Environment Studies question and answer mock test

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে Environment Studies Mock Test মোট 30 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ  এখুনি যুক্ত হও । 

Note:মক টেস্ট টির শেষে তোমরা নিজেদের নাম দিয়ে submit করলে Score জানতে পারবে ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে । 

24

General Studies

Online ENVS Question mock test



মোট প্রশ্ন  - 30 টি
বিষয়
: Environment Studies
সময় : 15 মিনিট

1 / 30

1. ‘পরিবেশ শিক্ষা' বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহৃত ‘ম্যাপ’ হল-

2 / 30

2. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়—

3 / 30

3. পরিবেশ শিক্ষার পরীক্ষায় কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে, এই সিদ্ধান্ত করা যেতে পারে যে—

4 / 30

4. আপনার মতে ‘পরিবেশ শিক্ষা'র কার্যকরী শিক্ষণ নির্ভর করে শিক্ষকশিক্ষিকার

5 / 30

5. পরিবেশ বিষয়ে পাঠদানে নিযুক্ত শিক্ষকের সফলতা হল-

6 / 30

6. পরিবেশ শিক্ষার ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী পরপর কয়েকদিন অনুপস্থিত থাকলে শিক্ষক/শিক্ষিকা হিসেবে আপনি কী করবেন?

7 / 30

7. ‘পরিবেশ শিক্ষা' বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ব্যবহৃত একটি দৃষ্টি-শ্রুতি নির্ভর উপকরণ হল-

8 / 30

8. পরিবেশ শিক্ষার ক্লাসে ব্ল্যাক বোর্ডে লেখার সময় কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ-

9 / 30

9. একজন পরিবেশ বিজ্ঞানের শিক্ষকের কাছে কোন্‌টি সর্বাধিক গুরুত্বপূর্ণ?

10 / 30

10. পরিবেশ শিক্ষার পাঠে নীচের যে বিষয়টি কার্যকরী ভূমিকা গ্রহণ করে, তা হল-

11 / 30

11. ভারতের কচ্ছ উপকূলে এবং সুন্দরবনে কীসের সম্ভাবনা আছে?

12 / 30

12. নীচের কোনটিতে আলোক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়?

13 / 30

13. সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে?

14 / 30

14. সব থেকে পরিসুতdbbdegeg ও সুবিধাজনক শক্তি কোন্‌টি?

15 / 30

15. সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদনের পদ্ধতিকে কী বলে?

16 / 30

16. কোন্ কয়লার মধ্যে 90-95% কার্বন থাকে?

17 / 30

17. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

18 / 30

18. উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান অঞ্চলের ঘূর্ণিঝড়কে বলে-

19 / 30

19. চিংড়ি চাষের ফলে দূষণ হল—

20 / 30

20. ওজোন গহ্বর সৃষ্টির ফলে ঘটে—

21 / 30

21. বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি হয়—

22 / 30

22. তেজস্ক্রিয় Sr-90 মানুষের দেহে প্রবেশ করে এবং সঞ্চিত হয়-

23 / 30

23. জমিতে অত্যধিক রাসায়নিক সার প্রয়োগ করলে জমির কী ধরনের পরিবর্তন দেখা যাবে?

24 / 30

24. উন্নয়ন বলতে মানুষের কী জাতীয় উন্নতিকে বোঝায়?

25 / 30

25. পৃথিবীতে কোন্ দেশের লোকজন বিদ্যুতের মাত্র 18% ভোগ করে?

26 / 30

26. উন্নয়ন হচ্ছে পরিবেশ ও কালের সঙ্গে পরিবর্তনশীল একটি—

27 / 30

27. জাতীয় সবুজ বাহিনী গঠিত হয়—

28 / 30

28. বিভিন্ন স্কুলে ইকোক্লাব গঠনের উদ্দেশ্য-

29 / 30

29. WTO-এর পুরো নাম হল-

30 / 30

30. শ্রীমতী ফ্র্যাংকলিন রুজভেল্টের নেতৃত্বে কবে মানবাধিকার কমিশন গঠিত হয়?

Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now