History Online mock test | competitive examination May 27, 2022February 3, 2022 by admin Advertisements 85 History online mock test Sub History Time 12 min Language Bengali Question type MCQ ইতিহাস এর গুরুত্ব পূর্ন কিছু প্রশ্ন নিয়ে একটি অনলাইন mock test , ২৫ টি প্রশ্ন হয়েছে , যার জন্য সময় ১২ মিনিট 1 / 25 1. ক্যাবিনেট মিশনে নেতৃত্ব দান করেছিলেন কে ? A. স্যার.পি.লরেন্স B. ক্রিপস C. ক্লীম্যান অ্যাটলি D. এ.ভি.আলেকজান্ডার 2 / 25 2. কোন মারাঠা শাসক সরঞ্জামী ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? A. শাহু B. বালাজি বিশ্বনাথ C. শম্ভুজি D. শিবাজি 3 / 25 3. ফতেপুর সিক্রিতে ইবাদখানা কে নির্মাণ করেছিলেন? A. শাহজাহান B. বাবর C. হুমায়ুন D. আকবর 4 / 25 4. কোন বছরগুলিতে ভারতের জাতীয় কংগ্রেসের কোনাে সভা অনুষ্ঠিত হয়নি? A. 1930-1945 B. 1935-1936 C. 1941-1945 D. 1943-1947 5 / 25 5. হিন্দ স্বরাজ’ এর লেখক কে? A. গান্ধীজি B. বাল গঙ্গাধর তিলক C. গােপাল কৃষ্ণ গােখলে D. এম.জি.রানাডে 6 / 25 6. কোথায় শের শাহের স্মৃতিসৌধ অবস্থিত? A. সাসারাম B. দিল্লি C. সােনার গাঁও D. জাহাঙ্গির 7 / 25 7. কাকে মহাত্মা গান্ধী তার নিজের রাজনৈতিক গুরু’ বলে মনে করতেন? A. গােপালকৃষ্ণ গােখলে B. বাল গঙ্গাধর তিলক C. ফিরােজ শাহ মেহতা D. দাদাভাই নৌরজী 8 / 25 8. পূর্ণ স্বরাজ’র দাবি কে করেছিলেন? A. গান্ধীজি B. জওহরলাল নেহেরু C. রাজেন্দ্র প্রসাদ D. সুভাষচন্দ্র বােস 9 / 25 9. ভারতের জাতীয় কংগ্রেস কোন সভাতে চরমপন্থী ও নরমপন্থীতে বিভক্ত হয়ে গিয়েছিলেন। A. ক্যালকাটা B. সুরাট C. নাগপুর D. এলাহাবাদ 10 / 25 10. রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? A. স্বামী বিবেকানন্দ B. রামকৃষ্ণ C. রাজা রামমােহন রায় D. কেশবচন্দ্র সেন 11 / 25 11. উপজাতি মানুষদের বােঝাতে ‘আদিবাসী শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন? A. বি.আর.আম্বেদকর B. মহাত্মা গান্ধী C. জ্যোতিবা ফুলে D. থাক্কার বাপ্পা 12 / 25 12. 1946 সালে লর্ড ওয়েবেল কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ? A. সি. রাজাগােপালাচারী B. রাজেন্দ্র প্রসাদ C. গান্ধীজী D. জওহরলাল নেহেরু 13 / 25 13. বাহাদুর শাহ কে ছিলেন? A. লােদী বংশের শেষ শাসক B. শেরশাহের উত্তরাধিকারী C. শিবাদির উত্তরাধিকারী D. মােঘল বংশের সম্রাট 14 / 25 14. প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন? A. বিপিনচন্দ্র পাল B. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় C. দাদাভাই নৌরজি D. মহাত্মা গান্ধী 15 / 25 15. কোন উর্দু কবিকে দ্বিতীয় ও তৃতীয় গােল টেবিল বৈঠকে ডাকা হয়েছিল? A. মহম্মদ ইকবাল B. জোশ মালিহাবাদী C. ফিরাক গােরখপুরী D. ফৈজ আহম্মদ ফৈজ 16 / 25 16. দ্যা স্টোরি অফ দ্যা ইনটিগ্রেশন অফ দ্যা ইন্ডিয়ান স্টেটস’ বইটির রচয়িতা কে? A. সি. রাজাগােপালাচারী B. কৃষ্ণা মেনন C. ভি.পি.মেনন D. বি.এন.রাও 17 / 25 17. প্রথম মহিলা যিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন ও 1890 সালে ভারতীয় কংগ্রেসে যােগদান করেছিলেন? A. অ্যানি বেসান্ত B. বিজয় লক্ষ্মীপন্ডিত C. সরােজিনী নাইডু D. কাদম্বরি গাঙ্গুলি 18 / 25 18. সর্বভারতীয় হরিজন সঙঘ কে প্রতিষ্ঠা করেছিলেন 1932 সালে? A. মহাত্মা গান্ধী B. বি.আর.আম্বেদকর C. জগ্নজীবন রাম D. বিনবাভাবে 19 / 25 19. কোন আন্দোলনে নেতৃত্ব দানের জন্য বল্লভভাই প্যাটেল ‘সর্দার’ উপাধি প্রাপ্ত হয়েছিলেন? A. বারদৌলি সত্যাগ্রহ B. ভারত ছাড়াে আন্দোলন C. চম্পারন সত্যাগ্রহ D. খেদা সত্যাগ্রহ 20 / 25 20. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? A. অ্যানি বেসান্ত B. সরােজিনী নাইডু C. বিজয় লক্ষ্মীপন্ডিত D. এন, সেনগুপ্ত 21 / 25 21. আজমীরে কোন সুফি সাধকের দরগা অবস্থিত? A. খজা মইনুদ্দিন চিতি B. শেখ নিজামউদ্দিন আউলিয়া C. শেখ নাসিরউদ্দিন মামুদ D. জ্যা কুতুবউদ্দিন বকতিয়ার কাকি 22 / 25 22. গান্ধীজির নেতৃত্বে ‘ডান্ডি অভিযান আন্দোলন কবে শুরু হয়েছিল? A. 13 মার্চ 1930 B. 11 মার্চ 1930 C. 12 মার্চ 1930 D. 12 মার্চ 1931 23 / 25 23. কোন মােঘল সম্রাট জিজিয়ার পুনঃপ্রবর্তন করেছিলেন? A. আকবর B. ঔরঙ্গজেব C. জাহাঙ্গির D. শাহজাহান 24 / 25 24. ভারত ছাড়ো আন্দোলন কোন আন্দোলনের প্রতিক্রিয়া স্বরূপ ছিল ? A. ক্যাবিনেট মিশন নীতি B. ক্রিপসের মন্তব্য C. ওয়েবেল নীতি D. সাইমন কমিশন রিপাের্ট 25 / 25 25. বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত খ্রিস্টাব্দে ? A. 1911 খ্রিস্টাব্দে B. 1905 খ্রিস্টাব্দে C. 1909 খ্রিস্টাব্দে D. 1907 খ্রিস্টাব্দে Your score is The average score is 59% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz আরো কিছু ফ্রী মক টেস্ট History online mock test -1Science online mock test -1Science online mock test- 2 Join our Facebook Group Join our Telegram Group Advertisements