Online Gk mock test for competitive examination

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Online GK Mock Test for competitive examination মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ  এখুনি যুক্ত হও । 

Note:মক টেস্ট টির শেষে তোমরা নিজেদের নাম দিয়ে submit করলে Score জানতে পারবে ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে । 

49

General Studies

Online GK Question mock test -13



মোট প্রশ্ন  - 25 টি
বিষয়
: জিকে
সময় : 15 মিনিট

1 / 25

1. সরকারের তৃতীয় অঙ্গের নাম হল—

2 / 25

2. নীচের কোন্‌টি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে?

3 / 25

3. ইস্টার্ন ডুয়ার্স হাতি সংরক্ষণ অঞ্চল পশ্চিমবঙ্গের কোন্ জেলায় অবস্থিত?

4 / 25

4. কোন্‌টির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?

5 / 25

5. দুধ : ছানা :: ধান : ?

6 / 25

6. বিরল মৃত্তিকা ধাতুর প্রথম মৌল হল—

7 / 25

7. কর্ণাটকের কোন্ স্থানকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলা হয়?

8 / 25

8. ‘প্রতাপাদিত্য চরিত্র' রচনা করেন-

9 / 25

9. মিরাৎ-উল-আখবার’-বইটি কোন্ ভাষায় রচিত?

10 / 25

10. প্রশ্নোবোধক স্থানে কী হবে?8, 24, 12, 36, 18, 54,?

11 / 25

11. ‘আ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ’ গ্রন্থের বাংলা অক্ষরগুলির ছাঁচ তৈরি করেন-

12 / 25

12. দ্বিপদ নামকরণের প্রবর্তক হলেন—

13 / 25

13. ভারতের প্রথম স্বদেশি কার্টুনিস্ট বলা হয়-

14 / 25

14. এল-নিনো [El-Nino]কোন্ মহাসাগরে লক্ষ করা যায়?

15 / 25

15. কণিষ্কের শাসনকালে কাশ্মীরে আয়োজিত বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন?

16 / 25

16. বুদ্ধচরিত গ্রন্থের লেখক হলেন—`

17 / 25

17. আমলাতন্ত্রের প্রধান কাজ হল-

18 / 25

18. আইনসভার জননী বলা হয়-

19 / 25

19. আর্যরা ভারতে এসেছিল কী হিসাবে?

20 / 25

20. মগধ রাজ্যের সর্বপ্রথম রাজধানীর নাম কী?

21 / 25

21. শস্যাবর্তন কৃষিপদ্ধতির সর্বাধিক সুবিধা হল—

22 / 25

22. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অপর তিন জনের সমসাময়িক নয়?

23 / 25

23. কোন্ প্রত্নতত্ত্ববিদ সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন?

24 / 25

24. রেডিও কার্বন ডেটিং কে আবিষ্কার করেন?

25 / 25

25. নীচের কোন্‌টি সহজে বাতাসের দ্বারা তাড়াতাড়ি থেমে যায়?

Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now