GK question and answer for competitive examination :
প্রিয় ছাত্র ছাত্রীরা,
এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “GK question and answer for competitive examination “ মোট 25 টি প্রশ্ন রয়েছে । তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ এখুনি যুক্ত হও ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে ।
1. জমি পরিমাপ করার জন্য কোন সর্বজনীন মাধ্যম শিবাজি গ্রহণ করেছিলেন? :(d) কাঠি
(a) সিকান্দার-ই-গজ
(b) তানাব
(c) জারিব
(d) কাঠি
উত্তর দেখুন
2. নীচের কোন শাসক শুঙ্গ বংশের শাসক নন? : বাসুদেব
(a) ভাগবত
(b) বাসুদেব
(c) দেবভূতি
(d) অগ্নিমিত্র
উত্তর দেখুন
3. পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম? :উত্তর দিনাজপুর
(a) পূর্ব মেদিনীপুর
(b) কোচবিহার
(c) উত্তর দিনাজপুর
(d)মালদা
উত্তর দেখুন
4. কার সময়ে প্রথম মুসলিমরা বাইরে থেকে এসে দাক্ষিণাত্যে
আক্রমণ চালিয়েছিল? :জালালউদ্দিন খলজি
(a) বলবন
(b) রাজিয়া
(c) জালালউদ্দিন খলজি
(d) ফিরোজ তুঘলক
উত্তর দেখুন
5. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? :বেঙ্গালুরু
(a) ত্রিবান্দ্রম
(b) বেঙ্গালুরু
(c) থুম্বা
(d) শ্রীহরিকোটা
উত্তর দেখুন
6. কোন চ্যানেল মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে? :৪° চ্যানেল
(a) 9° চ্যানেল
(b) 10° চ্যানেল
(c) ৪° চ্যানেল
(d) গ্র্যান্ড চ্যানেল
উত্তর দেখুন
7. ভারতে অবশিষ্ট ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? কেন্দ্রীয় সরকার
(a) কেন্দ্রীয় সরকার
(b) রাজ্য সরকার
(c) a এবং b উভয়েই
(d)স্থানীয় প্রশাসন
উত্তর দেখুন
৪. সেরেব্রাল ম্যালেরিয়া কী থেকে হয়? প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
(a) প্লাসমোডিয়াম ভাইভাক্স
(b) প্লাসমোডিয়াম ম্যালেরিয়া
(c)প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
(d) কোনওটিই নয়
উত্তর দেখুন
9. সরকারিয়া কমিশন কীসের সঙ্গে সংযুক্ত? :কেন্দ্র রাজ্য সম্পর্ক
(a) প্রশাসনিক সংস্কার
(b) নির্বাচনী সংস্কার
(c) অর্থনৈতিকসংস্কার
(d) কেন্দ্র রাজ্য সম্পর্ক
উত্তর দেখুন
10. কোন ভারতীয় নদীর ওপর ধুঁয়াধার জলপ্রপাত অবস্থিত? নর্মদা
(a) নর্মদা
(b) তাপ্তি
(c) সবরমতী
(d) মাহি
উত্তর দেখুন
11. বাঁকুড়ার বিকনা গ্রাম কোন হস্তশিল্পের জন্য বিখ্যাত? ডোকরা শিল্প
(a) টেরাকোটা
(b) ডোকরা শিল্প
(c) রেশম শিল্প
(d) মৃৎ শিল্প
উত্তর দেখুন
12. মহাকালী নদীর জল নিয়ে 1996 সালে ভারত কোন দেশের
সঙ্গে চুক্তিবদ্ধ হয়? নেপাল
(a) ভুটান
(b) নেপাল
(c) বাংলাদেশ
(d) সিকিম
উত্তর দেখুন
13. কলকাতার সর্বাপেক্ষা প্রাচীন গির্জা কোনটি? সেন্টআর্মেনিয়াম চার্চ
(a) সেন্ট পলস চার্চ
(b) সেন্ট ক্যাথেড্রাল চার্চ
(c) সেন্টআর্মেনিয়াম চার্চ
(d) কোনওটিই নয়
উত্তর দেখুন
14. পাকিস্তান ধারণার আধ্যাত্মিক জনক কাকে বলা হয়? মহম্মদ ইকবাল
(a) স্যার সৈয়দ আহমেদ খান
(b) মহম্মদ আলি জিন্না
(c) চৌধুরি রহমত আলি
(d) মহম্মদ ইকবাল
উত্তর দেখুন
15. লিথার্জ-এর রাসায়নিক নাম কী? লেড মনোক্সাইড
(a) লেড সালফাইড
(b) লেড ক্লোরাইড
(c) লেড মনোক্সাইড
(d) লেড সালফেট
উত্তর দেখুন
16. ক্যামেরার লেন্সের পিছনে পর্দায় আস্তরণ দেওয়া হয় কী দিয়ে? সিজিয়াম
(a) হিলিয়াম
(b) সিজিয়াম
(c) লিথিয়াম
(d) ক্যাডমিয়াম
উত্তর দেখুন
17. কোন ধাতুর আকরিক অ্যাজুরাইট? কপার
(a) কপার
(b) জিঙ্ক
(c) টিন
(d) ম্যাগনেশিয়াম
উত্তর দেখুন
18. ভারতে VAT নামক কর ব্যবস্থার জনক কাকে বলা হয়? অমরেশ বাগচি
(a) সি রঙ্গরাজন
(b) মনমোহন সিং
(c) অমরেশ বাগচি
(d)ওয়াই ভি রেড্ডি
উত্তর দেখুন
19. লন্ডন শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচকটি হল: FTSE
(a) FTSE
(b) SENSEX
(c) NIFTY
(d) BULLISH
উত্তর দেখুন
20. কোষীয় শ্বসনের জন্য স্থায়ী কোষ অঙ্গাণু কোনটি? মাইটোকনড্রিয়া
(a) রাইবোজোম
(b) গলগি বডি
(c) লাইসোজোম
(d)মাইটোকনড্রিয়া
উত্তর দেখুন
21. নীচের কোন প্রাণী ডিম পাড়ে? একিড্না
(a) একিড্না
(b) হাইড্রা
(c) মিক্সোজোয়া
(d) পেরিপেটাস
উত্তর দেখুন
22. জ্বালামুখী মেলা কোন রাজ্যের উৎসব? হিমাচল প্রদেশ
(a) হরিয়ানা
(b) পাঞ্জাব
(c) হিমাচল প্রদেশ
(d) মধ্যপ্রদেশ
উত্তর দেখুন
23. গৌতম ঘোষ পরিচালিত কালবেলা চলচ্চিত্রটির কাহিনীকার কে? সমরেশ মজুমদার
(a) সমরেশ ঘোষ
(b) সমরেশ মজুমদার
(c) প্রফুল্লরায়
(d)সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর দেখুন
24. কলকাতার প্রথম সিনেমা হাউস এলফিন স্টোন পিকচার প্যালেস-এর বর্তমান নাম কী? চ্যাপলিন
(a) প্যারাডাইস
(b) নিউ এম্পায়ার
(c) চ্যাপলিন
(d) প্রাচী
উত্তর দেখুন
25. নির্বাচন কমিশন নীচের কোন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে না? রাজ্যের পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন
(a) রাষ্ট্রপতি
(b) উপরাষ্ট্রপতি
(c) বিধানসভা
(d) রাজ্যের পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন
উত্তর দেখুন