Practice for WBCS Exam || Competitive exam

Advertisements

Practice Set for WBCS এই পোস্ট টি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের প্রস্ততি আরো ভালো করতে । আমরা প্রত্যেক দিন মক টেস্ট দিয়ে থাকি তোমাদের সুবিধার্থে তাই মকটেস্ট কুলি প্রতিনিয়ত তোমরা দাও এবং তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের শেয়ার করো ।  মক টেস্ট  সংক্রান্ত কোনো প্রশ্ন বা যদি কোন প্রশ্ন ভুল বলে মনে হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে । 

  •  মক টেস্ট শুরু করতে স্টার্ট বাটনে ক্লিক করুন
49

General Studies Mock test -23

Total Question -50
Time -30 Min 
Sub : General Studies and Math

1 / 50

1. সংবিধান সংশোধন পদ্ধতির দিক দিয়ে ভারতের সংবিধান কোন প্রকৃতির?

2 / 50

2. বেঞ্জিন, চিনির দ্রবণ, বিশুদ্ধ জল, কেরোসিন প্রভৃতি কী জাতীয় পদার্থ?

3 / 50

3. শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের সীমারেখাটি যে নামে পরিচিত—

4 / 50

4. ‘ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি’ নামক গ্রন্থটি রচনা করেন—

5 / 50

5. স্থির জলে এক ব্যক্তি ঘণ্টায় 10 কিমি বেগে সাঁতার কাটতেপারে। কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তাঁরসেই সময়ের 5 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত?

6 / 50

6. পাঁচটি ধনাত্মক ক্ৰমিক সমানুপাতী সংখ্যা প্রথম ও তৃতীয়টি 3 এবং 12 হলে, বাকিগুলি কী কী?

7 / 50

7. নীচের কোন জোড়াটি সঠিক-

8 / 50

8. 'ব্রহ্মানন্দ' নামে পরিচিত ছিলেন—

9 / 50

9. ফ্রান্সের মুদ্রার নাম কী?

10 / 50

10. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?

11 / 50

11. ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য অধ্যাদেশ কে জারি করতে পারেন?

12 / 50

12. একটি কাচের বলকে গ্লিসারিনে রাখলে দেখা যায় না, তার কারণ-

13 / 50

13. ওজন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের ঘনত্ব থাকে—

14 / 50

14. কোন গভর্নর জেনারেল পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন?

15 / 50

15. একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 4 ঘণ্টায় এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘণ্টায়। স্থির জলে নৌকার বেগ কত?

16 / 50

16. কত সালে হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন স্বীকৃতি পায়?

17 / 50

17. ভারতে কীরূপ নাগরিকত্ব চালু আছে-

18 / 50

18. ইউটেকটিক উষ্ণতা বলতে আমরা বুঝি—

19 / 50

19. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ‘করি’কে ফরাসি ভাষায় কি বলে?

20 / 50

20. বঙ্গদর্শনের প্রথম সম্পাদক কে ছিলেন?

21 / 50

21. একই দৈর্ঘ্যের একটি মেল ট্রেন ও একটি লোকাল ট্রেন একই সময়ে একটি স্টেশন থেকে একই অভিমুখে সমান্তরাল লাইনে যাত্রা শুরু করল। মেল ট্রেনটির গতিবেগ 50 কিমি /ঘণ্টা। 30 মিনিট পর মেল ট্রেনটি লোকাল ট্রেন অপেক্ষা 5 কিমি এগিয়ে গেলে লোকাল ট্রেনের গতিবেগ কত ছিল?

22 / 50

22. A : B = 2 : 3, B : C = 4 : 5, C : D = 7 : 9 হলে, A : B : C : D = ?

23 / 50

23. 'West Bengal thinks today, India will think tomorrow' উক্তিটি কে করেছেন?

24 / 50

24. আলোক তড়িৎ কোষে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়?

25 / 50

25. লোহাচড়া, নিউমুর, ঘোড়ামারা প্রভৃতি দ্বীপগুলি সমুদ্রে নিমজ্জিত হওয়ার কারণ হল-

26 / 50

26. ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়—

27 / 50

27. 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 কিমি/ঘণ্টা বেগে গেলে, কত সময়ে 5 কিমি/ঘণ্টা বেগে বিপরীত অভিমুখে চলমান এক ব্যক্তিকে অতিক্রম করবে?

28 / 50

28. বৈদ্যুতিক আলো কে আবিষ্কার করেন?

29 / 50

29. নীচের কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়ই ভোগ করতে পারবে?

30 / 50

30. এস আই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান হল—

31 / 50

31. নীলনদের মোহনায় সৃষ্ট বদ্বীপটির আকৃতি হল-

32 / 50

32. আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক ছিলেন-

33 / 50

33. একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 9:5। প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘণ্টায় 75 কিমি গেলে, মেল ট্রেনটি 2 ঘণ্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে?

34 / 50

34. 37291 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন্ সংখ্যাটি 21 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে?

35 / 50

35. ‘অগ্নিবীণা’ গ্রন্থটির রচয়িতা কে?

36 / 50

36. ‘প্রস্তাবনা হল সংবিধানের প্রবেশের চাবিকাঠি’— মন্তব্যটি কে করেছেন?

37 / 50

37. নীচের কোনটি ভেক্টর রাশি নয়?

38 / 50

38. কলোরাডো নদীর উপর সৃষ্ট পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন একটি—

39 / 50

39. ভারতে রেলপথ-টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন করেন-

40 / 50

40. ‘হেবিয়াস কৰ্পাস’ বলতে কী বোঝায়?

41 / 50

41. ভারতে প্রকৃত অর্থে বিকেন্দ্রীভূত পরিকল্পনার সূচনা—

42 / 50

42. স্থানান্তর চাষ পোনম কোথায় দেখতে পাওয়া যায়?

43 / 50

43. ভারতের দক্ষিণতম স্থান কোনটি?

44 / 50

44. ভারতের স্থলসীমানার দৈর্ঘ্য কত কিমি?

45 / 50

45. বর্তমানে SAARC-র সদস্য সংখ্যা কত?

46 / 50

46. ‘হৰ্ষসম্বত’ কোন সালকে বলা হয়?

47 / 50

47. হর্ষবর্ধন কোন রাজার কাছে পরাজিত হন?

48 / 50

48. ‘মহামোক্ষ পরিষদ’ মেলা কার রাজত্বকালে অনুষ্ঠিত হত?

49 / 50

49. ‘দি সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি' কোথায় অবস্থিত?

50 / 50

50. চরক ও শুশ্রুত কোন যুগের চিকিৎসর ছিলেন?

The average score is 32%

0%

Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now