Online Gk question for competitive examination

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Online Gk question for competitive examination মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ  এখুনি যুক্ত হও । 

Note:মক টেস্ট টির শেষে তোমরা নিজেদের নাম দিয়ে submit করলে Score জানতে পারবে ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে । 

70

General Studies

Online GK Question mock test -12



মোট প্রশ্ন  - 25 টি
বিষয়
: জিকে
সময় : 15 মিনিট

1 / 25

1. বুদ্ধের আসল নাম কী?

2 / 25

2. রবীন্দ্রনাথের ‘তাসের দেশ’ কোন ধরনের রচনা?

3 / 25

3. WTO-র আগের নাম কী ছিল?

4 / 25

4. ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্র:

5 / 25

5. ইস্কাইলাস ছিলেন একজন:

6 / 25

6. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

7 / 25

7. পুং গর্দভকে কী বলা হয়?

8 / 25

8. ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত ছিলেন?

9 / 25

9. ভারতীয় উচ্চাঙ্গ সংগীতে ‘খেয়াল’ এর উদ্ভাবক কে?

10 / 25

10. ‘কল্লোল’ নাটকটির রচয়িতা কে?

11 / 25

11. ‘চিপকো’ আন্দোলনের সঙ্গে সংযুক্ত নাম হল:

12 / 25

12. নীচের মধ্যে কোনটি থার্মোপ্লাস্টিক নয়?

13 / 25

13. “দি ডেথ অফ এ সেলসম্যান’ একটি:

14 / 25

14. ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ?

15 / 25

15. ‘মিনান্দার’ কে ছিলেন?

16 / 25

16. নীচের কোনটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বস্তু নয়?

17 / 25

17. 'মেঘে ঢাকা তারা' চলচ্চিত্রটির পরিচালক কে?

18 / 25

18. ‘দি ওভার কোর্ট’ গ্রন্থের রচয়িতা কে?

19 / 25

19. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

20 / 25

20. সিন্ধু সভ্যতা কোন যুগের অর্ন্তভুক্ত ছিল?

21 / 25

21. তানসেনের আসল নাম কী ছিল?

22 / 25

22. যে পদার্থ ধর্মে বহুলিত নয় তা হল:

23 / 25

23. কার্ল লুইস বিখ্যাত ছিলেন কী হিসেবে?

24 / 25

24. ‘কম্ব রামায়ণ' কোন ভাষায় লেখা?

25 / 25

25. নিচের কোন ভূমিরূপ অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয় -

প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন

Leave a Comment