করে।

20 / 25

20. দূরের জিনিসকে কাছে দেখার নাম নীচের কোনটি?

21 / 25

21. অটোমোবাইলের হাইড্রলিক ব্রেক কোন্ নীতির উপর নির্ভর করে তৈরি হয়েছে?

22 / 25

22. একটি বাঁধ জলে পূর্ণ আছে। জলে কোন্ শক্তি আছে?

23 / 25

23. নীচের কোন্‌টি এক জায়গা থেকে অন্য জায়গায় তরঙ্গের আকারে যায়?

24 / 25

24. চলন্ত গাড়ির পিছনকার দৃশ্য দেখার জন্য যে দর্পণ ব্যবহৃত হয়, তা হল—

25 / 25

25. জলকে 0°C থেকে 10°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। এক্ষেত্রে জলের আয়তন-

  • 1.জলকে 0°C থেকে 10°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। এক্ষেত্রে জলের আয়তন-(ক) সমানভাবে বাড়বে(খ) সমানভাবে কমবে(গ) প্রথমে বাড়বে, পরে কমবে(ঘ) প্রথমে কমবে, পরে বাড়বে
  • 2.চলন্ত গাড়ির পিছনকার দৃশ্য দেখার জন্য যে দর্পণ ব্যবহৃত হয়, তা হল—(ক) সমতল(খ) উত্তল(গ) অবতল(ঘ) বেলনাকার
  • 3.নীচের কোন্‌টি এক জায়গা থেকে অন্য জায়গায় তরঙ্গের আকারে যায়?(ক) বেগ(খ) তরঙ্গ দৈর্ঘ্য(গ) ভর(ঘ) শক্তি
  • 4.একটি বাঁধ জলে পূর্ণ আছে। জলে কোন্ শক্তি আছে?(ক) স্থিতিশক্তি(খ) গতিশক্তি(গ) বৈদ্যুতিক শক্তি(ঘ) আলোক শক্তি
  • 5.অটোমোবাইলের হাইড্রলিক ব্রেক কোন্ নীতির উপর নির্ভর করে তৈরি হয়েছে?(ক) বারনৌলির নীতি(খ) টরিসেলির নীতি(গ) পাস্কালের নীতি  (ঘ)আর্কিমিডিসের নীতি
  • 6.দূরের জিনিসকে কাছে দেখার নাম নীচের কোনটি?(ক) টেলিস্কোপ(খ) মাইক্রোস্কোপ(গ) ব্যারোস্কোপ(ঘ) ক্যালিডোস্কোপ
  • 7.থার্মোফ্লাক্সের চকচকে অংশটি কোন্ পদ্ধতিতে তাপ সঞ্চালন রোধ করে।(ক) পরিচলন(খ) পরিবহণ(গ) বিকিরণ(ঘ) উপরের সব কটিই
  • 8.বার (Bar) নীচের কোন্‌টির একক?(ক) তাপ(খ) উষ্ণতা(গ) বায়ুমণ্ডলীয় চাপ (ঘ) তড়িৎপ্রবাহ
  • 9.কোন্ যন্ত্রে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা চলে না?(ক) ভোল্টমিটার(খ) অ্যামপ্লিফায়ার(গ) ট্রান্সফর্মার(ঘ) গ্যালভ্যানোমিটার
  • 10.সালফাইড আকরিককে তাপজারিত করলে পাওয়া যায়—(ক) সালফাইট(খ) অক্সাইড(গ) নাইট্রাইড(ঘ) ধাত
  • 11.কোন্ বন্ধনীর জন্য NH3, এবং BF3, দ্রুত সংযুক্ত হয়?(ক) আয়নীয় বন্ধনী(খ) সমযোজী বন্ধনী(গ) হাইড্রোজেন বন্ধনী(ঘ) অসমযোজী বন্ধনী
  • 12.গ্যাস অয়েল এবং নীচের কোন্‌টি একই জিনিস?(ক) মবিল তেল(খ) ডিজেল তেল(গ) পেট্রোল(ঘ) ইঞ্জিন তেল
  • 13.ভূ-পৃষ্ঠের উপরকার স্তরে কোন্ ক্ষারধাতুটি প্রভূত পরিমাণে পাওয়া যায়?(ক) রুবিডিয়াম(খ) পটাশিয়াম(গ) সিজিয়াম(ঘ) সোডিয়াম
  • 14.বৈদ্যুতিক চাপ (arc)-এর মধ্যে দিয়ে হাইড্রোজেনকে প্রবাহিত করলে পাওয়া যায়।(ক) জায়মান হাইড্রোজেন(খ) প্যারা হাইড্রোজেন(গ) আর্থো হাইড্রোজেন(ঘ) পারমাণবিক হাইড্রোজেন
  • 15.হ্যালোফাইট গাছগুলি কোন্ মাটিতে বৃদ্ধি পায় ?(ক) কালো মাটি(খ) লাল মাটি(গ) লবণাক্ত(ঘ) এদের কোনোটিই নয়
  • 16.একটি ড্রাই সেল ব্যাটারি থেকে প্রবাহিত বিদ্যুৎপ্রবাহ কীরূপ উদাহরণ?(ক) যান্ত্রিক শক্তি(খ) রাসায়নিক শক্তি(গ) সৌরশক্তি(ঘ) এদের কোনোটিই নয়
  • 17.একজন মানুষের বেঁচে থাকার জন্য কোন্‌টি প্রয়োজন?(ক). প্রোটিন(খ) ফ্যাট(গ) কার্বোহাইড্রেট(ঘ) এদের কোনোটিই নয়
  • 18.নিম্নের কোন্‌টি সঠিকভাবে যুক্ত করা হয়নি?(ক) গ্লুকোজ : কার্বোহাইড্রেট(খ) মাখন: ফ্যাট (গ) কমলাবুে : ভিটামিন সি(ঘ) খনিজ লবণ : হরমোন
  • 19.নিম্নে কোন্‌টি রাসায়নিক পরিবর্তন?(ক) জল ফোটানো(খ) সালফারের গলন(গ) লোহায় মরিচা(ঘ) এদের কোনোটিই নয়
  • 20.বিশুদ্ধ জলে ওজন অনুসারে কত শতাংশ অক্সিজেন(ক) ১৫ শতাংশ(খ) ৫০ শতাংশ(গ) ৭৫ শতাংশ(ঘ) ৮৮ শতাংশ
  • 21.কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি?(ক) কোক(খ) গ্রাফাইট(গ) হিরা(ঘ) এদের কোনোটিই নয়
  • 22.নিম্নের কোন্‌টি সঠিকভাবে যুক্ত করা হয়নি?(ক) কম্পাঙ্ক : হার্জ(খ) চাপ : প্যাসকাল(গ) তড়িৎ বিভব (রেসিস্টেন্স) ভোল্ট (ঘ) এদের কোনোটিই নয়
  • 23.নিম্নের কোন্‌টি রোমান পদ্ধতিতে সঠিকভাবে যুক্ত করা হয়নি?(ক) ৫০ = L(খ) ১০০ = C(গ) ৫০০ = E(ঘ) ১০০০ = M
  • 24.নিম্নে কোন্‌টি সবচেয়ে আগে আবিষ্কৃত হয়েছে?(ক) ছাপাখানা(খ) চশমা(গ) সেপটিপিন(ঘ) অণুবীক্ষণ যন্ত্র
  • 25.ক্লোনিং পদ্ধতিতে কোন্ প্রাণীটি সবচেয়ে আগে আবিষ্কৃত হয়েছে?(ক) ইঁদুর(খ) বিড়াল(গ) ভেড়া (ঘ) ঘোড়া

পূর্বের মক টেস্ট –

Science  online mock test 

Geography online mock test

Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now