Practice set for competitive exams pdf

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

Practice Set for competitive exams এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টি তে “Online Practice Set for competitive exams মক টেস্ট দেওয়া হল, এখানে  মোট ১০০ টি প্রশ্ন রয়েছে । এখানে অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বিষয়ে প্রশ্ন রয়েছে সময় ৬০ মিনিট । এই প্র্যাকটিস সেট টি ফ্রী তে দিতে নিচে দেওয়া স্টার্ট বোটম এ ক্লিক কোর । টেস্ট এর শেষে নিজের নাম দিয়ে সাবমিট করতে নিজের স্কর জানতে পারবে । 

0%

Practice Set



Total Question  - 100
 Online Practice Set  
Time : 1 Hours

1. যদি 'SYSTEM' কে 'SYSMET', 'NEARER' কে 'AENRER' লেখা হয় তবে, 'FRACTION' কে কী লেখা হবে?

2. বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার মধ্যে কোন নদী প্রবাহিত হয়?

3. হীরাকুঁদ প্রকল্প কোন নদীর ওপর স্থাপিত?

4. পশ্চিমবঙ্গের রানাঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

5. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?

6. পঞ্চায়েত সমিতি কার্য নির্বাহিক আধিকারিককে কী বলে?

7. সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত করেন?

8. ভারতের সংবিধান কত খ্রিস্টাব্দে গৃহিত হয়?

9. রাজ্যসভার সদস্যের বয়স কত হওয়া চাই?

10. বৈদিক যুগে বণিকদের কী বলা হত?

11. ইন্ডিকা কে রচনা করেন?

12. Direction :Choose the correct preposition to fill in the blanks: They maved____ the crowed

13. Direction :Choose the correct preposition to fill in the blanks: The dog barked-----the visitor

14. Direction :Choose the correct preposition to fill in the blanks: You must behave nicely------- your colleagues

15. Direction :Choose the correct preposition to fill in the blanks: Have complete trust-----God

16. Direction :Choose the correct preposition to fill in the blanks: The Father and Son always battle ----- each other

17. somebody or something Direction -Select the single word from the options which means most nearly the same as the given phrase : To make troops, ships etc

18. somebody or something Direction -Select the single word from the options which means most nearly the same as the given phrase : A number of disorderly people:

19. somebody or something Direction -Select the single word from the options which means most nearly the same as the given phrase : Payment of money allowed to a wife on legal separation from her husband:

20. somebody or something Direction -Select the single word from the options which means most nearly the same as the given phrase :Delivered without previous preparation

21. somebody or something Direction -Select the single word from the options which means most nearly the same as the given phrase : To seize for military use:

22. Direction: Each of thefollowing questions carries an idiomfollowed by Four Options-Choosethe option which best expresses themeaning of the idiom- Took to heart

23. Direction: Each of thefollowing questions carries an idiomfollowed by Four Options-Choosethe option which best expresses themeaning of the idiom- Give Car to :

24. Direction: Each of thefollowing questions carries an idiomfollowed by Four Options-Choosethe option which best expresses themeaning of the idiom- In a state of nature :

25. Direction: Each of thefollowing questions carries an idiomfollowed by Four Options-Choosethe option which best expresses themeaning of the idiom-To do full justice

26. Direction: Each of thefollowing questions carries an idiomfollowed by Four Options-Choosethe option which best expresses themeaning of the idiom-Turf out :

27. সিনেমার পর্দা কীরকম হওয়া উচিত?

28. কোনো রশ্মিগুচ্ছ একটি সমতল দর্পণে আপতিত হয়ে বস্তুটির একটি সদবিম্ব তৈরি করে। আপতিত রশ্মি কী রকম হবে?

29. কোনো আলোকরশ্মি কোনো দর্পণের তলের সঙ্গে 30° কোণ করে দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে?

30. প্রতিফলনে পার্শ্বীয় পরিবর্তন হয় যখন ধাতুটি –

31. প্রিজমে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি?

32. কোন্ দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে?

33. 0.032 এবং 0.2-এর গুণফলের বর্গমূল কত হবে?

34. ক, খ ও গ মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টনের চুক্তিতে একটি কারবার শুরু করে কোনো এক বছরে মোট 1,155 টাকা লাভ করেন। তাঁদের মূলধনের পরিমাণ যদি যথাক্রমে 5000 টাকা, 4500 টাকা ও 7000 টাকা হয়, তবে কে কত টাকা লভ্যাংশ পাবেন?

35. রাম 600 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। 3 মাস পরে হরি 400 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করল। আরও 3 মাস পরে যদু 500 টাকা নিয়ে তাদের সঙ্গে ব্যবসায় যোগ দিল। বৎসরান্তে 414 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে?

36. 2006 সালের 1 জানুয়ারি A কোনো ব্যবসায় 800 টাকা, 1 মে B তাতে 600 টাকা এবং 1 জুলাই C ওই ব্যবসাতে 500 টাকা বিনিয়োগ করে। যদি ওই বছর মোট 348 টাকা লাভ হয়ে থাকে, তবে লাভের অংশ কে কত পাবে?

37. A, B এবং C কোনো যৌথ কারবারে 1500 টাকা লাভ করল। যদি A ও B-এর মূলধনের অনুপাত 2:3 এবংBও C- এর মূলধনের অনুপাত 2:5 হয়, তবে লাভের টাকা কে কত পাবে?

38. A, B এবং C একটি যৌথ ব্যবসা আরম্ভ করল। তাদের মূলধনের অনুপাত 4:3:2 এবং বৎসরান্তে ওই ব্যবসায় 15,453 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে?

39. A ও B একত্রে ব্যবসা আরম্ভ করল। A ও B যথাক্রমে 1000 টাকা ও 1500 টাকা নিয়োজিত করল। 480 টাকা লাভ হলে কে কত পাইবে?

40. রাজেশ প্রতি কেজি 80 টাকা দরের 20 কেজি চা-এর সাথে প্রতি কেজি 100 টাকা দরের 10 কেজি চা মেশালো।যদি সে সমস্ত মিশ্রিত চা বিক্রয় করে 400 টাকা লাভ করতে চায়, তবে প্রতি কেজি চা-এর বিক্রয় মূল্য কত নেবে?

41. দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:5 এবং 5:6। এই দুই মিশ্রণে জলের ভাগ কোন্ মিশ্রণে বেশি।

42. মাইটোসিসের কোন্ দশায় ক্রোমােজোমগুলি V, J, L অথবা J আকৃতির হয়?

43. প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি ?

44. স্পিন্ডল তন্তু তৈরি হয়

45. DNA-র পিরিমিডিন বেসগুলি হল

46. যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গােষ্ঠীর প্রাণী তা হল

47. একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হল

48. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?

49. মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন্ মৌল সাহায্য করে?

50. ‘ PAN ’ হল একটি

51. বর্তমানে (২০১১) ভারতে প্রতি বর্গকিনিতে জনঘনত্ব হল—

52. ভারতের জনঘনত্বের সাপেক্ষে (2011 জনগণনা অনুসারে), পশ্চিমবঙ্গের স্থান-

53. ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অল হল-

54. কোন নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে

55. ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক

56. ভারতের প্রতি বছর ---------mmt পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয়

57. প্রখ্যাত একটি পাখিরালায় এর নাম

58. 'জাম্পিং জিন' এর তত্ত্বের  আবিস্কতা কে

59. নিম্নোক্ত কোনটি হলে কোনো উদ্ভিদ এর খনিজ লবণের মাত্রা হ্রাস পাবে

60. ডায়াবেটিস রোগীদের মূত্রে কোন উপাদান বেশি থাকে

61. নিচের গুলির মধ্যে কোনটি সঠিক নয় ?

62. বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

63. ফতেপুর সিক্রিতে ইবাদখানা কে নির্মাণ করেছিলেন?

64. 'ভারতের প্যারিস' বলে অভিহিত করা হয়

65. মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কী ?

66. মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র‍্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কি বলে?

67. মানুষের কোন কোশটি বহু নিউক্লিয়াস যুক্ত বা সিনসিটিয়াম?

68. ট্রান্সফিউশন কলা নীচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায় ?

69. নীচের কোনটি মাইক্রোএলিমেন্ট বা ট্রেস বা স্বল্পমাত্রিক উপাদান?

70. কোন উদ্ভিদ গােষ্ঠীর কোশ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন?

71. কোন কোশীয় অঙ্গাণু প্রােটিন সংশ্লেষ করে ?

72. ফুসফুসের আবরণীকে কী বলে?

73. মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোথায় আছে?

74. উদ্ভিদের কোশপ্রাচীর যে ধরনের পর্দা থাকে

75. কোন্ প্রাণীর লােহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না?

76. DNA এর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন-

77. মানুষের নিম্নলিখিত কোন্ কোশটি বিভাজিত হয় ?

78. জলপত্ররন্ধ্র কোন শারীরবৃত্তীয় পদ্ধতির সাথে সম্পর্কিত

79. The lady was too much vain----her beauty

80. You cannot stoop — such meanness

81. অক্সিজেন কে আবিষ্কার করেছিলেন?

82. হিমালয় পবর্তশ্রেণী হল [WBCS Prelims 2009]

83. ছোটনাগপুর মালভূমি এই শিলায় গঠিত [WBCS Prelims 2009]

84. হিমালয় হচ্ছে -[WBCS Prelims 2010]

85. পশ্চিমঘাটের পশ্চিমদিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত [WBCS Prelims 2012]

86. কেঁচোর গমনাঙ্গের নাম কী ?

87. কাইনিন কী ?

88. ট্রাইজোমির উদাহরণ দাও:

89. হৃদপেশি ক্লান্ত হয় না কারণ কী?

90. 17% লাভ সহ  টুম্পা এক জোড়া জুতো Rs 2223/- টাকায় বিক্রি করেছে জুতোর ক্রয় মূল্য কি ছিল?

91. 21 শে মার্চ 2020 কোন দিন হবে?

92. 1,3,6,10......., 21,28 শূন্যস্থান পূরণ করো

93. তিন বন্ধু মুকুল, বিজয়, তিমির মোট 75000 টাকা মূলধন নিয়ে একটি যৌথ ব্যাবসা শুরু করে। বছর শেষে মুকুল 7000 টাকা,তিমির ৪০০০ টাকা এবং বিজয় 10000 টাকা লভ্যাংশ পায়, তাহলে বিজয়ের মূলধনের পরিমাণ ছিল—

94. নিম্নলিখিত কোন গ্যাসটির জ্বালানি মূল্য সবচেয়ে বেশি?

95. কে অয়োধ্যা কিষান সভা প্রতিষ্ঠা করেছিলেন?

96. One should be prepared to get a "bolt from the blue" in life, but should not get unnerved by them

97. কোন গ্রহের কোনও উপগ্রহ নেই?

98. কৃষ্ণ মৃত্তিকাকে কী নামে জানি?

99. ‘গান্ধী-আরউইন চুক্তি' কবে সম্পাদিত হয়?

100. কোন চিড়িয়াখানায় হরিণ ও ময়ূর আছে। মাথা গুনলে 200 টি এবং পা গুনলে 580 টি হয়,তাহলে ময়ূর কতগুলি আছে ।

Your score is

0%

WBCS Preliminary previous year  question:
Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now