Science Mock test -7 | For competitive examination February 27, 2022 by admin Advertisements 53 1234567891011121314151617181920 Science online Mock test Sub Science Question Type MCQ Language Bengali Time 10 min বিজ্ঞান বিভাগের বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি অনলাইন মক টেস্ট যেখানে কুড়িটি প্রশ্ন রয়েছে যার সময়সীমা ১০ মিনিট 1 / 20 ১. হাঁটার সময় আমরা হাত দোলাই কেন? (ক) দ্রুততর গতির জন্য (খ) ভারসাম্য রক্ষার জন্য (গ) রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য (ঘ) উত্তেজনা প্রশমনের জন্য 2 / 20 ২. হাড়ের প্রধান উপাদান। (ক) ক্যালসিয়াম ও ফসফরাস (খ) ক্যালসিয়াম ও সালফার (গ) ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম (ঘ) ক্যালসিয়াম ও আয়রন 3 / 20 ৩. পেশীর সঙ্কোচনের জন্য প্রয়ােজনীয় আবশ্যক (ক) Na+ (খ) K+ (গ) Ca++ (ঘ) CI- 4 / 20 ৪. পেশীর সংকোচনের জন্য প্রয়ােজনীয় শক্তির তাৎক্ষণিক উৎস হল (ক) শর্করা (খ) GTP (গ) ক্রিয়েটিন ফসফেট (ঘ)ATP 5 / 20 ৫. নিম্নলিখিত কোনটি বল ও সকেট জয়েন্ট? (ক) হাঁটুর জয়েন্ট (খ) কনুই জয়েন্ট (গ) হিউমেরাস ও পেক্টোরাল গার্ডেনের জয়েন্ট (ঘ) মাথার খুলি ও অ্যাটলাস 6 / 20 ৬. বৃদ্ধ মানুষদের জয়েন্টে অনমনীয়তা (stiffness of joints) দেখা যায়। এর কারণ (ক) হাড় শক্ত হয়ে যাওয়া (খ) পেশীর কর্মদক্ষতা হ্রাস (গ) সাইনােভিয়াল ফ্লুইডের হ্রাস' (ঘ) হাড়ের বৃদ্ধি 7 / 20 ৭. ভারী শারীরিক কসরতের সময় গ্লুকোজ কিসে পরিবর্তিত হয় (ক) গ্লাইকোজেনে (খ) পাইরুভিক অ্যাসি (গ) স্টার্চ (ঘ) ল্যাকটিক অ্যাসিড 8 / 20 ৮. মায়ােগ্লোবিন থাকে (ক) রক্তে (খ) লিভাৱে (গ) পিও (ঘ) পেশীতে 9 / 20 ৯. মানুষের শরীরে lumber. vertibrate column-এর সংখ্যা – (ক) ৬ (খ) ৫ (গ) ৩ (ঘ) ২ 10 / 20 ১০. লম্বা হাড়ের শেষপ্রান্ত কোনটি দ্বারা আচ্ছাদিত থাকে? (ক) পেশী (খ) কার্টিলেজ (গ) অ্যাডিপােজ টিস্যু (ঘ) অস্থিমজ্জা 11 / 20 ১১. মুখমন্ডলে হাড়ের সংখ্যা (ক) ১২ (খ) ৩০ (গ) ৪০ (ঘ) ১৪ 12 / 20 ১২. মানবদেহের ক্রেনিয়ামে হাড়ের সংখ্যা (ক) ৮ (খ) ১২ (গ) ১০ (ঘ) ১৬ 13 / 20 ১৩. প্যাটেলা কিসের সাথে সংযুক্ত? (ক) কনুই (খ) হাঁটু (গ) গলা (ঘ) কবজি 14 / 20 ১৪. নিচের কোনটি সঠিক নয় ? (ক) ফিমার - হিউমেরাস (খ) টিবিয়া - রেডিয়াস (গ) অ্যাক্সিস – অ্যাটলাস (ঘ) টারসাল — কারপালস 15 / 20 ১৫. মানুষের দেহে axial skeleton কতগুলি অস্থি দ্বারা নির্মিত? (ক) ৮০ (খ) ১০০ (গ) ১০৩ (ঘ) ১০৬ 16 / 20 ১৬. কোন মানুষের সাধারণ রক্তচাপের পরিমাণ হল— (ক) ৯০/৬০ (খ) ১৬০/১২০ (গ) ১২০/৮০ (ঘ) ১৪০/১০০ 17 / 20 ১৭. ডায়াবেটিস রােগীদের মূত্রে কোন উপাদান বেশি থাকে? (ক) শর্করা (খ) ইউরিয়া (গ) ইউরিক অ্যাসিড (ঘ) অ্যালবুমিন 18 / 20 ১৮.নিয়াসিনের অভাবে কোন রােগ হয়? (ক)গয়টার (খ) কোয়াশিওরকর (Kwashiorkor) (গ) মারাসমাস (Marasmus) (ঘ) পেলো (Pellagra) 19 / 20 ১৯. ‘জাম্পিং জিন’-এর তত্ত্বের আবিষ্কর্তা কে? (ক) গ্রেগর জোহান মেন্ডেল (খ) থমাস হান্ট মর্গান (গ) বারবারা ম্যাকক্লিনটক (ঘ) ওয়াটসন এবং ক্রীক 20 / 20 ২০. নিম্নোক্ত কোনটি হলে কোনাে উদ্ভিদের খনিজ লবণের মাত্রা হ্রাস পাবে? (ক)মৃত্তিকায় অ্যাসিডের pH মাত্রা বৃদ্ধি পেলে (খ) মৃত্তিকায় জলধারণ ক্ষমতা বৃদ্ধি পেলে (গ) মৃত্তিকায় বেশি পরিমাণে ছত্রাক জন্মালে (ঘ) ভিজে, জংলি মৃত্তিকায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেলে The average score is 41% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Exit Next Join our Facebook Join our Telegram Advertisements