Online Exam Test for competitive examination

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Online Exam Test for competitive examination মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 20 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ  এখুনি যুক্ত হও । 

Note:মক টেস্ট টির শেষে তোমরা নিজেদের নাম দিয়ে submit করলে Score জানতে পারবে ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে । 

25

Online Practise set

Online Test

মোট প্রশ্ন  - 25 টি
বিষয়
: GK,Math,Reasoning
সময় : 20 মিনিট

1 / 25

1. দেশের প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য সরকার ড্রোন পলিসিএবং ড্রোনের ব্যবহারের অনুমতি প্রদান করল ?

2 / 25

2. মারকিউরিক ক্লোরাইড নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে বিষক্রিয়া করে?

3 / 25

3. ‘উত্তর মীমাংসা' কার রচনা?

4 / 25

4. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি হল-

5 / 25

5. C হল B-এর স্ত্রী। E হল C-এর পুত্র। A হল B-এর ভাই এবং D-এর বাবা, তাহলে E, D-এর কেন হয়?

6 / 25

6. কোথায় ব্রিটিশদের প্রথম ফ্যাক্টরি গড়ে ওঠে?

7 / 25

7. ভারতের প্রথম কার্টুন নেটওয়ার্ক থিম পার্ক ‘অ্যামোজিয়া’ কোন শহরে গড়ে উঠতে চলেছে?

8 / 25

8. 42:56: : 72 : x হলে x চিহ্নিত স্থানে সংখ্যাটি হবে—

9 / 25

9. সম্প্রতি ভারতের 74তম 'গ্র্যান্ডমাস্টারের সম্মান অর্জনকারী দাবাড়ুর নাম কী?

10 / 25

10. বিশ্বের বসবাসযোগ্য শহরের শিরোপা অর্জনকারী শহরটি কোন দেশে অবস্থিত?

11 / 25

11. ভাইসরয় এগজিকিউটিভ কাউন্সিলের একমাত্র কোন ভারতীয…

12 / 25

12. সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন-

13 / 25

13. একটি যৌথ ব্যবসায় x, y ওz, 3 : 5 : 8 অনুপাতে টাকা বিনিয়োগ করে। তাদের বিনিয়েগে সময়ের অনুপাত 8 : 3: 5 বছর শেষে 15800 টাকা লাভ হলে, y-এর লভ্যাংশ হবে—

14 / 25

14. দুটি সংখ্যার গুণফল ও ভাগফল যথাক্রমে 150ও6 হলে ছোটো সংখ্যাটি হবে —

15 / 25

15. বিশ্ববিদ্যালয় কমিশন কোন ভাইসরয়ের সময়কালে গঠিত হয়েছিল?

16 / 25

16. একটি সাংকেতিক ভাষায় STATEMENT শব্দটিকে লেখা হয় TNEMETATS। ওই সাংকেতিক ভাষায় POLITICAL শব্দটিকে লেখা হবে-

17 / 25

17. পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণির লিভার?

18 / 25

18. রাজা রঞ্জিত সিং-এর রাজধানী কোথায় অবস্থিত ছিল?

19 / 25

19. 220 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি ট্রেন 72 কিমি/ঘণ্টা বেগে 180 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে—

20 / 25

20. লোকসভার স্পিকার নির্বাচন করেন—

21 / 25

21. A হল B-এর চেয়ে বড়ো। কিন্তু C-এর চেয়ে ছোটো, D হলE-এর চেয়ে ছোটো, কিন্তু A-এর চেয়ে বড়ো। C, D-এর চেয়ে ছোটো হয় তাহলে সবচেয়ে বড়ো কে?

22 / 25

22. একটি ফিউজ তার তৈরি করতে ব্যবহৃত হয়---এর ধাতুসংকর।

23 / 25

23. 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের সাতগুণ ছিল। দুই বছর পর পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের পাঁচগুণ হবে। তাদের বর্তমান বয়স কত?

24 / 25

24. একটি বেলনাকৃতি প্রস্তরস্তম্ভের উচ্চতা 10 মিটার। প্রতি বর্গমিটার 25 পয়সা হিসাবে পালিশ করতে মোট 220 টাকা ব্যয় হলে, ভূমির ব্যাস হবে-

25 / 25

25. শাহজাহানের শাসনকালে এদেশে এসেছেন এমন একজন বিদেশি, যার নাম—

Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now