প্রিয় ছাত্র ছাত্রীরা,
এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “history quiz questions“ মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ এখুনি যুক্ত হও ।
Note:মক টেস্ট টির শেষে তোমরা নিজেদের নাম দিয়ে submit করলে Score জানতে পারবে ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে ।
মক টেস্ট এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ–
1.কালিদাসের লেখা একটি কাব্যের নাম কি ?
(a) রঘুবংশম্
(b) মালবিকাগ্রিমিত্রম
(c) অভিজ্ঞান শকুন্তলম্
(d) সবকটি
2.‘কীরাতার্জুনীয়ম্’ গ্রন্থের রচয়িতা কে?
(a) বিশাখদত্ত
(b) ভারবি
(c) দন্ডিন
(d) অমরসিংহ
3.বাসবদত্তা গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
(a) সুবন্ধু
(b) শুদ্ৰক
(c) দিঙনাগ
(d) ভট্টি