Advertisements
বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার ব্যবহার
প্রিয় ছাত্র ছাত্রীরা নিচে ছকে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের নাম তাদের আবিষ্কার ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত লিপিবদ্ধ করা হয়েছে , বিগত পরীক্ষা গুলিতে এখান থেকে একাধিক প্রশ্ন এসেছে,
যেমন –
কোন যন্ত্রে বায়ুর চাপ মাপা হয় ?
উত্তর: ব্যারোমিটার
তাই এই বৈজ্ঞানিক যন্ত্রপাতি এর নাম ও তার ব্যবহার জানলে আগামী দিনের পরীক্ষায় তোমাদের উত্তর করতে সহজ হবে ।
যন্ত্রের নাম | আবিষ্কারক | ব্যবহার |
অন্টিমিটার (Altimeter) | পল স্কোলম্যান্ড (জার্মানি, ১৯২৮) | উচ্চতা নির্ণয়ের জন্য এই এয়ারক্র্যাফট ব্যবহার করা হয়ে থাকে। |
অ্যামমিটার (Ammeter) | ফ্রেডরিক ডেক্সলার (অস্ট্রিয়া, ১৮৮৪)। | বর্তনীর তড়িৎ প্রবাহের মান নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
অ্যাকুমুলেটর (Accumulator) | ওয়ালেন্ডমার জাঙ্গনার' (সুইডেন, ১৮৯৯) | বৈদ্যুতিক শক্তি সঞ্চয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
অ্যানিমােমিটার (Anemometer) | লিওবাতিস্তা অ্যালবার্তি (ইতালি, ১৪৫০) | বায়ুর বল ও গতিবেগ পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
অডিওমিটার (Audiometer) | কার্ল সিসাের (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৯৯) | শব্দের তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
অডিফোন (Audiphones) | আর জি রাডস (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৮০) | শ্রবণের অপূর্ণ অনুভূতির উন্নতির জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
ব্যারােমিটার (Barometer) | ইবানগেলিস্টা টরিসেলি (ইতালি, ১৬৪৩) | বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
ব্যারােগ্রাফ (Barograph) | লুসিয়েম বিডি (ফ্রান্স, ১৮৪৪) | এটি বায়ুমণ্ডলীয় চাপের ক্রমাগত রেকর্ড মাপার জন্য ব্যবহৃত হয়। |
বায়নােকুলার (Binocular) | জোহান ফ্রেডরিক গ্যাল্যান্ডার(অস্ট্রিয়া, ১৮২৩) | দূরের জিনিস দেখার জন্য ব্যবহৃত হয়। |
বােলােমিটার (Bolometer) | স্যামুয়েল পি ল্যাঙ্গলে(মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৮০) | তাপ বিকিরণ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
বুরেট (Burette) | এটিনে ওসিয়ান হেনরি (ফ্রান্স, ১৮৪৫) | একটি তরলের সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত প্রয়ােজনীয়, আয়তন সরবরাহের উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। |
ক্যালােরিমিটার (Calorimeter) | অ্যান্টনি ল্যাভাসিয়র (ফ্রান্স, ১৭৮৯) | তাপের পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
কারবিউরেটর (Carburetor) | স্যামুয়েল মােরে (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮২৬) | পেট্রোল বাষ্প কর্তৃক বাতাস চার্জের উদ্দেশ্যে গাড়িরঅভ্যন্তরীণ দহন ইঞ্জিনে ব্যবহার করা হয়ে থাকে। |
কার্ডিওগ্রাম (Cardiogram) | উইলিয়াম আইন্টওবেন(নেদারল্যান্ড, ১৯২৪) | কার্ডিওগ্রাফে রেকর্ড করা হৃৎপিণ্ডের গতিবিধির চিহ্নিতকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
ক্রোনােমিটার (Chronometer) | জন হ্যারিসন (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৭৬১) | জাহাজ থেকে কোন স্থানের দ্রাঘিমাংশ নির্ণয়ের জন্যব্যবহার করা হয়ে থাকে। |
সিনেমাটোগ্রাফি (Cinematography) | উইলিয়াম ফ্রিস গ্রিন (ব্রিটিশ যুক্তরাজ্য,১৮৮৮) | সিনেমা তৈরি, পর্দায় ফুটিয়ে তােলা এবং ফটোগ্রাফের বর্ধিত চিত্রের জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
কোলেরিমিটার (Colorimeter) | জুলস জাবাস্কি (ফ্রান্স, ১৮৭০) | বিভিন্ন রং-এর তীব্রতার তুলনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
কমিউটেটর (Commutator) | উইলিয়াম রিচি (ব্রিটিশ যুক্তরাজ্য) এবং হিপােলাইট পিক্সি (ফ্রান্স) ১৮৩২ | তড়িৎপ্রবাহের দিকনির্দেশ পরিবর্তন বা বাতিল করা এবং (ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স, ১৮৩২) ডায়নামােতে বিকল্প তড়িৎপ্রবাহকে ‘এসি’ থেকে সরাসরি তড়িৎপ্রবাহে ‘ডিসি’-তে পরিণত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
ক্রেসকোগ্রাফ (Crescograph) | জগদীশ চন্দ্র বসু (ভারত, ১৯১৯) | উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে। |
সাইক্লোট্রোন (Cyclotron) | আর্নেস্ট লরেন্স (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৩০) | একটি চার্জযুক্ত কণা ত্বরক যা উচ্চশক্তিতে চার্জযুক্ত কণাগুলিকে ত্বরান্বিত করতে পারে। |
ডায়নামাে (Dynamo) | মাইকেল ফ্যারাডে (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৮৩১) | যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করতে ব্যবহার করা হয়ে থাকে। |
ডায়নামােমিটার (Dynamometer) | এডমি রেগনিয়ার (ফ্রান্স, ১৭৯৮) | বল, টর্ক এবং ক্ষমতা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
ইলেকট্রোমিটার (Electrometre) | গ্যাব্রিয়েল লিপম্যান (লুক্সেমবার্গ, ১৮৭৩) | বিদ্যুৎ পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। |
ইলেকট্রোস্কোপ (Electroscope) | উইলিয়াম গিলবার্ট (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৬০০) | তড়িৎ আধানের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত হয়। |
এন্ডােস্কোপ (Endoscope) | অ্যান্টনি জিন ডেসরসিয়াক্স (ফ্রান্স, ১৮৫৩) | দেহের আভ্যন্তরীণ অংশ পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। |
ইউডিওমিটার (Eudiometer) | মার্সিলাে ল্যান্ডারিয়ানি (ইটালি) | এটি একটি কাচের নল যার মধ্যে গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় আয়তন পরিবর্তন পরিমাপের জন্য ব্যবহৃত |
(Fathometer) | হার্বাট গ্লোব ডাের্সে (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৩০) | সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। |
গ্যালভানােমিটার (Galvanometer) | জোহান সিঙ্গার (জার্মানি, ১৮২০) | এটি কম মাত্রার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। |
হাইড্রোমিটার (Hydrometer) | উইলিয়াম নিকলসন (ব্রিটিশ যুক্তরাষ্ট্র, ১৭৯০) | তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়। |
হাইগ্রোমিটার (Hygrometer) Dirytopia (Hydrophone) | লিওনার্দো দ্য ভিঞ্চি (ইটালি, ১৪৮০) | বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। |
হাইড্রফোন | জলের অভ্যন্তরে শব্দ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। | |
কিমােগ্রাফ (Kymograph) | কার্ল লুডউইগ (জার্মানি, ১৮৪০) | শারীরিক ক্রিয়াকলাপের গ্রাফিক্যালি রেকর্ডের জন্য ব্যবহৃত হয়। রক্তচাপ এবং হৃদস্পন্দন মূলত পরিমাপের জন্য ব্যবহৃত হয়। |
ল্যাকটোমিটার (Lactometer) | ডিকা (ব্রিটিশ যুক্তরাজ্য) | দুধের বিশুদ্ধতা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। |
ম্যানােমিটার (Manometer) | ওস্টো ভন গুয়েরিকে (জার্মানি) | গ্যাসের চাপ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। |
ম্যারিনার্স কম্পাস (Mariner's Compass) | দিকনির্দেশ নির্ধারণের জন্য নাবিকদের দ্বারা ব্যবহৃত যন্ত্র। | |
মাইক্রোফোন (Microphone) | জেমস ওয়েস্ট (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৬২) | শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পনে রূপান্তরিত করতে এবং শব্দকে দীর্ঘায়িত করতে ব্যবহৃত হয়। |
মাইক্রোস্কোপ (Microscope) | জ্যাকারিস জানসেন (নেদারল্যান্ড, ১৫৯০) | ক্ষুদ্র উপাদানকে বৃহদাকৃতি করতে ব্যবহৃত হয়। |
ওডােমিটার (Odometer) | টমাস স্যাবারি (ইটালি) | চাকাযুক্ত যানবাহনের অধিকৃত দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
পেরিস্কোপ (Periscope) | জুল, কার্পেন্টার (ফ্রান্স) | সমুদ্রের তলদেশে বস্তু দেখতে ব্যবহৃত হয়। মূলত সাবমেরিনে ব্যবহৃত হয়। |
ফোনােগ্রাফ (Phonograph) CAICOISTUS (Photometer) | টমাস এডিসন (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৭৬) | শব্দ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। |
ফটোমিটির | দিমিত্রি ল্যাচিনব (রাশিয়া) | আলাের উৎসের উজ্জ্বল তীব্রতার সহিত তুলনা করার জন্য ব্যবহৃত হয়। |
পাইরােমিটার (Pyrometer) | জোসিরা ওয়েজউড (ব্রিটিশ যুক্তরাজ্য) | উচ্চতাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। |
পােটোনটিওমিটার (Potentiometer) | টমাস এডিসন (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৮৭২) | এটি কোষের ইলেকট্রোমােটিভ বল তুলনা করার জন্য ব্যবহৃত হয়। |
কোয়ার্জ ক্লক (Quartz Clock) | জোসেফ ডব্লু হর্টন এবং ওয়ারেন এ ম্যারিসন (কানাডা, ১৯২৭ | জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ এবং নির্ভুল কাজে ব্যবহৃত ঘড়ি। |
র্যাডার(Rador) | হেনরিচ হার্জ (জার্মানি) | এটি মাধ্যম বা রেডিও মাইক্রোওয়েভের মাধ্যমে সমতলের দিক এবং পরিসীমা শনাক্ত করতে ব্যবহৃত হয়। |
রেডিওমিটার (Radiometer) | উইলিয়াম ক্রুকস (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৮৭৩) | উজ্জ্বল শক্তি নির্গমন পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
রেন গজ (Rain Gauge)। | চিগুজি, (দক্ষিণ কোরিয়া, ১৪৪১) | একটি নির্দিষ্ট অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাপ নির্ণয়করতে ব্যবহৃত হয়। |
রেকটিফায়ার (Rectifier) | পিটার কুপার হিউট (মার্কিন যুক্তরাজ্য) | বিকল্প তড়িৎপ্রবাহ (AC) কে সরাসরি তড়িৎপ্রবাহ (DC) তে পরিবর্তিত করতে ব্যবহৃত হয়। |
রিফ্রেক্টোমিটার (Refractometer)| | আর্নেস্ট আবে (জার্মানি) | প্রতিসরাঙ্ক পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
স্যাকারোমিটার (Saccharometer] | থমাস থমসন (ব্রিটিশ যুক্তরাজ্য) | দ্রবণে চিনির পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
স্যালিনােমিটার (Salinometer) | টিম ধৌপিনি (কানাডা, ১৯৭৫) | দ্রবণের লবণাক্ততা পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
সিসমগ্রাফ(Seismograph) | জ্যাং হেং (চীন) | ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
স্ক্রিউ গজ (Screw Gauge) | উইলিয়াম গ্যাসকোগনে (ব্রিটিশ যুক্তরাজ্য) | পাতলা কাচের প্লেটের গুরুত্ব পরিমাপ করতে এবং পুরুতার ও ক্ষুদ্র গােলকের ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
সেক্সটেন্ট (Sextant) | জন হেডলি ও থমাস গডপ্রে (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৭৩১) | সূর্য বা অন্য নক্ষত্রের দিগন্তের উপরে উচ্চতা পরিমাপ করে স্থানের অক্ষাংশ খুঁজে বের করতে নাবিকদের মাধ্যমে এটি ব্যবহৃত হয়। |
সােনােমিটার (Sonometer) | এটিয়েন লুইলি (১৬৯৪) | স্বনশূল' বা টিউনিং ফর্কের কম্পাঙ্ক পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
স্পেকট্রোস্কোপ (Spectroscope) | গুস্তাব ক্ৰিচোফ এবং রবার্ট বুনসেন (জার্মানি, ১৮৬০) | বর্ণালী বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। |
প্রেকটোমিটার (Spectrometer) | জোসিফ বেলুসিক (ক্রোয়েশিয়া, ১৮৮৮) | নির্দিষ্ট ধরনের বিকিরণের শক্তি বিতরণ পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
স্পিডােমিটার (Speedometer) | রবার্ট অ্যাপলে কোয়েক (ফ্রান্স, ১৮১০) | যানবাহনের গতিবেগ পরিমাপে ব্যবহৃত হয়। |
স্পেরােমিটার (Spherometer) (Sphygmomanometer) | বন বাস (অস্ট্রিয়া, ১৮৮১) | পৃষ্ঠতলের বক্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। স্পিগমােম্যানােমিটার চার্লস ওয়েটস্টোন রক্তচাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
স্টিরিওস্কোপ (Stereoscope) | চার্লস ওয়েস্তোন (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৮৩৮) | দ্বিমাত্রিক চিত্র দেখার জন্য ব্যবহৃত হয়। |
স্টেথােস্কোপ (Stethoscope) | রেনে ল্যানেক (ফ্রান্স, ১৮১৬), | হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দ ডাক্তাররা শুনতে এবং বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। |
স্ট্রেবােস্কোপ (Stroboscope) | যােসেফ প্লেটিউ (বেলজিয়াম, ১৮৩২) | দ্রুত চলমান বস্তু দেখতে ব্যবহৃত হয়। |
টেকোমিটার (Tachometer) | জোসিফ বেলুসিক (ক্রোয়েশিয়া) | উড়ােজাহাজ এবং মােটর বােটের গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
টেলিপ্রিন্টার (Teleprinter) | ডােনাল্ড মুরে (নিউজিল্যান্ড) | টাইপ করা ম্যাসেজ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ ও গ্রহণে ব্যবহৃত হয়। |
টেলিস্কোপ (Telescope) | গ্যালিলিও গ্যালেলি (ইতালি, ১৬০৯) | মহাকাশে দূরবর্তী বস্তু দেখতে ব্যবহৃত হয়। |
থার্মোমিটার(Thermometer) | ড্যানিয়েল ফারেনহাইট (জার্মানি, ১৭০৯) | তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
থার্মোস্ট্যাট (Thermostat) | মার্ক হনিওয়েল (মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯০৬) | নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। |
থিওডােলাইট (Theodolite) | লিওনার্ড ডিগ্রেস ব্রিটিশ যুক্তরাজ্য, ১৫৫০) | উলম্ব এবং অনুভূমিক কোণ পরিমাপে ব্যবহৃত হয়।ওয়াল্টার ব্রাটেন (১৯৪৭) |
ট্রানজিস্টর (Transistor) | উইলিয়াম শকালে (মার্কিন যুক্তরাষ্ট্র) জন বার্ডিন (ব্রিটিশ যুক্তরাজ্য), ওয়াল্টার ব্রাটেন (মার্কিন যুক্তরাষ্ট্র) ১৯৪৭ | ক্ষুদ্র ডিভাইস যা স্রোত প্রসারিত করতে এবং অন্যান্য কার্য সম্পাদন করতে ব্যবহৃত হয় যা সাধারণত একটি থার্মিয়নিক ভালভ দ্বারা সঞ্চালিত হয়। |
ভার্নিয়ার ক্যালিপার্স (Vernier Callipers) | পিয়ের ভার্নিয়ার (ফ্রান্স, ১৬৩১) | স্কেলের ছােট উপবিভাগ পরিমাপের জন্য একটি সামঞ্জস্যযােগ্য স্কেল। |
ভােল্টামিটার (Voltameter) | অ্যান্ড্রু কে (১৯৫৪) | দুটি পয়েন্টের তড়িৎ বিভব প্রভেদ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। |
ভােল্টামিটার (Voltameter) | আগস্ট উইলেম বন হফম্যান (জার্মানি, ১৮৮৬) | ইলেকট্রোলাইটিক ক্রিয়াকলাপের মাধ্যমে তড়িৎ আধান পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
ভিসকোমিটার (Viscometer) | লিও উব্বেলােদে (জার্মানি) | তরলের সান্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
ফুজিতা স্কেল (Fujita Scale) | ডঃ টেটসুয়া থিওডর ফুজিতা (জাপান) | টর্নেডাের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
অক্সানােমিটার (Auxanometer) | বানিংসবার্জার | উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে ব্যবহৃত হয়। |
পােটোমিটার (Potometer) | গ্যানং | শ্বাস-প্রশ্বাসের পরিমাপ নির্ণয়ে ব্যবহৃত হয়। |
পাইরােমিটার (Pyrometer) | জোসিয়া ওয়েজউড (ব্রিটিশ যুক্তরাজ্য) | উচ্চ তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়। |
GPICTUS (Cryometer) | - | নিম্ন তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়। |
জি এম কাউন্টার (GM Counter) | হেন্স জিগার এবং ওয়াল্টার মূলার, (জার্মানি, ১৯২৮) | তেজস্ক্রিয়তা পরিমাপে ব্যবহৃত হয়। |
অ্যাকটিনােমিটার (Actinometer) | জন হার্সেল (ব্রিটিশ যুক্তরাজ্য, ১৮২৫) | সৌর বিকিরণ পরিমাপে ব্যবহৃত হয়। |
নেফোস্কোপ (Nephoscope) | মিখাইল পােমাের্টসেব (রাশিয়া, ১৮৯৪) | মেঘের চলন ও গতিবেগ নির্ণয়ে ব্যবহৃত হয়। |
Advertisements
Heya i’m for the first time here. I found this board and I find It really helpful & it helped me out a lot. I’m hoping to provide something back and help others like you helped me.
some really wonderful blog posts on this website , appreciate it for contribution.