History MCQ question for Competitive Examination |WBCS |Mock test -3 June 30, 2022March 1, 2022 by admin Advertisements প্রিয় ছাত্র-ছাত্রীরা,বিগত বছর গুলোতে চাকরির পরীক্ষার পড়া ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই মক টেস্ট টি রয়েছে, এই মক টেস্ট টি দিতে নীচে দেওয়া স্টার্ট বোটম এ ক্লিক করো । 82 12345678910111213141516171819202122232425 History online mock test -3 Sub History Question type MCQ Quiz time 10 Min Language Bengali Total question 25 pcs চাকরির পরীক্ষায় যে সমস্ত ইতিহাসের প্রশ্ন আসে সেগুলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ অনলাইন মক টেস্ট 1 / 25 1.“গান্ধি বুড়ী’ নামে কে পরিচিত ছিলেন ? (ক) প্রীতিলতা ওয়াদেদ্দার (খ) সরােজিনী নাইডু (গ) মাতঙ্গিনী হাজরা (ঘ) ভগিনী নিবেদিতা 2 / 25 2. গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়— (ক) ১৯২৯ খ্রিস্টাব্দে (খ) ১৯৩২ খ্রিস্টাব্দে গে) ১৯৩১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে 3 / 25 3. কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষৌ চুক্তি স্বাক্ষরিত হয়। (ক) ১৯১৫ খ্রিস্টাব্দে (খ) ১৯১৯ খ্রিস্টাব্দে (গ) ১৯১৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে 4 / 25 4. মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে— (ক) ১৯৩৮ খ্রিঃ মার্চ মাসে (খ) ১৯৪০ খ্রিঃ মার্চ মাসে (গ) ১৯৩৯ খ্রিঃ জুন মাসে (ঘ) ১৯৪১ খ্রিঃ জানুয়ারি মাসে 5 / 25 5 দিল্লি চলাে’ ধ্বনি কে তুলেছিলেন? (ক) নেতাজি সুভাষচন্দ্র বসু (খ) মহাত্মা গান্ধি (গ) রাসবিহারী বসু (ঘ) জি. এস. ধীলন 6 / 25 6. নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠনের কথা ঘােষণা করেন— (ক) ১৯৪১ খ্রিঃ ২৬ জানুয়ারি (খ) ১৯৪৩ খ্রিঃ ২১ অক্টোবর (গ) ১৯৪২ খ্রিঃ ১৫ আগষ্ট (ঘ) ১৯৪৪ খ্রিঃ ১৬ মার্চ 7 / 25 7. কে আন্দামানের নাম দেন শহিদ দ্বীপ’ এবং নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ’? (ক) মহাত্মা গান্ধি (খ) নেতাজি সুভাষচন্দ্র বসু (গ) রাসবিহারী বসু (ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল 8 / 25 8.জিম ‘চৌদ্দ দফা দাবিপত্র পেশ করে— (ক) ১৯২১ খ্রিস্টাব্দে (খ) ১৯২৭ খ্রিস্টাব্দে (গ) ১৯২৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে 9 / 25 9. কবে মুসলিম লীগ মুক্তি দিবস’ বা ‘নিষ্কৃতি দিবস' পালন করে? (ক) ১৯৩৯ খ্রিঃ ২১ অক্টোবর (খ) ১৯৪০ খ্রিঃ ২১ অক্টোবর (গ) ১৯৩৯ খ্রিঃ ২২ ডিসেম্বর (ঘ) ১৯৪০ খ্রিঃ ২২ ডিসেম্বর 10 / 25 10. বাংলায় মুকুটহীন রাজা’ বলা হত (ক) অরবিন্দ ঘোেষকে (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে (গ) বিপিনচন্দ্র পালকে (ঘ) গােপালকৃষ্ণ গােখলেকে 11 / 25 11. পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন হয় কংগ্রেসের কোন্ অধিবেশনে? (ক) ১৯২৯, লাহোের অধিবেশনে (খ) ১৯২৭, মাদ্রাজ অধিবেশনে (গ) ১৯২৮, কলকাতা অধিবেশনে (ঘ) এগুলাের কোনােটাতেই নয় 12 / 25 12 আজাদ হিন্দ ফৌজ গঠন করেন— (ক) ক্যাপ্টেন মােহন সিং (খ) জি. এস. ধীলন (গ) রাজবিহারী বসু (ঘ) সুভাষচন্দ্র বসু 13 / 25 13.ক্যাপ্টেন লক্ষ্মীনাথন কোন বাহিনীর নেতৃত্ব দেন? (ক) ঝাসীর রানী ব্রিগেড (খ) গান্ধি ব্রিগেড (গ) আজাদ ব্রিগেড (ঘ) নেহরু ব্রিগেড 14 / 25 14. ভারতে নৌ-বিদ্রোহ ঘটে (ক) ১৯৪১ খ্রিঃ জানুয়ারি মাসে (খ) ১৯৪৫ খ্রিঃ জুলাই মাসে (গ) ১৯৪২ খ্রিঃ আগষ্ট মাসে (ঘ)১৯৪৬ খ্রি ফেব্রুয়ারী মাসে 15 / 25 15. ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? (ঘ) ১৯৪৬ খ্রিঃ ফেব্রুয়ারি মাসে (ক) ১৯৪৮, ২৬ জুন। (খ) ১৯৪৭, ১২ আগষ্ট (গ) ১৯৪৭, ২২ জুলাই। 16 / 25 16. ভারতের জন্য প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা তৈরি করেছিলেন (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) ভিকাজী রুস্তম কামা (গ) গান্ধিজি (ঘ) অ্যানি বেশান্ত 17 / 25 17. প্রকৃত জাতীয় পতাকার তিনটি রং গৃহীত হয়— (ক) ১৯৩০ খ্রিস্টাব্দে (খ) ১৯৪২ খ্রিস্টাব্দে (গ) ১৯৩১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে 18 / 25 18. স্বাধীন ভারতের প্রথম গভর্ণর জেনারেল ছিলেন— (ক) ড. রাজেন্দ্রপ্রসাদ (খ) লর্ড মাউন্ট ব্যাটেন (গ) চক্রবর্তী রাজা গােপালাচারী (ঘ) সর্বপল্লি রাধাকৃষ্ণণ 19 / 25 19. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্ণর জেনারেল ছিলেন- (ক) ড. রাজেন্দ্রপ্রসাদ (খ) জওহরলাল নেহরু (গ) চক্রবর্তী রাজা গােপালাচারী (ঘ) সর্বপল্লি রাধাকৃষ্ণ 20 / 25 20. নৌসেনা বিদ্রোহ কোথায় প্রথম ঘটেছিল? (ক) তলােয়ার নামে জাহাজে (খ) মাদ্রাজে (গ) কলকাতায়। (ঘ) বিশাখাপত্তনমে 21 / 25 21. মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কত সালে ঘােষিত হয়? (ক) ১৯৪৭ সালে এপ্রিল মাসে (খ) ১৯৪৭ সালের জুন মাসে (গ) ১৯৪৭ সালে মার্চ মাসে (ঘ) ১৯৪৭ সালে জানুয়ারি মাসে 22 / 25 22. ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? (ক) ১৯৪১ খ্রিস্টাব্দে (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে (গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে 23 / 25 23. ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক কবে ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয়? (ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে 24 / 25 24 কার রাজত্বকালে ফা-হিয়েন ভারতে আসেন? (খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (ক) চন্দ্রগুপ্ত মৌর্য (গ) বিন্দুসার (ঘ) বিম্বিসার 25 / 25 25. মহাকবি কালিদাস কোন্ সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন? (ক) প্রথম চন্দ্রগুপ্ত (খ) কনিষ্ক (গ) সমুদ্রগুপ্ত (ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত The average score is 61% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Exit Next আগের মক টেস্ট – Click here Join our Facebook Join our Telegram Advertisements