GK Mock test for competitive examination free

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Online Gk test for competitive examination মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ  এখুনি যুক্ত হও । 

Note:মক টেস্ট টির শেষে তোমরা নিজেদের নাম দিয়ে submit করলে Score জানতে পারবে ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে । 

26

General Studies

Online General Studies Question mock test



মোট প্রশ্ন  - 25 টি
বিষয়
: General Studies 
সময় : 15 মিনিট

1 / 25

1. নীচের কোনটি অক্সিঅ্যাসিড ?

2 / 25

2. বর্ষাকালে লবণ গলে যায় কারণ—

3 / 25

3. নীচের কোনটি আম্লিক লবণ?

4 / 25

4. নীচের কোনটি প্রকৃত দ্রবণ?

5 / 25

5. শ্রবণ তীক্ষ্ণতা কিসের দ্বারা পরিমাপ করা হয়?

6 / 25

6. KHCO3 নীচের কোন ধরনের লবণ ?

7 / 25

7. নীচের কোন গ্যাসটি দ্রুত জলে দ্রবীভূত হয়ে যায় ?

8 / 25

8. সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়?

9 / 25

9. রক্ত কোন ধরনের মিশ্রণ?

10 / 25

10. সোডা ওয়ার্টারের বোতলের ছিপি খুললে কোন গ্যাসবেরিয়ে আসে?

11 / 25

11. তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?

12 / 25

12. কাঁসা-র উপাদান হল-

13 / 25

13. অ্যালাম কী?

14 / 25

14. কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী ?

15 / 25

15. নীচের কোনটি কলয়ডিয় দ্রবণ ?

16 / 25

16. 60°C তাপমাত্রা নীচের কোনটির সমতুল্য?

17 / 25

17. একটি বল মাটিতে পড়ে লাফিয়ে ওঠে- নীচের কোন নীতিটিকে অনুসরণ করে?

18 / 25

18. মানুষের হাত কোন শ্রেণির লিভারের উদাহরণ?

19 / 25

19. নীচের কোন রাসায়নিক পদার্থে নাইট্রোজেনের পরিমাণ সর্বাপেক্ষা বেশি?

20 / 25

20. অ্যালকোহলে কোন মৌলগুলি থাকে?

21 / 25

21. নীচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়?

22 / 25

22. সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয়?

23 / 25

23. তাপপ্রয়োগ করে কোন রাসায়নিক পদার্থ মিশিয়ে রাবারকে শক্ত বা ভালকানাইজড্ করা হয়?

24 / 25

24. ঘরের বাতাসে নিম্নের কোন্‌টির উপস্থিতির জন্য পুরানো তৈলচিত্র কালচে হয়ে যায়?

25 / 25

25. কোন মৌলটিকে 'Quick Silver' বলা হয়?

প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন

Leave a Comment