Advertisements
Indian Geography , ভারতের ভূগোল থেকে বর্তমানে বিভিন্ন চাকরীর পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন নেয় , তাই তোমাদের ভারতের ভূগোল থেকে একটি ছোট পোস্ট দেওয়া হল, ভারতের কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ , Important Passes in India , এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পেতে পারো , যেমন বানিহাল গিরিপথ কোথায় আবস্থিত ।
Important Passes in India
নাম | সংযােগ করেছে | অবস্থান |
বানিহাল | ডােডা (জম্মু) থেকে শ্রীনগর (জওহর ট্যানেল) | জম্মু ও কাশ্মীর |
বারালাচা। | কিলাং থেকে লে-মানালি সড়কে | হিমাচল প্রদেশ |
বােমডিলা | তেজপুর এবং তাওয়াং | অরুণাচল প্রদেশ |
বুর্জিলা | কাশ্মীর উপত্যকা থেকে লাদাখ | জম্মু ও কাশ্মীর |
জেলেপলা | সিকিম থেকে তিব্বত (লাসা) | সিকিম |
কারাকোরাম | ভারত থেকে চীন। | জম্মু ও কাশ্মীর |
লিপুলেখলা | ভারত-নেপাল-চীন | উত্তরাখন্ড |
নাথুলা | ভারত-চীন | সিকিম |
পীরপাঞ্জাল | জম্মু-শ্রীনগর | জম্মু ও কাশ্মীর |
রােটাং | কুলু-কৈলাং | হিমাচল প্রদেশ |
সিপকিলা | শতদ্রু নদী তিব্বত থেকে ভারতে প্রবেশ | হিমাচল প্রদেশ |
থাগালা ও নিতিলা (উত্তরাখন্ড-তিব্বত) | ভারত-চীন | উত্তরাখন্ড, নেপাল-চীন |
ইয়াং আপ পাস | ব্রহ্মপুত্রের প্রবেশ | অরুণাচল প্রদেশ |
Important passes in Western Ghat (পশ্চিমঘাট )
নাম | সংযােগ করেছে | অবস্থান |
ভােরঘাট | মুম্বাই এবং পুনে | মহারাষ্ট্র |
পালঘাট | পালাক্কাড এবং কোয়েম্বাটুর | কেরালা |
শেনকোট্টা | কোলাম এবং মাদুরাই | কেরালা |
থালঘাট | মুম্বাই এবং নাসিক | মহারাষ্ট্র |
Advertisements