WBCS Previous year question free geography -gurucoolfanda

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্টের মাধ্যমে Wbcs Previous year geography question দেওয়া হলো, এই কোশ্চেন গুলি আগামী দিনে ডব্লিউবিসিএস পরীক্ষায় পড়ার সম্ভাবনা রয়েছে তাই এই মক টেস্ট টি খুব মনোযোগ সহকারে তোমরা দাও, এই মক টেস্ট টি দিতে নীচে দেওয়া Start বাটনে ক্লিক করো ।

127
Created on

Geography Preliminary previous year question




চাকরির পরীক্ষায় আসা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বানানো একটি অনলাইন মক টেস্ট

Sub Geography
Time 12 min
Question type MCQ
Language Bengali
Mode Online

1 / 25

1. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল [WBCS Prelims 2009]

2 / 25

2. বালিয়াড়ি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ[WBCS Prelims 2008

3 / 25

3. গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত?

4 / 25

4. হিমালয়ের উৎপত্তি হয় [WBCS Prelims 2008]

5 / 25

5. পশ্চিমঘাটের পশ্চিমদিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত [WBCS Prelims 2012]

6 / 25

6. হিমালয় হচ্ছে -[WBCS Prelims 2010]

7 / 25

7. নিচের কোনটিকে “মহাসাগরের বৃষ্টিঅরণ্য" Rain forest of the oceans) বলা হয়?

8 / 25

8. হিমালয়ের পাদদেশের সমৃভূমি দার্জিলিং জেলায় ---- নামে পরিচিত [WBCS Prelims 2014]

9 / 25

9. দশ বছরে (২০০১-২০১১) ভারতে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে শতকরা

10 / 25

10. হিমালয় পবর্তশ্রেণী হল [WBCS Prelims 2009]

11 / 25

11. বিনা তৈল শোধনাগার কোথায় অবস্থিত?

12 / 25

12. ধারওয়ার যুগের গ্রানাইট ও নীস পাওয়া যায় [WBCS Prelims 2013]

13 / 25

13. ভারতের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হল-

14 / 25

14. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত [WBCS Prelims 2011]

15 / 25

15. পীরপাঞ্জাল গিরি শ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত [WBCS Prelims 2012]

16 / 25

16. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোন্‌টি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?[WBCS Prelims 2011]

17 / 25

17. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন্ রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? [WBCS Prelims 2009]

18 / 25

18. একটি ভারতীয় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের বিস্তৃতি।যথাক্রমে 15º48′00″N থেকে 14°53′15″N এবং 74°20′13″E থেকে74°40′3″E। নিচের কোনটি সেই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ?

19 / 25

19. “ব্লু মাউন্টেন” অঞ্চলে প্রধানত নিচের কোন ধরনের উপজাতি দেখা যায় ?

20 / 25

20. পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল [WBCS Prelims 2013]

21 / 25

21. নীচের কোন্ তথ্য জোড়া সঠিকভাবে ম্যাচিং নয়? [WBCS Prelims 2014]

22 / 25

22. দুটি পরস্পর সংলগ্ন কিন্তু পৃথক ল্যান্ডস্কেপ প্যাচ-এর মধ্যবর্তী অংশকে বলা-

23 / 25

23. ছোটনাগপুর মালভূমি এই শিলায় গঠিত [WBCS Prelims 2009]

24 / 25

24. নিচে উল্লিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে মোট বনাঞ্চলের পরিমাণসবচেয়ে কম?

25 / 25

25. কিছু কিছু কৃষিজমিতে ডলোমাইট পাউডার ব্যবহার করা হয় । এই পাউডারব্যবহার করার কারণ

Your score is

The average score is 53%

0%

আমাদের ফেসবুক এ যুক্ত হন 👇

Facebook
Advertisements

2 thoughts on “WBCS Previous year question free geography -gurucoolfanda”

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now