History question for wbcs mock test- gurucoolfanda

প্রিয় ছাত্র ছাত্রীরা,

নীচের এই মকটেস্ট ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বানানো হয়েছে যে প্রশ্নগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাই মকটেস্ট মনোযোগ সহকারে করো, এই মক টেস্টটি তোমরা সময় এর ভিত্তিতে দিতে পারবে , মোট 12 মিনিট সময় পাবে 25 টি প্রশ্ন পাওয়ার জন্য, সময়ের ভিত্তিতে দিলে তোমরা তোমাদের নিজেদের অ্যাকুরেসি টেস্ট করতে পারবে, এই মক টেস্ট টি দিতে তোমরা নিচে দেওয়া স্টার্ট বাটনে ক্লিক করো।

149

History online mock test

Sub History
Question type MCQ
Quiz time 10 Min
Language Bengali
Total question 25 pcs

চাকরির পরীক্ষায় যে সমস্ত ইতিহাসের প্রশ্ন আসে সেগুলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ অনলাইন মক টেস্ট

1 / 25

1. ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল ?

2 / 25

2. চন্দগুপ্তের মাতার নাম কী ?

3 / 25

3. কৌটিল্যের অপর নাম-

4 / 25

4. কোন ঘটনার প্রতিবাদে গান্ধিজী তাঁর ‘কাইজার-ই-হিন্দ’ খেতাব ইংরেজদের ফিরিয়ে দেন ?

5 / 25

5. নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল—

6 / 25

6. সন্ধ্যাকর নন্দীর ‘রামচরিত গ্রন্থে কোন্ বিদ্রোহের বিবরণ মেলে?

7 / 25

7. সতীদাহ প্রথা কৰে কার সময়ে নিসিদ্ধ হয়?

8 / 25

8. ‘আর্য’ কথার অর্থ হল-

9 / 25

9. মিত্র মেলা-র পরিবর্তিত নাম।

10 / 25

10. জিন্না তার ‘চোদ্দো দফা দাবি পেশ করেন

11 / 25

11. লােকহিতবাদী কার ছদ্মনাম ?

12 / 25

12. ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম-

13 / 25

13. তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন----

14 / 25

14. প্রথম কোন ভারতীয় পরপর দু’বছর কংগ্রেসের সভাপতির পদে নির্বাচিত হয়েছিলেন?

15 / 25

15. লক্ষৌ চুক্তি ১৯১৬  কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

16 / 25

16. সুভাষচন্দ্র বসু এিপুরী কংগ্রেসে কাকে হারিয়ে কংগ্রেসের সভাপতি মনােনীত হন?

17 / 25

17. ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন?

18 / 25

18. ‘আমির-ই-কোহী’ নামে কৃষিবিভাগ চালু করেন-

19 / 25

19. ত্রিপিটক কী ভাষায় রচিত ?

20 / 25

20. গান্ধিজির কোন আন্দোলন খিলাফৎ আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ?

21 / 25

21. গায়ত্রী মন্ত্র কোথায় আছে?

22 / 25

22. কংগ্রেসের কোন অধিবেশনে ‘ভারত ছাড়াে’ প্রস্তাব নেওয়া হয় ?

23 / 25

23. কোন্ মুঘল সম্রাট নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন?

24 / 25

24. প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল

25 / 25

25. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘােষণা করেন

The average score is 66%

0%

Exit

আমাদের ফেসবুক এ যুক্ত হও -👇

1 thought on “History question for wbcs mock test- gurucoolfanda”

Leave a Comment