Current affairs 2022 | free pdf download

Advertisements

Current affairs Febuary ,2022

1 সম্প্রতি চেন্নাই-এ প্রয়াত হলেন কে, এস. সেতুমাধবন, তিনি যে কারণে বিখ্যাত ছিলেন—
A. অভিনেতা
B. সিনেমা নির্মাতা
C. খেলােয়াড়
D. লেখক

B. সিনেমা নির্মাতা


2. 2022 সালের অনুর্ধ্ব-19 এবং অনুর্ধ্ব – 18 সাফ চ্যাম্পিয়নশিপ এর আয়ােজন করবে-
A. পাকিস্তান
B. বাংলাদেশ
C. দক্ষিণ কোরিয়া
D. ভারত

D. ভারত


3. নিম্নলিখিত কোন দিনটির থিম ছিল ‘Tackling Plastic Pollution’?
A. গুড গর্ভন্যান্স ডে
B. মানবাধিকার দিবস
C. বিশ্ব মৃত্তিকা দিবস
D. জাতীয় উপভােক্তা অধিকার দিবস

D. জাতীয় উপভােক্তা অধিকার দিবস


4. বিশ্ব সংগীত তানসেন উৎসব অনুষ্ঠিত হলাে—
A. উত্তরপ্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. ত্রিপুরায়
D. রাজস্থানে

B. মধ্যপ্রদেশ


5. 2021 সালের FIS Alpine Skiing Competition-এ অঞ্চল ঠাকুর কোন পদক জিতলেন ?
A. সােনা
B. রুপাে
C. ব্রোঞ্জ
D. কোনােটিই নয়

C. ব্রোঞ্জ


6. CEBR-এর রিপাের্ট অনুযায়ী কত সালে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে?
A. 2033
B. 2031
C.2028
D. 2025

C. B. 2031


7.সম্প্রতি ‘Inmarsat-6 FI’ নামে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করলাে-
A. চীন
B. জাপান
C. আমেরিকা
D. রাশিয়া

B. জাপান


8.. কোন ব্যাঙ্ক ‘Most Innovative Best practice 2021 অ্যাওয়ার্ড জিতলাে ?
A. RBL
B. PNB
C. HDFC
D. ICICI

C. HDFC


9. সম্প্রতি ‘কিন্টসুগি বই-এর লেখক অনুকৃতি উপাধ্যায় নিম্নলিখিত কোন অ্যাওয়ার্ডটি জিতলেন?
A. সুশীলাদেবী অ্যাওয়ার্ড
B. মাদার টেরেসা অ্যাওয়ার্ড
C. ব্যাস সম্মান
D. সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

A. সুশীলাদেবী অ্যাওয়ার্ড


10. ‘Good Governance Index-2021’ এ দেশের মধ্যে শীর্ষে রয়েছে—
A. গুজরাট
B. তামিলনাড়ু
C. ওড়িশা
D. উত্তরপ্রদেশ

A. গুজরাট


11. কোন বলিউড অভিনেতার প্রথম বই ‘Bachelor Dad’ প্রকাশিত হলাে?
A. অজয় দেবগন
B. অক্ষয় কুমার
c. রণবীর কাপুর
D. তুষার কাপুর

D. তুষার কাপুর


12. সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটারের ব্যাট মহাকাশে পাঠানাে হয়েছে?
A. যুবরাজ সিং
B. সৌরভ গাঙ্গুলী
C. শচীন তেন্ডুলকর
D. এম এস ধােনি

A. যুবরাজ সিং


13. সম্প্রতি ধ্ৰুৰ সিটওয়ালাকে হারিয়ে ‘ন্যাশনাল বিলিয়ার্ডস টাইটেল’ জিতলেন—
A. পঙ্কজ আদবানি
B. মৌমা দাস
C. গীত শেঠি
D. অশােক সান্ডিল্য

A. পঙ্কজ আদবানি


14. 2021 সালের গােল্ডেন পিকক এনভায়রণমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড জিতল
A. DRDO
B. SAIL
C. ISRO
D. SIDBI

B. SAIL


15. সাম্প্রতিকতম 2021 সালের আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং এ কোন ভারতীয় শীর্ষে রয়েছে?
A. বিরাট কোহলি
B. রবীন্দ্র জাদেজা
C. কে এল রাহুল
D. রােহিত শর্মা

D. রােহিত শর্মা


16. 2021 সালের কোন দেশটি সবচেয়ে বেশি স্প্যাম কলে আক্রান্ত হয়েছে?
A. ব্রাজিল
B. ভারত
C. নিউজিল্যান্ড
D. মার্কিন যুক্তরাষ্ট্র

A. ব্রাজিল


17. 2021 Ft ‘International Human Solidarity Day’-এর থিম কী ছিল ?
A. Social Development
B. Cultural equality, Social Justice
C. Eradicate Poverty
D. Promote human and Social Development

B. Cultural equality, Social Justice


18. সম্প্রতি সেমিন, নিউল্যান্ড ও চুমুকেদিমা নামক তিনটি নতুন জেলা তৈরী হলাে—
A. মেঘালয়ে
B. আসামে
C. ত্রিপুরায়
D. নাগাল্যান্ডে

D. নাগাল্যান্ডে


19. সাফ অনুর্ধ্ব 19 মহিলা চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে জয়ী হলাে—
A. শ্রীলংকা
B. বাংলাদেশ
C. পাকিস্তান
D. জাপান

B. বাংলাদেশ


20.মাদার টেরেসা মেমােরিয়াল অ্যাওয়ার্ড পেলেন-
A. অনিল প্রকাশ যােশি
B.রিধিমা পান্ডে
C. বিদ্যুৎ মােহন
D. বিবেক রাম চৌধুরী

A. অনিল প্রকাশ যােশি


Note : এরকম নতুন নতুন Current affairs পেতে আমাদের মেনুতে Current affairs পেজে যান
এবং সেখানে সূচিপত্র হিসেবে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস সাজানো রয়েছে আপনার যেটি প্রয়োজন সেটিতে ক্লিক করুন

Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now