Traditional GK in Bengali quiz free||বাংলা জিকে November 13, 2022 by admin Advertisements প্রিয় ছাত্র ছাত্রীরা,এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Tradition GK in Bengali” দিয়ে একটি মক টেস্ট দেওয়া হল, এখানে মোট 25 টি প্রশ্ন রয়েছে । পুরো PDF প্রশ্নের লিঙ্ক নিচে রয়েছে । 0% 43 12345678910111213141516171819202122232425 General Studies Traditional GK in Bengali Total Question - 25 Sub: Traditional GK in Bengali Time : 15 1 / 25 Category: GK 1. চিপকো আন্দোলনের সঙ্গে সংযুক্ত নাম: a) সরলা বেন b) মেধা পাটেকর c) সালিম আলি d) বাবা আমতে 2 / 25 Category: GK 2. উদয়শংকর ছিলেন একজন সুবিখ্যাত a) লেখক b) প্রযোজক c) চিত্রকর d) নৃত্যশিল্পী 3 / 25 Category: GK 3. নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? a) তৃতীয় সূত্র b) দ্বিতীয় সূত্র c) প্রথম সূত্র d) কোনওটিই নয় 4 / 25 Category: Science 4. জলে দ্রাব্য ভিটামিনটি হল- ক) A খ) D গ) E ঘ) C 5 / 25 Category: Science 5. মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হল- ক) হাইড্রোজেন খ) হিলিয়াম গ) নিয়ন ঘ) অক্সিজেন 6 / 25 Category: Science 6. মানবদেহে খনিজ দ্রব্য প্রায় কত শতাংশ থাকে? ক) ৪ শতাংশ খ) ৬ শতাংশ গ) ৮ শতাংশ ঘ) ১০ শতাংশ 7 / 25 Category: Science 7. মানবদেহে কত শতাংশ জল থাকে? ক) ৫০ শতাংশ খ) ৬০ শতাংশ গ) ৭০ শতাংশ ঘ) ৮০ শতাংশ 8 / 25 Category: ভূগোল 8. গান্ধিনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? a) নর্মদা b) তাপ্তি c) সবরমতী d) মাহী 9 / 25 Category: ভূগোল 9. লুসাই পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত? a) অরুণাচল প্রদেশ b) মণিপুর c) মিজোরাম d) মেঘালয় 10 / 25 Category: ভূগোল 10. পিকক দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত? a) গুজরাট b) অরুণাচল প্রদেশ c) আসাম d) পশ্চিমবঙ্গ 11 / 25 Category: ভূগোল 11. রুদ্রসাগর হ্রদ অবস্থিত a) রাজস্থান b) অন্ধ্রপ্রদেশ c) পশ্চিমবঙ্গ d) ত্রিপুরা 12 / 25 Category: General Studies 12. সিয়োচেন হল- a) ভারত ও চিনের সীমান্তবর্তী প্রদেশ। b) ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী মরু সীমান্ত প্রদেশ। c) ভারত ও নেপালের মধ্যবর্তী বরফে ঢাকা সীমান্ত প্রদেশ। d) ভারত ও পাকিস্তানের মধ্যে হিমবাহে ঢাকা সীমান্ত প্রদেশ। 13 / 25 Category: History 13. গুপ্ত রাজবংশের জনপ্রিয় শাসন প্রতীক কী ছিল? a) গরুড় b) ময়ূর c) বল্লম d) সূর্য 14 / 25 Category: History 14. কালিদাসের লেখা একটি কাব্যের নাম লেখ? a) রঘুবংশম্ b) মালবিকাগ্রিমিত্রম c) অভিজ্ঞান শকুন্তলম্ d) সবকটি 15 / 25 Category: Science 15. একটি ড্রাই সেল ব্যাটারি থেকে প্রবাহিত বিদ্যুৎপ্রবাহ কীরূপ উদাহরণ? ক) যান্ত্রিক শক্তি খ) রাসায়নিক শক্তি গ) সৌরশক্তি ঘ) এদের কোনোটিই নয় 16 / 25 Category: History 16. ভারত আক্রমণকারী প্রথম গ্রিক শাসকের নাম কী? a) আলেকজান্ডার b)সেলুকাস c) কাইরাস d) দরায়ুস 17 / 25 Category: History 17. আলেকাজ়ান্ডার ভারতে প্রায় কত মাস ছিলেন? a) 17 মাস b) 19 মাস c) 21 মাস d) 18 মাস 18 / 25 Category: History 18. প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন নিম্নলিখিত কোন স্থান থেকে পাওয়া গিয়েছে? a) সোয়ান উপত্যকা b) মাদ্রাজ অঞ্চল c) (a) ও (b) দুটিই স্থান d) কোনোটিই নয় 19 / 25 Category: History 19. পৃথিবীতে কোন স্থান থেকে সর্বপ্রথম তামার পিণ্ড আবিষ্কৃত হয়েছিল? a) ইরাকের সুমের b) রাজস্থানের ক্ষেত্রি c) [a] ও [b] দুটিই d) কোনোটিই নয় 20 / 25 Category: History 20. সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান— a) রোপার b) মান্ডা c) ডাইমাবাদ d) আমরি 21 / 25 Category: Science 21. MAB এর পুরো নাম কী? A] ম্যান অ্যান্ড বায়োলজিকাল প্রোগ্রাম B] ম্যান অ্যান্ড বায়োডাইভারসিটি প্রোগ্রাম C] ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম D] ম্যান অ্যান্ড বোটানিক্যাল প্রোগ্রাম 22 / 25 Category: Science 22. কোন এককে ওজোন হোল মাপা হয়? A] সেন্টিমরগ্যান B] ডেসিবল C] ডোবসোন D] মিটার । 23 / 25 Category: Science 23. বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? A] কৰ্ণাটক B] আসাম C] গুজরাট D] মধ্যপ্রদেশ 24 / 25 Category: Science 24. কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয়? A] 1960 B] 1972 C] 1982 D] 1990 25 / 25 Category: Science 25. ‘গ্লোবাল ওয়ার্মিং’ বাড়ার পিছনে কোন্টির বৃদ্ধি দায়ী? A] অক্সিজেন B] নাইট্রোজেন ডাই অক্সাইড C] সালফার ডাই অক্সাইড D] কার্বন ডাই অক্সাইড Your score is 0% See review Send feedback Next WBCS Preliminary previous year question: পূর্বের পোস্ট –WBCS preliminary 2006 Question and Answer- Part -2WBCS preliminary 2006 Question and Answer- Part -1 প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন Advertisements