Indian nation movement | history | free downloads

Advertisements
MCQ WBCS history Question

ভারতের স্বাধীনতা সংগ্রাম

1. ইংরেজ শাসকদের জোর করে ভারতীয়দের কুলির কাজ করানাে কবে আইনত নিষিদ্ধ হয় -১৮২০ সালের ২৩ মার্চ
2. নবাব মীর কাশিমের মৃত্যু কবে হয়-  ১৭৭৭ সালের ৬ জুন (দিল্লি শহরের উপকণ্ঠে)
3. ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কবে কোথায় হয়- ১৯০৯ সালে বরিশালে প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির অধিবেশনে
4. অশ্বিনীকুমার দত্ত কবে ঢাকায় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির অধিবেশনে সভাপতিত্ব করেন- ১৯১৩ সালে
5. ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান থাকলেও ব্রিটিশ ন্যায় বিচারে আস্থাশীল ছিলেন বলে তার নিজের প্রতিষ্ঠিত কলেজের
নাম এক গভর্নর জেনারেলের নামে রাখেন এই গভর্নর জেনারেলের নাম কী – জর্জ ফ্রেডেরিক স্যামুয়েল রবিনসন (ইতিহাসে তিনি লর্ড রিপন নামে খ্যাত)
6. বাংলা ভাষায় সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ইতিহাস আলােচনার প্রবর্তক কে – অক্ষয় কুমার মৈত্রেয়
7. জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস যে কমিটি গড়ে তার সদস্য কারা ছিলেন -মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাশ, ফজলুল হক, এম.আর.জয়ার, আব্বাস তৈয়বজী ও মােহনদাস করমচাঁদ গান্ধী
৪. জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের জন্য গড়া কমিটি করে তাদের রিপাের্ট জমা দেন- ১৯২০ সালের ২৫ মার্চ
9. জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন – কিরণশঙ্কর রায়
10. উত্তরপাড়ায় শিল্প সমিতি’ কে স্থাপন- অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
11. সুভাষচন্দ্র বসুকে কবে গ্রেপ্তার করে মান্দায় জেলে পাঠানাে হয় -১৯২৪ সালের অক্টোবরে
12. ‘লেবার স্বরাজ পার্টি’ কবে গঠিত হয় -১৯২৫ সালে (পরে ১৯২৬ সালে নাম বদলে হয় ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি’)
13. কলকাতায় চিত্তরঞ্জন সেবা সদন’ তৈরিতে কে প্রধান উদ্যোগ নেন -মােহনদাস করমচাঁদ গান্ধী (১৯২৫ সালের ১৬ জুন চিত্তরঞ্জন দাশের দেহত্যাগের পর ৩ মাস বাংলায় থেকে
তিনি এই উদ্যোগ নেন)
14. ‘নিখিল ভারত দেশীয় রাজ্য প্রজা সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয় – ১৯২৭ সালে (কাথিয়াবেড়ের বলবন্ত রায় মেহেতা ও দাক্ষিণাত্যের জি.আর,অভয়ঙ্করের উদ্যোগে)
15. ঐতিহাসিক ‘চটকল ধর্মঘট’ কবে হয়-১৯২৯ সালে
16. লবণ আইন ভঙ্গের জাতীয় সপ্তাহ কবে পালিত হয় – ১৯৩০ সালের ৬-১৩ এপ্রিল
17. ‘নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সঙঘ’ কবে কার উদ্যোগে স্থাপিত হয় – ১৯৩৬ সালের জুলাইয়ে জওহরলাল নেহেরুর উদ্যোগে
18. ‘নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সঙেঘ’র প্রথম সভাপতি কে- রবীন্দ্রনাথ ঠাকুর
19. ভারত ছাড়াে আন্দোলনের সময় বঙ্গ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন- শ্যামাপ্রসাদ মুখােপাধ্যায় (মেদিনীপুরে পুলিশী অত্যাচারের প্রতিবাদে অবশ্য ১৯৪২ সালের নভেম্বরে পদত্যাগ করেন)।
20. সুভাষচন্দ্র বসু ‘আজাদ হিন্দ ফৌজ’ নামকরণ করার আগে এই বাহিনীর নাম কী ছিল — ভারতীয় জাতীয় বাহিনী।
21. সুভাষচন্দ্র বসু কবে ঝাসিররাণি বাহিনী গড়েন – ১৯৪৩ সালের ১২ জুলাই।
22. ‘জনগণমন অধিনায়ক’ গানটি কবে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি পায়- ১৯৪৩ সালের ৫ জুলাই (আজাদ হিন্দ ফৌজে’র বাহিনীগুলি পরিদর্শনের সময় সুভাষচন্দ্র বসু
এই স্বীকৃতি দেন)।
23. ‘ই উনাইটেড অ্যাসােসিয়েশনের প্রথম সভাপতি কে – হুমায়ুন কবির
24. ত্রিপুরায় ‘আদিবাসী রিয়াং বিদ্রোহ’কবে হয় ১৯৪২- সালে
25. পঞ্জাবের লেফটেন্যান্ট গভর্ণর ও ডায়ারকে কে হত্যা করেন- উধম সিং  (১৯৪০ সালের ১৩ মার্চ)
26. র্যাডিক্যাল ডেমােক্রেটিক পার্টি গড়েন- মানবেন্দ্র নাথ রায়।
27. মুসলিম লিগের কোন অধিবেশনে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের প্রস্তাব গৃহীত হয়- লাহাের অধিবেশনে (১৯৪০ সালের ২৪ মার্চ)
28. ১৯৪০ সালের ২৬ মার্চ আন্ধ্রা প্রদেশে সর্বভারতীয় কিষাণ সভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন- রাহুল সাংকৃত্যায়ন।
29. কলকাতার হলওয়েল মনুমেন্ট (বর্তমানে নাম বদলে হয়েছে শহীদ মিনার) অপসারণ আন্দোলন কবে শুরু হয় -১৯৪০ সালের ৩ জুলাই
30. মােহনদাস করমচাঁদ গান্ধী কবে আইন অমান্য আন্দোলন স্থগিত ঘােষণা করেন- ১৯২২ সালের ১২ ফেব্রুয়ারি
31. সীতারাম রাজুর নেতৃত্বে কবে কৃষকরা চিন্দাপট্টী থানা আক্রমণ করে- ১৯২২ সালের ২২ আগস্ট
32. নিখিল ভারত কংগ্রেস কমিটি কবে ৩ বছর অন্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রস্তাব অনুমােদন করে- ১৯৪৭ সালের ২২ মার্চ
33. পি.এন. ঠাকুর কার ছদ্মনাম ছিল- রাসবিহারী বােস
34. বুড়িবালামের তীরে বাঘা যতীনের সঙ্গে পুলিশের কবে খণ্ডযুদ্ধ হয়-১৯১৫ সালের ৯ সেপ্টেম্বর।
35. প্রথমূ লাহাের ষড়যন্ত্র মামলা কোথায় শুরু হয়- উত্তর প্রদেশের মীরাটে (১৯১৫ সালের ২৩ মার্চ)।
36. লন্ডনের পেন্টনবিলা জেলে কোন দুই ভারতীয় বিপ্লবীর ফাসি হয় – মদনলাল ধিংড়া (১৯০৯ সালের ১৭ আগস্ট) উধম সিং (১৯৪০ সালের ১২ জুন)
37. মণিপুরের মৈরাংয়ে কবে প্রথম ভারতের তেরঙা পতাকা তােলা হয় -১৯৪৪  সালের ১৪ এপ্রিল
3৪, অস্থায়ী আজাদ হিন্দ সরকারের প্রধান দপ্তর কবে রেঙ্গুনে স্থানান্তরিত হয়- ১৯৪৪ সালের ৭ জানুয়ারি
39. আলিপুর বােমা মামলায় রায় দেন কোন বিচারপতি ~ আলিপুরের অতিরিক্ত জেলা ও সেশন্স জাজ সি.পি.বিচক্রপ্ট
40. ক্ষুদিরাম বসুর ফাসির আদেশ কে দেন-  মজঃফরপুর আদালতের দায়রা বিচারপতি কান্ডার্ফে
41. কোন বিদেশি কংগ্রেস সভাপতি বঙ্গভঙ্গের বিরুদ্ধে সােচ্চার হন- স্যার হেনরি কটন
42. চিত্তরঞ্জন দাশকে ‘দেশবন্ধু’ আখ্যা কে দেন -বিপিনবিহারী দাশগুপ্ত (অমৃতবাজার পত্রিকায় লেখা এক চিঠিতে)
43. মন্টেগু-চেমসফোর্ড রিপাের্টের ভিত্তিতে নূতন ভারত শাসন আইন কবে চালু হয় -১৯২১ সালের ৩ জানুয়ারি
44. ভারতকে ডােমিনিয়ন স্ট্যাটাস দেওয়া  হবে না বলে কবে ব্রিটিশ সরকার ঘােষণা করে- ১৯৩০ সালের ৫ জানুয়ারি
45. মােহনদাসাদ গান্ধী কোথা থেকে এ আসার পর আইন অমান্য আন্দোলন শুরু হয়- লন্ডনে দ্বিতীয় গােল টেবিল বৈঠক শেষে ফেরার পর
46. ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কবে জাতীয় সপ্তাহ পালন করা হয়- ১৯৩২ সালের ৬-১৩ এপ্রিল
47.সর্দার বল্লভভাই প্যাটেল কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন ১৯৩১ সালের – ২৯ মার্চ (করাচি অধিবেশনে)
48. ড, আনসারি কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন -১৯৩২ সালের ৫ জানুয়ারি
49. মােহনদাস করমচাঁদ গান্ধী কবে জওহরলাল নেহেরুকে উত্তরাধিকারী করেন-১৯৪২সালের ১৬ জানুয়ারি
50. ত্রিবাঙ্কুরে পুন্নাপ্রা-ভায়ালার অঞ্চলে করে কৃষক বিদ্রোহ হয় – ১৯৪৭ সালের সেপ্টেম্বরে

File Details:-
File Name:- ভারতের স্বাধীনতা সংগ্রাম
File Format:– Pdf
Quality:- High
Language: Bengali
File Size:-  312 KB
Pages: 2
 
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now