Science online mock test for competitive examination November 15, 2022December 22, 2021 by admin Advertisements প্রিয় ছাত্র ছাত্রীরা, এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Science Online Mock test for competitve examination ” দিয়ে একটি মক টেস্ট দেওয়া হল, এখানে মোট 25 টি প্রশ্ন রয়েছে । পুরো PDF প্রশ্নের লিঙ্ক নিচে রয়েছে । 52 Created on April 04, 2024Science Science Practise Set Science Online Mock test No. of Question 20 Time 10 Min Language Bengali Question Category Science বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা Science কোশ্চেন গুলি এই প্যাকটিস সেট টি যুক্ত করা হয়েছে । 1 / 20 1. পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের শঙ্কর (A) তামা ও অ্যালুমিনিয়াম (B) তামা ও দস্তা (C) লােহা ও তামা (D) তামা ও টিন। 2 / 20 2. ব্ল্যাক ফুট রােগ ’ কোন দূষণের জন্য হয়? [A] লেড [B] ফুরাইড [C] আর্সেনিক [D] ক্যাডমিয়াম 3 / 20 3. নীচের কোনটি ভৌত পরিবর্তন নয়? (A) আয়ােডিনের উধ্বপাতন (B) চায়ে চিনি মেশানাে (C) মােমবাতির দহন (D) দুধ শুকিয়ে গুঁড়াে দুধ তৈরী হওয়া 4 / 20 4. ফুরিনের যােজ্যতা ইলেকট্রনের শিল্ডিং এর পরিমাপ (A) ৫.২০ (B) ৪.৮০ (C) ৫.৮০ (D) ৮.৮৫ 5 / 20 5. নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক ? A) রাবার (B) নাইলন 6 – 6 (C) PVC (D) বেকেলাইট 6 / 20 6. নিউট্রনের আবিষ্কর্তা হলেন (A) জে. স্যাডউইক (B) রাদারফোর্ড (C) জে.জে. থমস (D) নীলস বাের 7 / 20 7. নীচের কোন্ বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রােগের কারণ হয়েছিল ? আর্সেনিক ইউরেনিয়াম পারদ ক্যাডমিয়াম 8 / 20 8. নীচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লীয় জ্বালানি ? (A)থােরিয়াম ২৩৬ (B) প্লুটোনিয়াম ২৩৯ (C) নেপচুনিয়াম ২৩৯ (D) ইউরেনিয়াম ২৩৮ 9 / 20 9. CO, হল একটি [A] প্রাথমিক বায়ুদূষক [B] গৌণ বায়ুদূষক [C] প্রাথমিক ও গৌণ বায়ুদূষক [D] কোনােটিই নয় 10 / 20 10. আবহমন্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালােকসংশ্লেষে হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায়? (A) পার অ্যাসিটাইল নাইট্রেট (B) নাইট্রোজেন মনােক্সাইড (C) আন্ট্রা ভায়ােলেট রশ্মি (D) হাইড্রোকার্বন 11 / 20 11. নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? [A] রাইজোবিয়াম [B] থায়ােব্যাসিলাস [C] অ্যাজোটোব্যাক্টর [D] ক্লসট্রিডিয়াম 12 / 20 12. ‘ PAN ’ হল একটি [A] জল দূষক [B] শব্দ দূষক [C] বায়ু দূষক [D] মাটি দূষক 13 / 20 13. একটি সংকর ধাতুতে ২০% দস্তা, ৪৫% নিকেল এবং অবশিষ্ট অংশ অ্যালুমিনিয়াম আছে। ১০৫ গ্রাম অ্যালুমিনিয়াম বিশিষ্ট এরকম একটি সংকর ধাতুর মােট ভর (গ্রাম – এ) কত ? (A) ১৭০ (B) ২০০ (C) ২৫০ (D) ৩০০ 14 / 20 14. পালামৌ জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন্ রাজ্যে অবস্থিত? [A] মধ্যপ্রদেশ [B] রাজস্থান [c] বিহার [D] পশ্চিমবঙ্গ 15 / 20 15. 3 – 5% পরিমাণ যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভ্যালকানাইজেশন বলে তা হল (A) গন্ধক (B) চুন (C) পটাশিয়াম পারম্যাঙ্গানেট (D) ন্যাপথলিন 16 / 20 16. নাইট্রোজেন চক্রে কোন্ আণুবীক্ষণিক জীবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? [A] ব্যাকটেরিয়া [B] ভাইরাস [C] প্রােটোজোয়া [D] লাল শৈবাল 17 / 20 17. মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন্ মৌল সাহায্য করে? [A] অ্যালুমিনিয়াম [B] আয়রণ [C] ক্যালসিয়াম [D] জিঙ্ক 18 / 20 18. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? [A] 77.17 ভাগ [B] 20.60 ভাগ [C] 0.03 ভাগ [D] 0.80 ভাগ 19 / 20 19. একশৃঙ্গ গন্ডার নীচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয়? [A] জলদাপাড়া [B] সজনেখালি [C] সিল [D] সুন্দরবন 20 / 20 20. BHC আসলে কী? [A] ওষুধ [B] রাসায়নিক সার [c] কীটনাশক [D] বর্জ্যপদার্থ Your score is The average score is 43% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Advertisements