Online gk question and answer free test 11

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Online gk free test mcq  “ মোট 20 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 10 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো, এই মক টেস্ট এর কিছু প্রশ্ন এর নমুনা নীচে দেওয়া হল । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই সবাই টেলিগ্রাম এ যুক্ত হও । 

  • প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য কী রকম উষ্ণতার দরকার হয়?(a) ২০°-২১°c(b) ০°-১৫°C(c) ৩৫°০(d) 50°-54°C
  • মাটির রং লাল হয় কীসের (a) ফসফরাস (b) লোহা (c) হিউমাস (d) চুন
34

General Studies

Online GK Question mock test -11



মোট প্রশ্ন  - 30 টি
বিষয়
: জিকে
সময় : 20 মিনিট

1 / 30

1. কণিষ্কের শাসনকালে কাশ্মীরে আয়োজিত বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন?

2 / 30

2. বুদ্ধচরিত গ্রন্থের লেখক হলেন—

3 / 30

3. আমলাতন্ত্রের প্রধান কাজ হল-

4 / 30

4. আইনসভার জননী বলা হয়-

5 / 30

5. আর্যরা ভারতে এসেছিল কী হিসাবে?

6 / 30

6. মগধ রাজ্যের সর্বপ্রথম রাজধানীর নাম কী?

7 / 30

7. শস্যাবর্তন কৃষিপদ্ধতির সর্বাধিক সুবিধা হল—

8 / 30

8. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অপর তিন জনের সমসাময়িক নয়?

9 / 30

9. কোন্ প্রত্নতত্ত্ববিদ সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন?

10 / 30

10. রেডিও কার্বন ডেটিং কে আবিষ্কার করেন?

11 / 30

11. নীচের কোন্‌টি সহজে বাতাসের দ্বারা তাড়াতাড়ি থেমে যায়?

12 / 30

12. ‘আমিনি কমিশন গঠন করেন-

13 / 30

13. 'জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন' স্থাপন করেন—

14 / 30

14. 'RIGHMG' কথাটিকে সাংকেতিক ভাষায় 'PLEASE' লেখা হয় তবে 'SLEEP' কথাটিকে কী লেখা হবে?

15 / 30

15. 'বাংলার নানাসাহেব' বলা হত

16 / 30

16. শল্কমোচন প্রক্রিয়াটি সংঘটিত হয় কোন শিলায় ?

17 / 30

17. কোন্ অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে ক্যালশিয়াম বাইকার্বনেট তৈরি করে?

18 / 30

18. মৌলের আইসোটোপ আবিষ্কার করেন—

19 / 30

19. কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব ও মৌলটির তুল্যাঙ্কভার এক হলে মৌলটির যোজ্যতা হবে

20 / 30

20. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল?

21 / 30

21. কোন্ তারিখে বিদেশে জন্মানো শিশুরা রক্তের সম্পর্কসূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করবেন?

22 / 30

22. হরপ্পা সভ্যতার সমসাময়িককালে কোথায় তামার রথ কোথায় পাওয়া গেছে

23 / 30

23. কেন্দ্রীয় সরকার বয়স্ক নাগরিকদের জন্য যে নতুন পেনশন স্কিম চালু করেছে তা হল—

24 / 30

24. ব্যাকটেরিয়া জনন কার্য সম্পন্ন করে-

25 / 30

25. ওড়িশার দীর্ঘতম ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেতু’টি কোন্ নদীর ওপর গড়ে উঠেছে?

26 / 30

26. মাটির রং লাল হয় কীসের

27 / 30

27. ভারতে 18 বছর বয়স হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে না-

28 / 30

28. প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য কী রকম উষ্ণতার দরকার হয়?

29 / 30

29. বোর্ড অব রেভিনিউ-এর অধীনে ছিল—

30 / 30

30. City of Pearls বলা হয় কোনশহরকে?

প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন

Leave a Comment