Science gk in Bengali in PDF free and mock test

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Science GK in Bengali in PDF free and mock test মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ  এখুনি যুক্ত হও । 

Note:মক টেস্ট টির শেষে তোমরা নিজেদের নাম দিয়ে submit করলে Score জানতে পারবে ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে । 

45

Science

Science Mock Test-32

মোট প্রশ্ন  - 25 টি
বিষয়
:বিজ্ঞান
সময় : 15 মিনিট

1 / 25

1. মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হল-

2 / 25

2. কবচী ও কম্বোজ শ্রেণির প্রাণীদের রক্ষাকবচটির উপাদান—

3 / 25

3. লিপিডের আর্দ্র বিশ্লেষণে পাওয়া যায়—

4 / 25

4. জলে দ্রাব্য ভিটামিনটি হল-

5 / 25

5. Mg (OH)2, এর অম্লগ্রহীতা—

6 / 25

6. HCL-এর ক্ষারগ্রহীতা—

7 / 25

7. প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে পাওয়া যায়—

8 / 25

8. মোম প্রকৃত পক্ষে

9 / 25

9. ভিনিগার কোন্ অম্লের জলীয় দ্রবণ—

10 / 25

10. কাপড় কাচা সোডার সংকেত—

11 / 25

11. এপসাম লবণের সংকেত—

12 / 25

12. বোরিক অ্যাসিডের সংকেত—

13 / 25

13. অ্যাকোয়া ফটিস বলা হয়—

14 / 25

14. পৃথক শব্দটি আলাদা কর।

15 / 25

15. অয়েল অব্ ভিট্রিয়ল বলা হয়—

16 / 25

16. যে যৌগের জলীয় দ্রবণ জলে তড়িৎ পরিবাহী তা হল—

17 / 25

17. প্লাস্টার অব প্যারিসের সংকেত—

18 / 25

18. কলিচুনের সংকেত—

19 / 25

19. NaCl-এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলে—

20 / 25

20. Na2O2 একটি-

21 / 25

21. নিম্নে উল্লিখিত কোটি মানুষের প্রজাতি?

22 / 25

22. কোন্ ভিটামিনের অভাবে অ্যানিমিয়া, ফ্যাটিগ ইত্যাদি অসুখগুলি হয়?

23 / 25

23. মানবদেহে কত শতাংশ জল থাকে?

24 / 25

24. মানবদেহে খনিজ দ্রব্য প্রায় কত শতাংশ থাকে?

25 / 25

25. জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিম্নের কোন্ জিনিসটি উৎপাদন ক্ষেত্রে বিস্তারিত ব্যবহার পেয়েছে এবং সফলতা অর্জন করেছে?

1.জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিম্নের কোন্ জিনিসটি উৎপাদন ক্ষেত্রে বিস্তারিত ব্যবহার পেয়েছে এবং সফলতা অর্জন করেছে?(ক) ফসল(খ) প্রাণী(গ) রাসায়নিক(ঘ) এদের কোনোটিই নয়

2.মানবদেহে খনিজ দ্রব্য প্রায় কত শতাংশ থাকে?(ক) ৪ শতাংশ (খ) ৬ শতাংশ(গ) ৮ শতাংশ (ঘ) ১০ শতাংশ

3.মানবদেহে কত শতাংশ জল থাকে?(ক) ৫০ শতাংশ(খ) ৬০ শতাংশ(গ) ৭০ শতাংশ(ঘ) ৮০ শতাংশ

4.কোন্ ভিটামিনের অভাবে অ্যানিমিয়া, ফ্যাটিগ ইত্যাদি অসুখগুলি হয়?(ক) B2(খ) B6(গ) B12(ঘ) এদের কোনোটিই নয়

5.নিম্নে উল্লিখিত কোটি মানুষের প্রজাতি?(ক) পিপিইনস(খ) গেয়ার্ডনেরিল(গ) সেপিয়েন্স(ঘ) এদের কোনোটিই নয়

6.Na2,O2, একটি-(ক) যুগ্ম অক্সাইড(খ) মিশ্র অক্সাইড(গ) পার অক্সাইড(ঘ) সাব অক্সাইড

7.NaCl-এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলে—(ক) সালাইন (খ) ব্রাইন(গ) ব্র্যাবিশ জল(ঘ) কোনোটিই নয়

8.কলিচুনের সংকেত—(ক) CaO (খ) Ca(OH)2(গ) CaCl2 (ঘ) Cal2,

9.প্লাস্টার অব প্যারিসের সংকেত—(ক) CaSO4, 2H2O(খ) (CaSO4)2, H2O(গ) CaSO4, H2O(ঘ) CaSO4, 5H2O

10.যে যৌগের জলীয় দ্রবণ জলে তড়িৎ পরিবাহী তা হল—(ক) ইক্ষু শর্করা (খ) গ্লুকোজ (গ) সাধারণ লবণ (ঘ) ইথাইল অ্যালকোহল

11.অয়েল অব্ ভিট্রিয়ল বলা হয়—(ক) গাঢ় HCL-কে(খ) H2,SO4 -কে(গ) H2,PO3,-কে(ঘ) H2,SO3,-কে

12.পৃথক শব্দটি আলাদা কর।(ক) ক্লোরিন(খ) ব্রোমিন(গ) অ্যাসটাটিন(ঘ) বেঞ্জিন

13.অ্যাকোয়া ফটিস বলা হয়—(ক) H2,SO4,-কে(খ) HNO3-কে(গ) HCI-কে(ঘ) HBr-কে

14.বোরিক অ্যাসিডের সংকেত—(ক) H2,BO3(খ) H3,BO4(গ) H3,PO4(ঘ) H2,PO2,

15..এপসাম লবণের সংকেত—(ক) MgSO4, 7H2O(খ) CuSO4, 5H2O(গ) FeSO4(ঘ) CuSO4

16.কাপড় কাচা সোডার সংকেত—(ক) NaHCO3(খ) Na2CO3, 10H2O(গ) Na2B4O7, 10H2O(ঘ) Ca(OH)

17.ভিনিগার কোন্ অম্লের জলীয় দ্রবণ—(ক) অক্সালিক অ্যাসিড(খ) ফর্মিক অ্যাসিড(গ) টারটারিক অ্যাসিড(ঘ) অ্যাসেটিক অ্যাসিড

18.মোম প্রকৃত পক্ষে(ক) হাইড্রোকার্বন(খ) হাইড্রোক্লোরাইড(গ) হাইড্রোক্সাইড(ঘ) হাইড্রো ফ্লুরাইড

19.প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে পাওয়া যায়—(ক) লিপিড(খ) হাইড্রোকার্বন(গ) অ্যামাইনো অ্যাসিড(ঘ) অক্সিঅ্যাসিড

20.HCL-এর ক্ষারগ্রহীতা—(ক) এক(খ) দুই(গ) পাঁচ(ঘ) তিন

21.Mg (OH)2, এর অম্লগ্রহীতা—(ক) দুই(খ) এক(গ) শূন্য 47. জলে দ্রাব্য ভিটামিনটি হল-(ক) A(খ) D(গ) E(ঘ) C

22.লিপিডের আর্দ্র বিশ্লেষণে পাওয়া যায়—(ক) ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল(খ) ফ্যাটি অ্যাসিড ও তেল(গ) অক্সালিক অ্যাসিড(ঘ) অ্যামিনো অ্যাসিড

23.কবচী ও কম্বোজ শ্রেণির প্রাণীদের রক্ষাকবচটির উপাদান—(ক) CaCl2(খ) CaSO4(গ) CaBr2 (ঘ) CaCO3

24.মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হল-(ক) হাইড্রোজেন(খ) হিলিয়াম (গ) নিয়ন (ঘ) অক্সিজেন

পূর্বের মক টেস্ট –

Science  online mock test -31

Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now