WBCS Preliminary previous year question and answer with mock test
প্রিয় ছাত্র ছাত্রীরা,
এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “WBCS Preliminary previous year Question ” দিয়ে একটি মক টেস্ট দেওয়া হল, এখানে মোট 25 টি প্রশ্ন রয়েছে । পুরো PDF প্রশ্নের লিঙ্ক নিচে রয়েছে ।
WBCS Preliminary previous year question:
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নের কোন পর্বত শ্রেণীতে অবস্থিত?
(a) দার্জিলিং
(b) সিঙ্গালিলা✔
(c) জয়ন্তী
(d) কোনটিই নয়
সিঙ্গালিলা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত-
(a) দার্জিলিং✔
(b) আলিপুরদুয়ার
(c) কোচবিহার
(d) উত্তর দিনাজপুর
পশ্চিমবঙ্গের রাজধানী নিম্নের কোনটির খুব কাছাকাছি—
(a) নিরক্ষরেখার
(b) কর্কটক্রান্তি রেখার✔
(c) ক্রান্তীয় অঞ্চল
(d) মেরু অঞ্চল
পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে—
(a) দক্ষিণ-পশ্চিম মৌসুমী
(b) ভারত মহাসাগরের বঙ্গোপসাগরীয় শাখা✔
(c) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
(d) আরব সাগরের ভারতীয় শাখা
পশ্চিমবঙ্গের কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়—
(a) লিগনাইট
(b) বিটুমিনাস✔
(c) অ্যানথ্রাসাইট
(d) কোনটিই নয়
পশ্চিমবঙ্গের মালভূমির বেশির ভাগ অংশই কোন জেলায় অবস্থিত—
(a) মেদিনীপুর
(b) মুর্শিদাবাদ
(c) পুরুলিয়া✔
(d) বদ্ধমান
দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশনামে ———পরিচিত-
(a) ডুয়ার্স
(b) তরাই✔
(c) রাঢ়
(d) বারীন্দ্রভূমি
পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণে বিস্তৃতি—
(a) 600 কিমি✔
(b) 700 কিমি
(c) 800 কিমি
(d) 400 কিমি
দামোদর নদের উৎপত্তি হয়েছে
(a) রাজমহল পাহাড়
(b) ছোটোনাগপুর মালভূমি✔
(c) হিমালয়
(d) পূর্বঘাট
2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত জেলাগুলি—
(a) দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর✔
(b) হুগলি, দার্জিলিং, মুর্শিদাবাদ
(c) দার্জিলিং, হুগলি, মুর্শিদাবাদ
(d) হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিং
পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হল—
(a) লাল মৃত্তিকা
(b) লবণাক্ত কাদা মৃত্তিকা✔
(c) পলি মৃত্তিকা
(d) কৃষ্ণ মৃত্তিকা
পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হল—
(a) তোর্সা
(b) রায়ডাক✔
(c) মেচি
(d) পাগলা
পশ্চিমবঙ্গের স্বাক্ষরতার হার হল
(a) 70%
(b) 75%
(c) 76%✔
(d) 80%
পশ্চিমবঙ্গের মোট কত শতাংশ জনসংখ্যা ভারতে বাস করে?
(a) 6%
(b) 7.55%✔
(c) 8.24%
(d) 9.12%
পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থান করছে—
(a) আসাম এবং বাংলাদেশ ✔
(b) বিহার ও ঝাড়খণ্ড
(c) সিকিম এবং ভুটান
(d) ওড়িশা ও ঝাড়খণ্ড
পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশীয় অঞ্চল কী নামে পরিচিত?
(a) তরাই এবং ডুয়ার্স ✔
(b) বারীন্দ্রভূমি
(c) দিয়ারা
(d) বাগরি
হলদিয়া হল – ——–কেন্দ্র
(a) পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র✔
(b) গভীর মৎস শিকারকেন্দ্র
(c) লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র
(d) ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র
পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কি জন্য বিখ্যাত?
(a) সার উৎপাদনকেন্দ্র
(b) লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র
(c) লোকোমোটিভ✔
(d) সিমেন্ট কারখানা
সুন্দরবন অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে—
(a) বহুফসল ভিত্তিক চাষাবাদ
(b) পর্যটন
(c) মৎস শিকার ✔
(d) ব্যারেজ নির্মাণ
পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের কারণ—
(a) আরবসাগরীয় বায়ু
(b) বঙ্গোপসাগরীয় বায়ু✔
(c) প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু
(d) পশ্চিমী ঝঞ্ঝা
পশ্চিমবঙ্গে চা চাষের জন্য আদর্শ পরিবেশ দেখা যায়—
(a) মালদা
(b) জলপাইগুড়ি
(c) দার্জিলিং✔
(d) কোচবিহার
বাঁকুড়ার মৃত্তিকা হল—
(a) পডজল
(b) পলি
(c) ল্যাটেরাইট✔
(d) লবণাক্ত
পশ্চিমবঙ্গে কোথায় বাগিচা কৃষি দেখা যায়?
(a) মালদা
(b) দার্জিলিং✔
(c) বাঁকুড়া
(d) হাওড়া
পশ্চিমবঙ্গের কোথায় তসর শিল্প দেখা যায়—
(a) পুরুলিয়া
(b) কোচবিহার
(c) মুর্শিদাবাদ✔
(d) হুগলি