GK questions and answer for competitive examination

GK question and answer for competitive examination :

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে GK question and answer for competitive examination   মোট 25 টি প্রশ্ন রয়েছে । তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ  এখুনি যুক্ত হও । 

যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে । 

1. জমি পরিমাপ করার জন্য কোন সর্বজনীন মাধ্যম শিবাজি গ্রহণ করেছিলেন?
(a) সিকান্দার-ই-গজ
(b) তানাব
(c) জারিব
(d) কাঠি

উত্তর দেখুন

:(d) কাঠি


2. নীচের কোন শাসক শুঙ্গ বংশের শাসক নন?
(a) ভাগবত
(b) বাসুদেব
(c) দেবভূতি
(d) অগ্নিমিত্র

উত্তর দেখুন

: বাসুদেব


3. পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম?
(a) পূর্ব মেদিনীপুর
(b) কোচবিহার
(c) উত্তর দিনাজপুর
(d)মালদা

উত্তর দেখুন

:উত্তর দিনাজপুর


4. কার সময়ে প্রথম মুসলিমরা বাইরে থেকে এসে দাক্ষিণাত্যে আক্রমণ চালিয়েছিল?
(a) বলবন
(b) রাজিয়া
(c) জালালউদ্দিন খলজি
(d) ফিরোজ তুঘলক

উত্তর দেখুন

:জালালউদ্দিন খলজি


5. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত?
(a) ত্রিবান্দ্রম
(b) বেঙ্গালুরু
(c) থুম্বা
(d) শ্রীহরিকোটা

উত্তর দেখুন

:বেঙ্গালুরু


6. কোন চ্যানেল মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে?
(a) 9° চ্যানেল
(b) 10° চ্যানেল
(c) ৪° চ্যানেল
(d) গ্র্যান্ড চ্যানেল

উত্তর দেখুন

:৪° চ্যানেল


7. ভারতে অবশিষ্ট ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে?
(a) কেন্দ্রীয় সরকার
(b) রাজ্য সরকার
(c) a এবং b উভয়েই
(d)স্থানীয় প্রশাসন

উত্তর দেখুন

কেন্দ্রীয় সরকার


৪. সেরেব্রাল ম্যালেরিয়া কী থেকে হয়?
(a) প্লাসমোডিয়াম ভাইভাক্স
(b) প্লাসমোডিয়াম ম্যালেরিয়া
(c)প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
(d) কোনওটিই নয়

উত্তর দেখুন

প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম


9. সরকারিয়া কমিশন কীসের সঙ্গে সংযুক্ত?
(a) প্রশাসনিক সংস্কার
(b) নির্বাচনী সংস্কার
(c) অর্থনৈতিকসংস্কার
(d) কেন্দ্র রাজ্য সম্পর্ক

উত্তর দেখুন

:কেন্দ্র রাজ্য সম্পর্ক


10. কোন ভারতীয় নদীর ওপর ধুঁয়াধার জলপ্রপাত অবস্থিত?
(a) নর্মদা
(b) তাপ্তি
(c) সবরমতী
(d) মাহি

উত্তর দেখুন

নর্মদা


11. বাঁকুড়ার বিকনা গ্রাম কোন হস্তশিল্পের জন্য বিখ্যাত?
(a) টেরাকোটা
(b) ডোকরা শিল্প
(c) রেশম শিল্প
(d) মৃৎ শিল্প

উত্তর দেখুন

ডোকরা শিল্প


12. মহাকালী নদীর জল নিয়ে 1996 সালে ভারত কোন দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়?
(a) ভুটান
(b) নেপাল
(c) বাংলাদেশ
(d) সিকিম

উত্তর দেখুন

নেপাল


13. কলকাতার সর্বাপেক্ষা প্রাচীন গির্জা কোনটি?
(a) সেন্ট পলস চার্চ
(b) সেন্ট ক্যাথেড্রাল চার্চ
(c) সেন্টআর্মেনিয়াম চার্চ
(d) কোনওটিই নয়

উত্তর দেখুন

সেন্টআর্মেনিয়াম চার্চ


14. পাকিস্তান ধারণার আধ্যাত্মিক জনক কাকে বলা হয়?
(a) স্যার সৈয়দ আহমেদ খান
(b) মহম্মদ আলি জিন্না
(c) চৌধুরি রহমত আলি
(d) মহম্মদ ইকবাল

উত্তর দেখুন

মহম্মদ ইকবাল


15. লিথার্জ-এর রাসায়নিক নাম কী?
(a) লেড সালফাইড
(b) লেড ক্লোরাইড
(c) লেড মনোক্সাইড
(d) লেড সালফেট

উত্তর দেখুন

লেড মনোক্সাইড


16. ক্যামেরার লেন্সের পিছনে পর্দায় আস্তরণ দেওয়া হয় কী দিয়ে?
(a) হিলিয়াম
(b) সিজিয়াম
(c) লিথিয়াম
(d) ক্যাডমিয়াম

উত্তর দেখুন

সিজিয়াম


17. কোন ধাতুর আকরিক অ্যাজুরাইট?
(a) কপার
(b) জিঙ্ক
(c) টিন
(d) ম্যাগনেশিয়াম

উত্তর দেখুন

কপার


18. ভারতে VAT নামক কর ব্যবস্থার জনক কাকে বলা হয়?
(a) সি রঙ্গরাজন
(b) মনমোহন সিং
(c) অমরেশ বাগচি
(d)ওয়াই ভি রেড্ডি

উত্তর দেখুন

অমরেশ বাগচি


19. লন্ডন শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচকটি হল:
(a) FTSE
(b) SENSEX
(c) NIFTY
(d) BULLISH

উত্তর দেখুন

FTSE


20. কোষীয় শ্বসনের জন্য স্থায়ী কোষ অঙ্গাণু কোনটি?
(a) রাইবোজোম
(b) গলগি বডি
(c) লাইসোজোম
(d)মাইটোকনড্রিয়া

উত্তর দেখুন

মাইটোকনড্রিয়া


21. নীচের কোন প্রাণী ডিম পাড়ে?
(a) একিড্‌না
(b) হাইড্রা
(c) মিক্সোজোয়া
(d) পেরিপেটাস

উত্তর দেখুন

একিড্‌না


22. জ্বালামুখী মেলা কোন রাজ্যের উৎসব?
(a) হরিয়ানা
(b) পাঞ্জাব
(c) হিমাচল প্রদেশ
(d) মধ্যপ্রদেশ

উত্তর দেখুন

হিমাচল প্রদেশ


23. গৌতম ঘোষ পরিচালিত কালবেলা চলচ্চিত্রটির কাহিনীকার কে?
(a) সমরেশ ঘোষ
(b) সমরেশ মজুমদার
(c) প্রফুল্লরায়
(d)সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তর দেখুন

সমরেশ মজুমদার


24. কলকাতার প্রথম সিনেমা হাউস এলফিন স্টোন পিকচার প্যালেস-এর বর্তমান নাম কী?
(a) প্যারাডাইস
(b) নিউ এম্পায়ার
(c) চ্যাপলিন
(d) প্রাচী

উত্তর দেখুন

চ্যাপলিন


25. নির্বাচন কমিশন নীচের কোন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে না?
(a) রাষ্ট্রপতি
(b) উপরাষ্ট্রপতি
(c) বিধানসভা
(d) রাজ্যের পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন

উত্তর দেখুন

রাজ্যের পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন


PDF Download করতে নিচে দেওয়া ডাউনলোড বোটম এ ক্লিক করো । 

পূর্বের মক টেস্ট –

GK  online mock test -24
GK  online mock test -23
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন

Leave a Comment