Important passes in India || Geography Study Materials

Indian Geography , ভারতের ভূগোল থেকে বর্তমানে বিভিন্ন চাকরীর পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন নেয় , তাই তোমাদের ভারতের ভূগোল থেকে একটি ছোট পোস্ট দেওয়া হল, ভারতের কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ , Important Passes in India , এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পেতে পারো , যেমন বানিহাল গিরিপথ কোথায় আবস্থিত ।

Impotant passes in India

Important Passes in India

নাম সংযােগ করেছে অবস্থান
বানিহাল ডােডা (জম্মু) থেকে শ্রীনগর (জওহর ট্যানেল) জম্মু ও কাশ্মীর
বারালাচা। কিলাং থেকে লে-মানালি সড়কে হিমাচল প্রদেশ
বােমডিলা তেজপুর এবং তাওয়াং অরুণাচল প্রদেশ
বুর্জিলা কাশ্মীর উপত্যকা থেকে লাদাখ জম্মু ও কাশ্মীর
জেলেপলা সিকিম থেকে তিব্বত (লাসা) সিকিম
কারাকোরাম ভারত থেকে চীন। জম্মু ও কাশ্মীর
লিপুলেখলা ভারত-নেপাল-চীন উত্তরাখন্ড
নাথুলা ভারত-চীন সিকিম
পীরপাঞ্জাল জম্মু-শ্রীনগর জম্মু ও কাশ্মীর
রােটাং কুলু-কৈলাং হিমাচল প্রদেশ
সিপকিলা শতদ্রু নদী তিব্বত থেকে ভারতে প্রবেশ হিমাচল প্রদেশ
থাগালা ও নিতিলা (উত্তরাখন্ড-তিব্বত) ভারত-চীন উত্তরাখন্ড, নেপাল-চীন
ইয়াং আপ পাস ব্রহ্মপুত্রের প্রবেশ অরুণাচল প্রদেশ

Important passes in Western Ghat (পশ্চিমঘাট )

নাম সংযােগ করেছে অবস্থান
ভােরঘাট মুম্বাই এবং পুনে মহারাষ্ট্র
পালঘাট পালাক্কাড এবং কোয়েম্বাটুর কেরালা
শেনকোট্টা কোলাম এবং মাদুরাই কেরালা
থালঘাট মুম্বাই এবং নাসিক মহারাষ্ট্র

Important passes in India, এই পোস্ট টি তোমাদের বন্ধুদের শেয়ার কর ।

Leave a Comment