ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?

Advertisements

ক) যোগ জলপ্রপাত
খ) ধুয়াধার জলপ্রপাত 
গ) এঙ্গেল জলপ্রপাত 
ঘ) কুঞ্ছিকল জলপ্রপাত 

ঘ) কুঞ্ছিকল জলপ্রপাত 

Keypoint :-

  • উচ্চতার দিক দিয়ে বিচার করতে গেলে যোগ জলপ্রপাত ভারতের উচ্চতম ছিল যার উচ্চতা ৮৩০ ফুট (২৫৩ মিটার)
  • ধুয়াধার জলপ্রপাতটি নর্মদা নদীর উপর অবস্থিত , যার উচ্চতা ১০ মিটার
  •  এঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এই জলপ্রপাত টি ভেনেজুয়েলায় অবস্থিত, এর উচ্চতা ৯৭৯ মিটার
  • কুঞ্চিকল জলপ্রপাত টি মহারাষ্ট্রের ভরাহী নদীর উপর অবস্থিত , এই জলপ্রপাতের উচ্চতা ১৮৩ মিটার হলেও যেহেতু এই জলপ্রপাত টি চার ড্রপ দিয়ে উচ্চতা বৃদ্ধি পায়, তাই এর উচ্চতা বেড়ে দাঁড়ায় ৪৫৫ মিটার
আরো কিছু তথ্য
 
জলপ্রপাত কাকে বলে ? 
 
নদীর পার্বত্য প্রবাহপথে কঠিন ও নরম শিলাস্তর অনুভূমিক বা আড়াআড়িভাবে অবস্থান করলে উপরের কঠিন শিলা স্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের নরম
শিলাস্তর উন্মুক্ত হয় এবং দ্রুত ক্ষয় পাওয়ার কারণে হঠাৎ খাড়া ঢাল সৃষ্টি করে জলরাশি প্রবল বেগে উপর থেকে নিচে পতিত হয়, তাকে জলপ্রপাত বলে।
উদাহরণঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত, ভারতের নর্মদা নদীর ধুঁয়াধার।
 
বৈশিষ্ট্যঃ
 
1. ভূমি ঢালের হঠাৎ বিশাল পরিবর্তন হয়।
2. কঠিন ও কোমল শিলা আড়াআড়িভাবে অবস্থান
করে।
3. জল প্রবল বেগে নিচের দিকে পতিত হয়।
4. জলপ্রপাতের নিচে প্রপাত কূপ সৃষ্টি হয়।
Facebook
Advertisements

1 thought on “ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি ?”

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now