ভারতের রাষ্ট্রপতি-Indian President -gurucoolfanda

Advertisements

রাষ্ট্রপতি:

রাষ্ট্রপতি ভারতবর্ষের নিয়মতান্ত্রিক প্রধান তথা প্রশাসনিক প্রধান।
• তিনি ভারতীয় ইউনিয়নের শাসনবিভাগের প্রধান (শাসন বিভাগ গঠিত হয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ এবং অ্যাটর্নি জেনারেলকে নিয়ে)।
• রাষ্ট্রপতির হাতে ন্যাস্ত প্রশাসনিক ক্ষমতাসমূহ কেবলমাত্র মন্ত্রীপরিষদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যায়। এই মন্ত্রীপরিষদ পার্লামেন্টের কাছে দায়িত্বশীল। 42 তম সংবিধান সংশােধনের মাধ্যমে রাষ্ট্রপতিকে মন্ত্রীপরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য করা হয়েছে।
• রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক, তিনি জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক

সংবিধান এর 52 নং আনুছেদে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় প্রদান করে৷ রাষ্ট্রপতি হলেন ভারতীয় রাষ্ট্রের প্রধান। তিনি ভারতের প্রথম নাগরিক এবং  জাতির ঐক্য, অখণ্ডতা এবং সংহতির প্রতীক হিসেবে কাজ করেন৷

রাষ্ট্রপতির হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন

58 অনুচ্ছেদের অধীনে একজন ব্যক্তির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের জন্য যে যোগ্যতা প্রয়োজন তা হল-
1. তার ভারতের নাগরিক হতে হবে৷
2.তার বয়স ৩৫ বছর পূর্ণ হওয়া উচিত৷
3. লোকসভার সদস্য হিসাবে নির্বাচনের জন্য তাঁর যোগ্যতা থাকা উচিত।
4. কেন্দ্রীয় সরকার বা যেকোনো রাজ্যের সরকারের  অধীনে  লাভের কোনো পদে অভিযুক্ত থাকা যাবে না ।
5. 53 নং ধারায় ভারতের রাষ্ট্রপতি কে সমস্ত প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে ।

রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত?

রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স 35 হওয়া প্রয়োজন

ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ডঃ রাজেন্দ্র প্রসাদ

ভারতের রাষ্ট্রপতির বেতন কত?

বর্তমানে 2022 সাল আনুসারে ভারতের রাষ্ট্রপতির বেতন Rs.500,000/-

ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি?

রাষ্ট্রপতি ভবন ( নিউ দিল্লি তে আবস্থিত)

রাষ্ট্রপতির মেয়াদ

 56 নং ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি  তার পদে প্রবেশ করার তারিখ থেকে 5 বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকবেন৷ তিনি তার ইচ্ছে মতো   উপরাষ্ট্রপতিকে চিঠি করে তিনি পদত্যাগ করতে পারেন ।(তিনি লোকসভার স্পিকারের সাথে যোগাযোগ করতে পারেন)।

ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?

54 ও 55 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচন হয় –
• রাষ্ট্রপতি একটি নির্বাচক সংস্থা (Electoral College) দ্বারা পরােক্ষ ভাবে নির্বাচিত হন। এই সংস্থাটি তৈরী হয় –
1. পার্লামেন্টের উভয়কক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে।
2. বিধানসভার অথাৎ রাজ্য আইনসভার নিম্নকক্ষের নির্বাচিত সদস্যদের নিয়ে।
3. দিল্লী ও পুড়চেরীর বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে। এখানে জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন না, কারণ 70 তম সাংবিধানিক সংশােধনে শুধুমাত্র NCT দিল্লী ও পুদুচেরীর কথা বলা আছে।

• অর্থাৎ, পার্লামেন্টের উভয়কক্ষের এবং রাজ্য আইনসভা ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভা সমূহের মনােনীত সদস্যেরা এই নির্বাচনে অংশ গ্রহন করেন না।
• একক হস্তান্তরযােগ্য ভােটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের (Proportional representation by means of Single Transferable Vote) এর নিয়মানুযায়ী গােপন ভােটের মাধ্যমে রাষ্ট্রপতির নিবার্চন হয়।

রাজ্য বিধানসভার নির্বাচিত সদ্যসের ভোট মুল্য নির্ধারণঃ –

এই সূত্র অনুযায়ী উত্তরপ্রদেশের MLA দের ভােটমূল্য সবচেয়ে বেশী, এবং সিকিমের MLA দের ভােটমূল্য সবথেকে কম।

yu

• রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোন বিতর্ক সৃষ্টি হলেসুপ্রিম কোর্ট তার মীমাংসা করতে পারে।
• নির্বাচক সংস্থার (Electoral College) অসম্পূর্ণতাকেভিত্তি করে রাষ্ট্রপতির নির্বাচন ব্যবস্থার ওপর প্রশ্ন তােলা। যায় না।

ভারতের রাষ্ট্রপতির তালিকা

1 রাষ্ট্রপতির নাম সময় সীমা গুরুত্বপূর্ণ তথ্য
2 ডঃ রাজেন্দ্র প্রসাদ 1950-1962 তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি দীর্ঘ ১২ বছর ধরে এই পদ অধিকার করেছিলেন।
3 ডঃ এস. রাধাকৃষ্ণান 1962-1967 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি।
4 ডঃ জাকির হুসেন 1967-1969 প্রথম রাষ্ট্রপতি, যিনি তার অফিস চলাকালীন মারা যান।
5 ভি, ভি. গিরি 1969-1969 তিনি জাকির হুসেনের মেয়াদ সম্পূর্ণ করেন। একমাত্র রাষ্ট্রপতি যিনি একক প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন।
6 এম. হিদুয়াতুল্লা 1969-1969 উনি ছিলেন প্রথম ভারপ্রাপ্তরাষ্ট্রপতি। উনি সেই সময়ে ভারতের প্রধান বিচারপতি ছিলেন।
7 ফাকরুদ্দিন আলি আহমেদ 1974-1977 ইনিও তাঁর রাষ্ট্রপতির মেয়াদ চলা- কালীন মারা যান।
8 বি. ডি. জাটি 1977-1977 ইনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন।
9 এন. সঞ্জিবা রেড্ডি 1977-1982 ইনি কণিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন। তিনিই প্রথম বিরােধিতাহীন রাষ্ট্রপতি।
10 গিয়ানি জাইল সিং 1982-1987 তার সময়ে অপারেশন ব্লু স্টার সংঘটিত হয়েছিল। তাঁর সময়েইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল এবং তিনি রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন।
11 আর. ভেঙ্কটরামন 1987-1992
12 শঙ্কর দয়াল শর্মা 1992-1997
13 কে. আর. নারায়ণন 1997-2022 ইনি প্রবীণতম রাষ্ট্রপতি ছিলেন।
14 এ. পি. জে. আব্দুল কালাম 2002-2007 ইনিই প্রথম বিজ্ঞানী যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। তাঁর জন্মদিনটিকে রাষ্ট্রপুঞ্জ বিশ্ব ছাত্র দিবস হিসাবে পালন করে।
15 প্রতিভা পাটিল 2007-2012 ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি।
16 প্রণব মুখার্জী 2012-2017 প্রথম বাঙালি রাষ্ট্রপতি।
17 রামনাথ কোবিন্দ 2017-বর্তমান বর্তমান রাষ্ট্রপতি। (২০১৭ থেকে বর্তমান)

যদি পোস্ট এর মধ্যে কোণ ভুল ত্রুটি থাকে আমাদের কমেন্ট বক্স এ কমেন্ট করে জানাবে ।

Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now