ভারতের বিভিন্ন রাজ্যের নাম , রাজধানী, ও ভাষা

প্রিয় ছাত্র-ছাত্রীরা
নিচের এই পোস্টটি তোমাদের কাছে শেয়ার করা হলো , যেখানে  ভারতের বিভিন্ন “ভারতের বিভিন্ন রাজ্যের নাম , রাজধানী, ও ভাষা” একটি তালিকাভুক্ত করা হলো, এই তালিকাটি তোমরা পুরোপুরি ভাবে ওয়েবসাইট থেকে দেখতে পারো বা এই তালিকাটি পিডিএফ-এ নিচে রয়েছে ফ্রিতে ডাউনলোড করতে পারো । এখান থেকে বিভিন্ন সরকারি চাকরীর পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসতে পারে । 

যেমনঃ 
                     কর্ণাটকের রাজধানীর নাম কি ?
                      কর্ণাটকের ভাষা কি ?

রাজ্যের নাম রাজধানী সরকারি ভাষা
1. অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ তেলেগু
2. অরুণাচল প্রদেশ ইটানগর ইংরেজী
3. আসাম দিসপুর অসমীয়া, ইংরেজী
4. বিহার পাটনা হিন্দি
5. ছত্তিশগড় রায়পুর হিন্দি
6. গোয়া পানাজি কোঙ্কনি
7. গুজরাট গান্ধীনগর গুজরাটি
8. হরিয়ানা চণ্ডীগড় হিন্দি
9. হিমাচল প্রদেশ সিমলা হিন্দি
10. জম্মু ও কাশ্মীর শ্রীনগর উর্দু
11. ঝাড়খণ্ড রাঁচি হিন্দি
12. কর্ণাটক বেঙ্গালুরু কন্নড়
13. কেরালা তিরুবনন্তপুরম মালয়লাম
14. মধ্যপ্রদেশ ভোপাল হিন্দি
15. মহারাষ্ট্র মুম্বাই মারাঠি
16. মণিপুর ইম্ফল মিত্তিলন (মণিপুরী)
17. মেঘালয় শিলং ইংরেজি
18. মিজোরাম আইজল মিজো
19. নাগাল্যান্ড কোহিমা ইংরেজি
20. ওড়িশা ভুবনেশ্বর ওড়িয়া
21. পাঞ্জাব চণ্ডীগড় পাঞ্জাবী
22. রাজস্থান জয়পুর হিন্দি
23. সিকিম গ্যাংটক নেপালী
24. তামিলনাড়ু চেন্নাই তামিল
25. তেলেঙ্গানা হায়দ্রাবাদ তেলেগু ও উর্দু
26. ত্রিপুরা আগরতলা বাংলা ও কোকবোরক
27. উত্তরপ্রদেশ লক্ষ্ণৌ হিন্দি
28. উত্তরাখণ্ড দেরাদুন হিন্দি
29. পশ্চিমবঙ্গ কলকাতা বাংলা
কেন্দ্রশাসিত অঞ্চল
1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার হিন্দি এবং ইংরেজী
2. চণ্ডীগড় চণ্ডীগড় পাঞ্জাবি, হিন্দি, ইংরেজী
3. দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ দমন গুজরাটি, হিন্দি, ইংরেজী, কোঙ্কনি, মারাঠি
4. জাতীয় রাজধানী অঞ্চল দিল্লী নতুন দিল্লী ইংরেজী ও হিন্দি
5. লাক্ষাদ্বীপ কাভারাত্তি ইংরেজী, মালায়লাম, দিবেহি
6. পুডুচেরী পুড়ুচেরী তামিল, ফরাসি, ইংরেজী
7. জম্মু ও কাশ্মীর শ্রীনগর ঊর্দু, কাশ্মীরী
8. লাদাখ লে লাদাখি, টিবেটান, উর্দু

ভারতের বিভিন্ন রাজ্যের নাম , রাজধানী, ও ভাষা👇👇

File Name : ভারতের বিভিন্ন রাজ্যের নাম , রাজধানী, ও ভাষা
File Size: 104  kb
File Type : PDF
Pages: 3
Quality : High

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top