WBCS Preliminary Practice Set

Advertisements

ডব্লিউ বি.সি এস  প্রিলি.পরীক্ষারসম্ভাব্য ১ সেট প্রশ্নোত্তর

Full PDF(Free) are available below the question

Direction (Qs. 1-5): In each of the following questions, pick up the choice which is most opposite in meaning of the word italicized bold in the sentence.
1. Chaos reigned supreme at the football match.
(A) Order (B) Confusion (C) Luck (D) Anarchy
2. The gentle had aristocratic manners
(A) Coarse (B) Democratic (C) Base (D) Plebian
3. Mohini was often teased as corpulent by her friends.
(A) Belligerent (B) gaunt (C) garrulous (D) Fat
4. The President is the nominal head of the state.
(A) Actual (B) Titular (C) Assumptive (D) Hereditary
5. The hubbub in the cities makes one tired and irritable.
(A) Roar (B) Quiet (C) Disorder (D) Disturbance
Direction (Qs. 6-10): Choose the correct meaning of the underlined words from the alternatives given below.
6. The old lady is extremely loquacious..
(A) Humorous (B) Talkative (C) Foukmouthed (D) Voluable
7. His arrogance is exceeded only by his abysmal ignorance.
(A) Bottomless (B) Eternal (C) Diabolic (D) Internal
8. Swami Vivekananda load godlv life
(A) Pious (B) Heavenly (C) Religious (D) Pure
9. Many Districts in West Bengal are prone to flood.
(A) Relate (B) Prostrated (C) Inclined (D) Ready
10. Many men sailed to Africa in quest of gold.
(A) In prospect of (B) In pursuance of (C) In search of (D) In expectation of
Direction (Qs. 11-17): Choose thecorrect meaning of the following idomatic expression from the options given :
11. ‘A bolt from the blue’
(A) A drop from the sky (B) An unexpected shock (C) Thunderbolt (D) A blue sky
12. ‘A wild-goose chase’ means –
(A) To go hunting (B) To go an a foolish, fruitless search (C) To chase wild geese (D) To protect
13. ‘Poles apart’ means –
(A) Very distant (B) Separate (C) Totally different in views (D) Very difficult
14. ‘Blowing his own trumpet means
(A) Praising himself (B) Flatter (C)Smart and clean (D) A narrow escape
15. To carry off one’s feet’ means –
(A) to be on par (B) Failed (C) To reveal everything (D) To be wild with excitement

16. Kith and kin’ means
(A) Blood relations (B) Violently (C) Ineffective (D) A weak person
17. ‘Puts one in mind’ means
(A) Resolved (B) Decided (C) Reminds (D) Flatter
Direction (Qs. 18-22): From the options given, choose a single word describing each of following as closely as possible :
18. A seller of cakes
(A) Baker (B) Salesman (C) Cake- seller (D) Confectioner
19. Someone leaving one’s own country –
(A) A refugee (B) An emigrant (C) A migratory (D) A nomadic man
20. Murder of a brother a
(A) Homicide (B) Patricide (C) Cynic (D) Fratricide
21. One who does not make mistakes
(A) Infallible (B) alimony (C) Impostor (D) Jury

22. An inscription on a tomb
(A) Subpoena (B) Epitaph (C) Agenda (D) Pyrotechnics
Direction (Qs. 23-25) : Fill in theblanks with correct phrasal verb from the options provided below :
23. There was aon the midnight train
(A) Hold up (B) Hold on (C) Hold off (D) Hold out
24. The evidencewith what one already knows.
(A) Ties in (B) put off (C) sets in (D) croes down
25. The boys were ‘kept in’ after school means that the boys were
(A) Caned (B) Punished (C) Combined (D) Rewarded
26. মেসােলিথিক যুগের গুহাচিত্রগুলিরমধ্যে কোন প্রাণীর চিত্র সবচেয়ে বেশি দেখা যায় ?
(A) বাঘ (B) গরু (C) ষাঁড় (D) হরিণ
27. নিচের ধাতুগুলির মধ্যে কোন ধাতুর নিদর্শন এখনও পর্যন্ত হরপ্পা সভ্যতায় আবিষ্কৃত হয়নি?
(A) তামা (B) লােহা (C) সােনা (D) রূপাে
28. ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী যুগে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে?
(A) গুজরাত (B) রাজস্থান (C) পঞ্জাব (D) হরিয়ানা
29. কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল?
(A) সিন্ধু (B) সরস্বতী (C) বিপাশা (D) রবি
30. নিচের কোন উপনিষদেতে ‘সত্যমেব জয়তে’ শব্দটির উল্লেখ করা হয়েছে?
A) মুণ্ডক উপনিষদ (B) ঈষা উপনিষদ (C) জবালা উপনিষদ (D) প্রশন উপনিষদ
31. মনু স্মৃতির মূল বিষয়বস্তু কী?
(A) সামাজিক নির্দেশ (B) আইন (C) অর্থনীতি (D) যাগ-যজ্ঞ
32. বুদ্ধচরিত’এর রচয়িতা কে?
(A) নাগসেন (B) বসুমিত্র (C) নাগার্জুন (D) অশ্বঘােষ
33. কণিষ্কের আমলে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ  বৌদ্ধসভাতে সভাপতিত্ব করেছিলেন কে?
(A) নাগার্জুন (B) বসুমিত্র (C) পার্শ্ব (D) শূদ্রক

34. মহাবীর জৈন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন?
(A) রাজগির (B) রাঁচি (C) পাবাপুরি (D) নালন্দা
35. চন্দ্রগুপ্ত মৌর্য দাক্ষিণাত্যের কোথায় তার শেষ জীবন অতিবাহিত করেছিলেন?
(A) মাদুরাই (B) শ্ৰবণাবেলাগােলা (C) রাঁচি (D) রামেশ্বরাম
36. মৌর্য যুগের মুদ্রা কোন  ধাতু দিয়ে তৈরি হত ?
(A) সােনা ও রূপাে (B) রূপপা ও তামা (C) তামা ও ব্রোঞ্জ (D) সােনা ও তামা
37. নিচের কোন গ্রন্থটি তামিলনাড়ুর ‘বাইবেল’ হিসাবে পরিচিত?
(A) তােলকাপ্পিয়াম (B) শিলপ্পাদিকারম (C) মণিমেখলাই (b) কুরুল
38. কে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন?
(A) কুষাণরা (B) সাতবাহনরা (C) চালুক্য (D) গুপ্ত
39. হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন?
(A) প্রভাকর বর্ধন (B) দ্বিতীয় পুলকেশী (C) শশাঙ্ক (D) সমুদ্রগুপ্ত
40. নিচের ব্যক্তিদের মধ্যে কে গুপ্তযুগের বিখ্যাত চিকিৎসক রূপে সুপরিচিত?
(A) শূদ্রক (B) শূঞত (C) চরক (D) ব্রহ্মগুপ্ত
41. হর্ষচরিত’এর রচয়িতা কে?
(A) কালিদাস (B) বাণভট্ট (C) ব্রহ্মগুপ্ত (D) বিশাখদত্ত
42. দক্ষিণ ভারতের তাক্কোলাম-এর যুদ্ধ সংঘটিত হয়েছিল কাদের মধ্যে?
(A) চোল ও চালুক্য (B) চোল ও পান্ড্য (C) চোল ও হােসালা (D) চোল ও রাষ্ট্রকূট
43. কোনারকের সূর্যমন্দিরের নির্মাতা কে?
(A) কপিলেন্দ্র (B) প্রথম নরসিংহ (C) পুরুষােত্তম (D) অনন্তবর্মন
44. নিচের গুলির মধ্যে কোনটি সঠিক নয়?
(A) কপূরমঞ্জরী : হর্ষ (B) নাগানন্দ : হর্ষ (C) মুদ্রারাক্ষস  :বিশাখদত্ত (D)মালবিকাগ্নিমিত্রম : কালিদাস
45. মহম্মদ বিন তুঘলক তার জীবনের আড়াই বছর কাটিয়েছিলেন স্বর্গদার’নামক ক্যাম্পে, তা কোন নদীর তীরে অবস্থিত ?
(A) গঙ্গা (B) যমুনা (C) গােমতী (D) মহানদী
46. কোন সুফি সাধককে জালালউদ্দিন

খলজি মৃত্যুদন্ড দিয়েছিলেন বিদ্রোহকরার জন্য ?
(A) বাবা ফরিদ (B) সিদ্দি মােল্লা (C) মালিক চাজু (D) সিদ্দিমােল্লা ও মালিক চাজু উভয়ই
 47. লােদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) ইব্রাহিম লােদী (B) সিকন্দর লােদী (c)দৌলত খাঁ লােদী (D) বহলুল লােদী
48. বাহমনি সুলতান ও বিজয়নগর রাজ্যের মধ্যে দীর্ঘ যুদ্ধের প্রধান কারণ কী ছিল?
(A) কৃষ্ণা ও তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চল (B) কাবেরি ডেল্টা (C) মালাবার (D) বেরার
49. কাশ্মীরের আকবর নামে কে পরিচিত?
(A) জয়নুল আবেদিন (B) হুসেন শাহ (C) বলবন (D) সুজা-উদ-দৌল্লা
50. বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) আলাউদ্দিন বাহমন শাহ (B) হুসেন শাহ (C) আহমেদ শাহ (D) তাজউদ্দিন ফিরােজশাহ
51, আজমীরে কোন সুফি সাধকের দরগা অবস্থিত?
(A) খজা মইনুদ্দিন চিস্তি (B) খজ্যা কুতুবউদ্দিন বকতিয়ার কাকি (C) শেখ নিজামউদ্দিন আউলিয়া (D) শেখ নাসিরউদ্দিন মামুদ
52. বাহাদুর শাহ কে ছিলেন?
(A) লােদী বংশের শেষ শাসক (B) মােঘল বংশের সম্রাট (C) শেরশাহের উত্তরাধিকারী (D) শিবাদির উত্তরাধিকারী
53. ফতেপুর সিক্রিতে ইবাদৎখানা কে নির্মাণ করেছিলেন ?
(A) হুমায়ুন (B) বাবর (C) শাহজাহান (D) আকবর
54. কোথায় শের শাহের স্মৃতিসৌধ অবস্থিত ?
(A) সাসারাম (B) দিল্লি (C) সােনার গাঁও (D) জাহাঙ্গির
55. কোন মােঘল সম্রাট জিজিয়ার পুনঃপ্রবর্তন করেছিলেন?
(A) আকবর (B) জাহাঙ্গির (C) শাহজাহান (D) ঔরঙ্গজেব
56. কোন মারাঠা শাসক সরঞ্জামী ব্যবস্থাপ্রবর্তন করেছিলেন?
(A) শম্ভুজি (B) শাহু(C) শিবাজি (D) বালাজি বিশ্বনাথ
57. অ্যাকাডেমিক অ্যাসােসিয়েশান’ এর প্রতিষ্ঠাতা কে?
(A) হেনরি লুইস ভিভিয়ান ডিরােজিও (B)  রাজা রামমােহন রায় (C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (D) ঈশ্বরচন্দ্র গুপ্ত

58. রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে?
(A) রাজা রামমােহন রায় (B) রামকৃষ্ণ (C) কেশবচন্দ্র সেন (D) স্বামী বিবেকানন্দ।
59, ভারতের জাতীয় কংগ্রেস কোন সভাতে চরমপন্থী ও নরমপন্থীতে বিভক্ত হয়ে গিয়েছিলেন?
(A) সুরাট (B) ক্যালকাটা (C) নাগপুর (D) এলাহাবাদ
60. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
(A) অ্যানি বেসান্ত (B) সরােজিনীনাইডু (9) এন. সেনগুপ্ত (D) বিজয় লক্ষ্মীপন্ডিত
61.উপজাতি মানুষদের বােঝাতে আদিবাসী শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন?
(A) মহাত্মা গান্ধী (B) থাক্কার বাপ্পা (C) জ্যোতিবা ফুলে (D) বি.আর.আম্বেদকর
62.প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন?
(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (B) দাদাভাই নৌরজি (C) মহাত্মা গান্ধী (D) বিপিনচন্দ্র পাল
63. প্রথম মহিলা যিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন ও 1890 সালে ভারতীয় কংগ্রেসে যােগদান করেছিলেন?
(A) কাদম্বরি গাঙ্গুলি (B) বিজয় লক্ষ্মীপন্ডিত (C) অ্যানি বেসান্ত (D) সরােজিনী নাইডু
64. ক্যাবিনেট মিশনে নেতৃত্ব দান করেছিলেন কে?
(A) ক্লীম্যান অ্যাটলি (B) স্যার.পি.লরেন্স (C) এ.ভি.আলেকজান্ডার (D) ক্রিপস
65. কোন আন্দোলনে নেতৃত্ব দানের জন্য বল্লভভাই প্যাটেল ‘সর্দার’ উপাধি প্রাপ্ত হয়েছিলেন?
(A) বারদৌলি সত্যাগ্রহ (B) চম্পারন সত্যাগ্রহ (C) খেদা সত্যাগ্রহ (D) ভারত ছাড়াে আন্দোলন
66. সর্বভারতীয় হরিজন সঙঘ কে প্রতিষ্ঠা করেছিলেন 1932 সালে?
(A) মহাত্মা গান্ধী (B) বি.আর.আম্বেদকর (C) বিনবাভাবে (D) জগ্নজীবন রাম
67. হিন্দ স্বরাজ’ এর লেখক কে?
(A) এম.জি.রানাডে (B) বাল গঙ্গাধর তিলক (C) গােপাল কৃষ্ণ গােখলে (D) গান্ধীজি
68. কোন উর্দু কবিকে দ্বিতীয় ও তৃতীয় গােল টেবিল বৈঠকে ডাকা হয়েছিল?
(A) মহম্মদ ইকবাল (B) ফিরাক গােরখপুরী (C) ফৈজ আহম্মদ ফৈজ (D) জোশ মালিহাবাদী

69. কাকে মহাত্মা গান্ধী তার নিজের ‘রাজনৈতিক গুরু’ বলে মনে করতেন?
(A) দাদাভাই নৌরজী (B) বাল গঙ্গাধর তিলক (C) ফিরােজ শাহ মেহতা (D)গােপালকৃষ্ণ গােখলে
70. গান্ধীজির নেতৃত্বে ‘ডান্ডি অভিযান আন্দোলন কবে শুরু হয়েছিল?
(A) 11 মার্চ 1930 (B) 12 মার্চ 1931(C) 13 মার্চ 1930 (D) 12 মার্চ 1930
71. ‘পূর্ণ স্বরাজ’র দাবি কে করেছিলেন?
(A) জওহরলাল নেহেরু (B) রাজেন্দ্র প্রসাদ(C) সুভাষচন্দ্র বােস (D) গান্ধীজি
72. 1946 সালে লর্ড ওয়েবেল কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ?
(A) সি. রাজাগােপালাচারী (B) গান্ধীজী (C) জওহরলাল নেহেরু (D) রাজেন্দ্র প্রসাদ
73. ভারত ছাড়ো আন্দোলন কোন আন্দোলনের প্রতিক্রিয়া স্বরূপ ছিল?
(A) ক্যাবিনেট মিশন নীতি (B) সাইমন কমিশন রিপাের্ট (C) ওয়েবেল নীতি (D) ক্রিপসের মন্তব্য
74. কোন বছরগুলিতে ভারতের জাতীয় কংগ্রেসের কোনাে সভা অনুষ্ঠিত হয়নি?
(A) 1930-1945 (B) 1941-1945 (C) 1943-1947 (D) 1935-1936
75. ‘দ্যা স্টোরি অফ দ্যা ইনটিগ্রেশন অফ দ্যা ইন্ডিয়ান স্টেটস’বইটির রচয়িতা কে?
(A) বি.এন.রাও (B) সি. রাজাগােপালাচারী (C) কৃষ্ণা মেনন (D) ভি.পি.মেনন
76. কোন দিনে জম্মু ও কাশ্মীর ভারতের অন্তর্বর্তী হয়?
(A) 26 অক্টোবর 1947 (B) 26 অক্টোবর 1948 (C) 27. অক্টোবর 1949 (D) 26 নভেম্বর 1947
77. নিচের গুলির মধ্যে কোনটি সর্বোচ্চ শৃঙ্গ?
(A) ধৌলা গিরি (B) নামচা বারওয়া (C) নন্দা দেবী (D) নাঙ্গা পর্বত
78. শিবসুন্দরম জলপ্রপাত কোন নদীতে আছে?
(A) কৃষ্ণা (B) গােমতী (C) কাবেরী(D) গােদাবরী
79. কোন দুটি পর্বতশৃঙ্গের মাঝখানে লে অবস্থিত?
(A) ঝাসকার ও লাদাখ (B) পির পঞ্জাল ঝাসকার (C) শিবালিক ও পির পঞ্জাল (D)কারাকোরাম ও পিরপঞ্জাল

 

৪০. কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি গেছে?
(A) জম্মু ও কাশ্মীর (B) হিমাচলপ্রদেশ (C)বিহার (D) ঝাড়খণ্ড
81.সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায় ?
(A) হিন্দুকুশ পর্বত (B) কারাকোরাম শৃঙ্গ (C) মানস সরােবর (D) কৈলাস পর্বত
82. সম্বার হ্রদ রাজস্থানের কোন শহরের  সবথেকে বেশি কাছে অবস্থিত?
(A) ভারতপুর (B) জয়পুর (C) উদয়পুর (D) যােধপুর
৪3. গঙ্গা নদী তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে
(A) পশ্চিম থেকে পূর্বে ও উত্তর থেকে দক্ষিণে (B) পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর
থেকে দক্ষিণে (C) পশ্চিম থেকে পূর্বে ও দক্ষিণ থেকে উত্তরে (D) পূর্ব থেকে পশ্চিমে
ও দক্ষিণ থেকে উত্তরে
84. তিব্বতের  সবচেয়ে বড় হ্রদ কোনটি?
(A) কোকোনর (B) মানসরােবর (C) রাকস তাল (D) ঘুনচু সসা
85. ভারতের কোন রাজ্যে ফুলহার হ্রদ অবস্থিত?
(A) মধ্য প্রদেশ (B) বিহার (C) উত্তর প্রদেশ (D) গােয়া
86. কোন নদীর সঙ্গে চম্বল নদী মিশেছে?
(A) গঙ্গা (B) নমর্দা (C) তাপ্তী (D) যমুনা
৪7. নিচের গঙ্গার উপনদী গুলির মধ্যে কোনটি উত্তরদিকে প্রবাহিত হয়েছে?
(A) কাশি (B) গণ্ডক (C) ঘর্ঘরা (D) শােন
88. কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর জন্য?
(A) পশ্চিমবঙ্গ (B) অসম (C) তামিলনাড়ু (D) আন্ধ্রা প্রদেশ
89. বঙ্গোপসাগরের ওপরে সৃষ্ট সাইক্লোন ঝড়ের ঘূর্ণণ সাধারণত কোন দিকে থাকে?
(A) পূর্ব থেকে পশ্চিমে (B) পশ্চিম থেকে পূর্বে (C) উত্তর থেকে দক্ষিণে (D) দক্ষিণ থেকে উত্তরে
90. বৃক্ষচ্ছেদন সবচেয়ে বেশি দেখা যায়
(A) দাক্ষিণাত্যের পূর্বদিকে (B) পশ্চিম উপকূলে (C) উত্তরের সমভূমিতে (D) পূর্ব উপকূলে
91. কোন নদীর ওপরে তেহরি বাঁধ নির্মাণ করা হয়েছে?
(A) গঙ্গা (B) ব্রহ্মপুত্র (C) ভাগীরথী (D) যমুনা

92. নিচের কোন জেলাটি কফি চাষের জন্য বিখ্যাত?
(A) বালাশর (B) গুন্টুর (C) খুরদা (D) চিকমঙ্গলুর
93. নিচের জায়গাগুলির মধ্যে কোনটি ‘মুক্তর শহর’ হিসাবে বিখ্যাত ?
(A) কোলার (B) তুতিকুরিন (C) হায়দরাবাদ (D) কোচি
94. NH7 সংযুক্ত করেছে
(A) মুম্বাইকে বারাণসীর সঙ্গে (B) মুম্বই ও ভুবনেশ্বরকে (C) দিল্লির সঙ্গে কন্যাকুমারীকে (D) বারাণসীর সঙ্গে কন্যাকুমারীকে
95. নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটিতে সবচেয়ে বেশি সংখ্যক তালিকাভুক্ত জাতি (SC) রয়েছে?
(A) পশ্চিমবঙ্গ (B) বিহার (C) মধ্যপ্রদেশ (D) উত্তর প্রদেশ
96. 2011 সালের গণনা অনুযায়ী কোন রাজ্য সবচেয়ে বেশি জনরিবল রাজ্য?
(A) সিকিম (B) মিজোরাম (C) অরুণাচল প্রদেশ (D) গােয়া
97. দন্ডকারণ্য অবস্থিত
(A) ছত্তিশগড়ের পূর্বদিকে (B) ছত্তিশগড়ের দক্ষিণে (C) ছত্তিশগড়ের পশ্চিমে (D) ছত্তিশগড়ের উত্তরে
98. বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাসটি দায়ী?
(A) ০, (B) ০, ও CO, (C) CO, CH, (D) CH,
99. নিচের গুলির মধ্যে কোনটি বাস্তার অঞ্চলে অবস্থিত?
(A) বানধাবগড় জাতীয় উদ্যান (B) রাজাজী জাতীয় উদ্যান (C) ইন্দ্রাবতী জাতীয় উদ্যান
(D) দুনডেলী জাতীয় উদ্যান
100. কেরালার কোন ধরণের মাটির স্থানীয় নাম কারি’?
(A) কালাে মাটি (B) ল্যাটেরাইট মাটি (C) Peaty and Organic Soil (জৈব্যমাটি) (D) লবণাক্ত ও ক্ষারকীয় মাটি
101. নিচের পদগুলির মধ্যে কোনটির নির্বাচন ভারতের রাষ্ট্রপতি করেন না?
(A) লােক সভার স্পিকার (B) CAG (C) সুপ্রিম কোর্টের মুখ্য বিচারক(D) Bও Cদুটিই
102. ভারতের রাষ্ট্রপতি কতবার তার পদে পুনঃনির্বাচিত হতে পারেন?
(A) 2বার (B) 1 বার মাত্র (C) 3 বার (D) কোনাে নির্দিষ্ট মাত্রা নেই

103. ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) এল.কে.আদবাণী (B) চরণ সিংহ (C)মােরার্জি দেশাই (D) সর্দার বল্লভভাই পাটেল।
104.যদি লােকসভার স্পিকার পদত্যাগ করতে চান তবে তিনি তার পদত্যাগ পত্র কার কাছে জমা দেবেন?
(A) প্রধানমন্ত্রী (B) রাষ্ট্রপতি (C) ডেপুটি স্পিকার (D) উপরাষ্ট্রপতি
105. লােকসভার স্থায়ী সদস্য সংখ্যা কত?
(A) 441 (B) 543 (C) 545 (D) 541
106. পূর্বেকার সম্মতি নিয়ে অর্থবিল রাজ্য বিধানসভায় পাঠাতে হয় ?
(A) স্পিকার (B) রাজ্যপাল(C) রাষ্ট্রপতি (D) মুখ্যমন্ত্রী
107. জম্মু – কাশ্মীরের রাজ্যপালকে কে নিয়ােগ করেন ?
(A) জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী (B) জম্মু-কাশ্মীরের হাইকোর্টের মুখ্য বিচারক (C)
প্রধানমন্ত্রী (D) রাষ্ট্রপতি
108. ভারতের সংবিধানের কোন ধারাতে মিউনিসিপ্যালিটি এর সম্পর্কে ধারণা দিয়েছে?
(A) ধারা -243P (B) ধারা- 243Q (C) ধারা -243T (D) ধারা -243U
109. UPSC-র চেয়ারম্যান নিয়ােগ করেন কে?
(A) প্রধানমন্ত্রী (B) রাষ্ট্রপতি (C) পার্লামেন্ট (D) সুপ্রিম কোর্টের মুখ্য বিচারক
110. অশােক মেহতা কমিটি কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব আরােপ করেছিল?
(A) গ্রাম সভা (B) মন্ডল পঞ্চায়েত (C) তালুক পঞ্চায়েত সমিতি (D) জেলা পরিষদ
111. ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কার মাধ্যমে?
(A) দেশের সাধারণ নাগরিকের মাধ্যমে (B) রাজ্যসভার সদস্যদের মাধ্যমে (C) লােকসভা ও রাজ্যসভার সদস্যদের মাধ্যমে (D) রাষ্ট্রপতির মাধ্যমে
112. ভারতবর্ষের রাজনৈতিক শক্তির মূল উৎস কী?
(A) জনগণ (B) সংবিধান (C) পার্লামেন্ট (D) কোনােটিও সঠিক নয়
113. কত গুলি মৌলিক অধিকারকে ভারতীয় সংবিধান নিশ্চয়তা দান করেছে?
(A) 6 (B) 7 (C) ৪ (D) 9
114. পঞ্চায়েতি রাজ্য প্রথম কোথায় শুরু হয়েছিল?
(A) পশ্চিমবঙ্গে (B) গুজরাতে (C) আন্ধ্র প্রদেশে (D) রাজস্থানে

15, সংবিধানের কোন অ্যামেন্ডমেন্ডের মাধ্যমে ভােটদানের বয়স সীমা কমিয়ে থেকে 18 করা হয়েছে ?
(A) 60 (B) 62 (C) 61 (D) 63
116. ভারতীয় সংবিধানকে কোন ধারা অনুযায়ী সংশােধন করা যাবে?
(A) 220 (B) 368 (C) 390 (D) 239
117. ভারতবর্ষের প্রথম ভাষাগত রাজ্য কোনটি ?
(A) পশ্চিমবঙ্গ (B) তামিলনাড়ু (C) অন্ধ্রপ্রদেশ (D) পঞ্জাব
118. জাতীয় প্ল্যানিং-এ রােলিং প্ল্যানের ধারণাটি কাদের ছিল ?
(A) ইন্দিরা গান্ধী সরকারের (B) রাজীব গান্ধী সরকারের (C) জনতা পার্টি সরকারের (D) এদের মধ্যে কারােরই নয়
119. ‘গরিবি হাটাও’ এই স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দেওয়া হয়েছিল?
(A) দ্বিতীয় (B) তৃতীয় (C) চতুর্থ (D) পঞ্চম
120. কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ধার্য করে না?
(A) CRR (B) SLR (C) রেপ রেট (D) প্রাইম লেন্ডিং রেট
121. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক CRR এর হার কমিয়ে দিলে মার্কেটে অর্থের জোগান কী হবে?
(A) বাড়বে (B) কমবে (C) কোনাে প্রভাব পড়বে না (D) এগুলির মধ্যে একটিও নয়
122. ভারতীয় এক টাকার নােটে কার স্বাক্ষর থাকে?
(A) প্রধান মন্ত্রীর (B) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের (C) অর্থমন্ত্রকের সেক্রেটারি (D) রাষ্ট্রপতির
123. মূল্যবৃদ্ধি হওয়ার কারণ কী?
(A) জিনিসপত্রের জোগান বেড়ে যাওয়া (B) অর্থের জোগান কমে যাওয়া (C) অর্থের যােগান বেড়ে যাওয়া (D) কোনােটাই নয়
124.কত সালে SEBI প্রতিষ্ঠিত হয়েছিল?
(A) 1988 (B) 1987 (C) 1969 (D) 1978
125. অর্থনৈতিক উন্নতি কীসের সঙ্গে সম্পর্কে জড়িত?
(A) মূল্যবৃদ্ধি (B) মূল্যহ্রাস (C) কোনােটাই নয় (D) উভয়ই A ও B
126. নিচের কোন গ্যাসটি সিক্ত নীল লিটমাসকে লাল করে ?
(A) H2S (B) NH4, (C) H2, (D) কোনােটিই নয়

127. নিচের কোনটি মিশ্র অক্সাইড?
(A) Fe2O3, (B) P2Os (C) Cl2,O7, (D) Fe3O4,
128. চোষক মূল দেখা যায় নিচের কোনটিতে?
(A) কলসপত্ৰীতে (B) চন্দনে (C) স্বর্ণলতায় (D) র্যাফ্লেসিয়াতে
129. লসিকায় কত শতাংশ জল থাকে?
(A) 94% (B) ৪5% (C) ৪৪% (D) 95%
130. কোষের শক্তিঘর কাকে বলে?
(A) প্লাসটিড (B) গলগিবডি (C) নিউক্লিয়াস (D) মাইটোকনড্রিয়া।
131. একটি বিষাক্ত বিজারক পদার্থ হল
(A) Zn (B) H2 (C) NH3, (D) CÓ
132. তীব্র জল শাষক পদার্থটি হল।
(A) গাঢ় HNO3, (B) গাঢ় H2SO4, (C) HCI (D) HF3
133. উদ্ভিদে খাদ্য সংবহন করে ?
(A) ট্রাকিড (B) টাকিয়া (C) সিভনল (D) জাইলেম তন্তু
134. অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা কত?
(A) ৪ (B) 19 (C) 20 (D) 12
135. সাধারণ হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে ক’টি নিউট্রন থাকে?
(A) 1 (B) 2(C) 3 (D) 0
136. এল.পি.জির প্রধান উপাদান কী?
(A) বিউটেন (B) মিথেন (C) আর্গন (D) প্রােপেন
137.প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বোচ্চ হয় যখন আপাতন কোণের মান কত?
(A) 45° (B) ০° (C) 90° (D) 60°
138. সূর্যরশ্মির কত শতাংশ বায়ুমন্ডলে শােষিত হয় ?
(A) 18% (B) 19% (C) 20% (D) 21%
139. সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত?
(A) 1 মিটার (B) 2মিটার (C) শূন্য (D) অসীম
140. কোনাে দ্রবণের স্ফুটনাঙ্ক দ্রাবকের স্ফুটনাঙ্কের
(A) বেশি (B) কম (C) সমান (D) কোনােটাই নয়
141. মন্দন ও ত্বরণের মধ্যে সম্পর্ক কী?
(A) মন্দন = ধনাত্মক ত্বরণ (B) মন্দন =শূন্যত্বরণ (C) মন্দন = ঋণাত্মক ত্বরণ (D) কোনােটাই নয়।
142. আইসােটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
(A) পারমাণবিক সংখ্যা সমান (B) ভর সংখ্যা সমান (C) নিউট্রন সংখ্যা সমান (D) কোনােটাই নয়

143. জলের সর্বাধিক ঘনত্ব কত?
(A) 20°C (B) 12°C (C) 16°C (D) 4°C
144. কোনাে তরল পদার্থ তার গলনাঙ্কে পৌছলে তরলটির পৃষ্ঠটান হয়।
(A) শূন্য (B) অসীম (C) ঋণাত্মক (D) কোনােটিই নয়
145. সামুদ্রিক আগাছা কীসের যােগান দেয় ?
(A) কোবাল্ট (B) আয়রন (C) সােডিয়াম (D) আয়ােডিন
146. মস্তিষ্কের কোন অংশটি বুদ্ধির জন্য দায়ী?
(A) ককলিয়া (B) পিটুইটারি (C) সেরিবেলাম (D) সেরিব্রাম
147.’Earthware’ এ তারের বর্ণ কী হওয়া উচিত ?
(A) নীল (B) লাল (C) সবুজ (D) সাদা
148. কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি?
(A) গ্যাসীয় মাধ্যম (B) তরল মাধ্যম (C) অর্ধতরল মাধ্যম (D) কঠিন মাধ্যম
149.নদী অপেক্ষা সমুদ্রে সাঁতার কাটা সহজ কেন?
(A) নদীর জলে পার্শ্বচাপ বেশি (B) নদীর জল অপেক্ষা সমুদ্র জলের ঘনত্ব কম (C)
নদীর জল অপেক্ষা সমুদ্র জলের ঘনত্ব বেশি (D) নদীর জলে বায়ুপ্রবাহের প্রভাব বেশি
150. চিনির জল
(A) তড়িৎ অবিশ্লেষ্য (B) তড়িৎ বিশ্লেষ্য (C) তড়িৎ পরিবাহী (D) তড়িৎ কুপরিবাহী
শ্রেণি সারিটি পূরণ করুন :

151.       5,   11,   17,    25,    33,    43,      ?

              (A) 49 (B) 51 (C) 52 (D) 53
152.     Y,     V,     S,      P,    M,?
                (A) D (B) A (C) K (D) J
153. সঠিক বিকল্প বসিয়ে শূন্যস্থান পূরণ করুন।
           a_aba_ab_bab_b
     (A) abab (B) babb (C) bbaa (D) aabb
154.           √36.1/102.4  = ?
             (A)6.1/34 (B)19/31(C)19/32(D))19/33
155. যদি FOUGHT কে লেখা হয়  EQRKCZ, তবে MALE কে কী কোন করা হবে?
(A) LCII (B) NZMD (C) KCMI (D) LBID

156. যদি রবার কে বাক্স, বাক্সকে পেনসিল, পেনসিলকে শার্পনার ও শার্পনারকে ব্যাগ।বলা হয় তবে একটি বাচ্চা কী দিয়ে লিখবে?

(A) রবার (B) ব্যাগ (C) শার্পনার (D) বাক্স।
157. একটি ক্লাসে বিজয়ের অবস্থান শুরু থেকে সপ্তম ও শেষ থেকে আঠাশতম  ক্লাসে কত জন ছাত্র আছে?
(A) 34 (B) 35 (C) 36 (D) 39
158. যদি এটিকে  ‘PSYCHOLOGY’ এটা লেখা হয় ‘9834215173’ তাহলে এটিকে ‘SOCIOLOG এটা ‘814015173’, লেখা হয় তাহলে
‘PHILOSOPHY’ এটি কে কি লেখা হবে ?
(a) 9105282913 (b) 9205182923
(c) 9206181923 (d) 9205181923
159. যদি হয়=X/Y=6/5 তবে X+Y/X-Y= ?
(A) 10 (B) 11 (C) 12 (D) 13
160. মান নির্ণয় করুন
42 x 4.2- 19 x 19/2.3 x 6.1
(A) 5 (B) 6 (C) 7 (D) ৪
161. তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10,12, 15 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে ও ভাগশেষ থাকবে?
(A) 964 (B) 784 (C) 992 (D) 9961
162.     0.09 বর্গমূল কত?
(A) 0.3 (B) 0.03(C) 0.003 (D) 0.0003
163. m +1/m = √ m হলে m3+1/m3=
(A) ০ (B) 2 (C) 1 (D) -1
164. (1000)9 = 1024 = ?
(A) 1000 (B) 100 (C)-10 (D) 10000
165. 0.09 বর্গমূল কত?
(A) 0.3 (B) 0.03(C) 0.003 (D) 0.0003
166. একটি বিধানসভা কেন্দ্রের ভােটাররা৪০% ভােট দিয়েছেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভােটের 65% ভােট পেয়ে নির্বাচিতহয়েছে। মােট ভােটের শতকরা কত অংশ পেয়েছেন?
(A) 52% (B) 62% (C) 56% (D) 48%
167. a, b, c মাত্রাযুক্ত ঘরে সর্বাপেক্ষা বড়কত দৈর্ঘ্যের দন্ড রাখা যেতে পারে?
(A) (a + b + c) একক (B)(a2 + b2 + c2) একক (C) (a + b + c)’একক (D) va + b + ০ একক।
168. প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত?
 (A) 5.6 (8) 6.7 (C) 6.9 (D) 6.2
169. বার্ষিক সুদের হার ও সময় সমান হলে।729 টাকায় সরল সুদ 144 টাকা হয়। তবে।সময় কত বছর?
(A) 43 (৪) 43 (c) 4 (D) 4BC
170. দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে ঘন্টায়15 কিলােমিটার ও ঘন্টায় 20 কিলােমিটার।যদি একটি নির্দিষ্ট দূরত্ব যেতে প্রথম ট্রেনটির ৪ মিনিট লাগে তবে দ্বিতীয় ট্রেনটির কত সময় লাগবে?
(A) 6 (B) 7 (C) 10 (D) 12
171. A, B কে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে। কিন্তু B, C কে সেটি 30% লাভে বিক্রি করে। মােটের ওপর কত লাভ বা, ক্ষতি হল ?
(A) 10% (B) 13% (C) 20% (D) 17%
172. 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত?
(A) 12 (B) 14 (C) 16 (D) 17
173.  √ ? x √529 =736 হলে ? চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
(A) 32 (B) 1024 (C) 784 (D) 996
174. শূন্যস্থানে কী বসবে ?
     2572 1༠་ ༠༡ ༡༠161281 64?499
(A) 32 (B) 42 (C) 46 (D) 24
175.    2, 3, 5 দিয়ে গঠিত তিন অঙ্কেরসংখ্যাগুলির যােগফল কত?
(A) 2222 (B) 2220(C) 5220 (D) 2350

 বি.দ্র.-ডব্লিউ বি.সি.এস প্রিলিমিনারি পরীক্ষায় 200 টি কোশ্চেন থাকে,তার মধ্যে 25 টি কোশ্চেন  কারেন্ট অ্যাফেয়ার্স , এখানে 175  টি কোশ্চেন তোমাদের জন্য আপডেট দেওয়া হয়েছে,25 টি কোশ্চেন নেই,  যখন পরীক্ষা হবে সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিত্তিতে পরীক্ষার কোশ্চেন আসবে, তাই এখানে 25 টি কোশ্চেন কম রয়েছে । তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করার জন্য আমাদের এই ওয়েবসাইটে কারেন্ট অ্যাফেয়ার্স পেজ এ গিয়ে প্র্যাক্টিস কর।

PDF download link

Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now