History online test -11 April 30, 2022March 7, 2022 by admin Advertisements 74 12345678910111213141516171819202122232425 History online mock test -11 Sub History Question type MCQ Quiz time 10 Min Language Bengali Total question 25 pcs চাকরির পরীক্ষায় যে সমস্ত ইতিহাসের প্রশ্ন আসে সেগুলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ অনলাইন মক টেস্ট 1 / 25 1. বাংলার বার্ক' নামে পরিচিত (ক) বিপিনচন্দ্র পাল (খ) অরবিন্দ ঘােষ (গ) বাঘা যতীন (ঘ) সূর্য সেন 2 / 25 2.কাশ্মীরের আকবর বলা হয়- (ক) সিকন্দার শাহকে (খ) ইব্রাহিম আদিল শাহকে। (গ) জয়নাল আবেদিনকে (ঘ) নসরৎ শাহকে 3 / 25 3. কোন যুগে কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন ? (ক) সৈয়দ শাসনে (খ) ইলিয়াসি শাহি যুগে। (গ) লোদি শাসনে (ঘ) হুসেন শাহি যুগে 4 / 25 4. পদ্মপুরাণ’-এর রচয়িতা হলেন- (ক) মালাধর বসু (খ) বিপ্রদাস পিপলাই (গ) বিজয় গুপ্ত (ঘ)চণ্ডীদাস 5 / 25 5. বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন- (ক) দ্বিতীয় হরিহর (খ) অচ্যুত রায় (গ) দ্বিতীয় দেবরায় (ঘ) কৃষ্ণদেব রায় 6 / 25 6. আমুক্ত মাল্যদা' গ্রন্থের রচয়িতা (ক) কৃষ্ণদেব রায়। (খ) পায়েজ (গ) নিকোলাে কত্তি (ঘ) আবদুর রজ্জাক 7 / 25 7. হাজারা মন্দির’ ও ‘বিটল স্বামী মন্দির' কে নির্মাণ করেন? (ক) প্রথম দেবরায় (খ) কৃষ্ণদেব রায় (গ)দ্বিতীয় দেবরায় (ঘ)অচ্যুত রায় 8 / 25 8.ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক ছিলেন— (ক) ইব্রাহিম লােদী (খ) গুরু রামানন্দ (গ) সম্রাট অশােক (গ) হুসেন শাহ 9 / 25 9. নানক জন্মগ্রহণ করেন- (ক) লাহােরে (খ)কাশিতে (গ) বারাণসীতে (ঘ) বাংলায় 10 / 25 10. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? (ক)চৈতন্য (খ) নানক (গ)কবীর (ঘ) নামদেব 11 / 25 11. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে- (ক) দিল্লিতে (খ) কলকাতায় (গ) মাদ্রাজে (ঘ) বােম্বাইতে 12 / 25 12. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন- (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) বদরুদ্দীন তায়েবজী (গ) উমেশচন্দ্র ব্যানার্জী (ঘ)দাদাভাই নৌরজী 13 / 25 13.কলকাতায় ‘ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স’-এর অধিবেশন বসে- (ক) ১৮৮১ খ্রিস্টাব্দে। (খ) ১৮৮৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৮৬ খ্রিস্টাব্দে (ঘ১৮৮৭ খ্রিস্টাব্দে 14 / 25 14. ভারতে সশস্ত্র বিপ্লববাদের জনক বলে অভিহিত করা হয়— (ক) লালা লাজপৎ রায়কে (খ) বালগাধর তিলককে (গ) বাসুদেব বলবত্ত ফাদকেকে (ঘ) শ্রীঅরবিন্দকে 15 / 25 15. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ? (ক) ভগিনী নিবেদিতাকে (খ) মাদাম কামাকে (গ) অ্যানি বেশান্তকে (ঘ) মাতঙ্গিনী হাজরাকে 16 / 25 16. কার সমাধির উপর পাণ্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত হয়েছে? (ক) সিকদার শাহ (খ) নসরৎ শাহ (গ) হােসেন শাহ (ঘ) গিয়াসউদ্দিন মামুদ শাহ 17 / 25 17.বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুণরাজ খাঁ উপাধি পান? (ক) বিজয় গুপ্ত (খ) বিপ্রদাস (গ) শ্রীকর নন্দী (ঘ) মালাধর বসু 18 / 25 18.শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা (ক) মালাধর বসু (খ) গােপীনাথ বসু (গ) মুকুন্দ দাস (ঘ) রূপ গােস্বামী 19 / 25 19.বাংলার আকবর’ বলে অভিহিত করা হয়— (ক) মুজাফফরশাহকে (খ) গিয়াসউদ্দিন মামুদ শাহকে (গ) নসরৎ শাহকে (ঘ) আলাউদ্দিন হােসেন শাহকে 20 / 25 20.বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন— (ক) জাফর খাঁ (খ) দ্বিতীয় মহম্মদ শাহ (গ) মহম্মদ শাহ (ঘ) মুজহিদ শাহ 21 / 25 21.বাহমনী বংশের শেষ সুলতান ছিলেন— (ক) নিজাম শাহ (খ) তৃতীয় মহম্মদ শাহ (গ) কলিমউল্লাহ শাহ (ঘ) মুজহিদ শাহ 22 / 25 22.‘অভিনব ভারত' প্রতিষ্ঠা করেন— (ক) দামােদর বিনায়ক সাভারকার খ) লালা লাজপৎ রায় (গ) বালগঙ্গাধর তিলক (ঘ) লালা হরদয়াল 23 / 25 23.জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়— (ক) ১৯০৫ খ্রিঃ ১৬ নভেম্বর (খ) ১৯০৫ খ্রিঃ ১৫ নভেম্বর (গ) ১৯০৫ খ্রিঃ ২০ নভেম্বর (ঘ) এগুলির কোনােটাই নয় 24 / 25 24.ভারতে প্রথম সংগ্রামী ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন- (ক) বিপিনচন্দ্র পাল (খ) শচীন্দ্রপ্রসাদ বসু (গ) আব্দুল রসুল (ঘ) পুলিনবিহারী দাস 25 / 25 25.১৯০৫ সাল পর্যন্ত কংগ্রেস নেতাদের বলা হত (ক) চরমপন্থী (খ) মধ্যপন্থী (গ) নরমপন্থী (ঘ) নবপন্থী The average score is 55% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Exit 5/5 Reserve Bank Of India all Governor name and period PDF Download Join our Facebook Join our Telegram Advertisements