Geography question and answer free

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে ” Geography question and answer” মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf  প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে আমাদের টেলিগ্রাম এ সবাই  এ যুক্ত হও । 

  • মক টেস্ট Complete হলে তোমরা তমাদের নাম দিয়ে Submit করলে নিজেদের নম্বর জানতে পারবে । 
  • মক টেস্ট এ যদি কোন প্রশ্ন ও উত্তর ভুল বলে মনে হয় , আমাদের পেজ এর নিচে কমেন্ট সেকসেন এ কমেন্ট করে জানাবে । 
52

ভূগোল

Online geography question mock test for competitive examination



মোট প্রশ্ন  - 25 টি
বিষয়
: ভূগোল
সময় : 15 মিনিট

1 / 25

1. মেঘালয় রাজ্যটির নামকরণ কে করেন?

2 / 25

2. সুবনসিড়ি নদী প্রকল্প কোন রাজ্যে রয়েছে?

3 / 25

3. · কোন রাজ্যের রাজ্য ফুল 'Red Vanda'?

4 / 25

4. পাটকইবুম পর্বতশ্রেণিটি কোন রাজ্যে অবস্থিত?

5 / 25

5. ভারতের উত্তরতম স্থানের নাম কী?

6 / 25

6. ভারতের মানচিত্র কোন অভিক্ষেপের সাহায্যে অঙ্কন করা যায়?

7 / 25

7. কোন নদী তার গতিপদে দুবার কর্কটক্রান্তি রেখা অতিক্রম

8 / 25

8. কোনো দেশের উপকূল রেখা থেকে জল উচ্চতার দিকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত উপলব্ধ সকল সামুদ্রিক সম্পদের মালিকানা সেই নির্দিষ্ট দেশটির। সেই নির্দিষ্ট দূরত্বটি কত?

9 / 25

9. কত সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়?

10 / 25

10. নীচের কোন অঞ্চলের সাক্ষরতার হার সর্বাধিক?

11 / 25

11. তিরুপতি বালাজী মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত?

12 / 25

12. কাভারাত্তী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী?

13 / 25

13. ভারতের মোট আয়তন হল----------- প্রায়লক্ষ বর্গ কিমি

14 / 25

14. কোন কল্পিত রেখাটি ভারতের ভূখণ্ডকে প্রায় সমান দুটি ভাগে বিভক্ত করেছে?

15 / 25

15. গোয়া কত সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে মর্যাদা লাভ করে?

16 / 25

16. ভারতের পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ প্রান্তের দৈর্ঘ্যের পার্থক্য কত?

17 / 25

17. সার ক্রীক লাইন সংক্রান্ত বিবাদ কোন দুইটি দেশের মধ্যে হয়?

18 / 25

18. 10° চ্যানেল কোথায় অবস্থিত?

19 / 25

19. কত সালে সিকিম ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা পায়?

20 / 25

20. দ্রাঘিমা অনুসারে ভারতের পূর্বপ্রান্তের রাজ্য কোনটি?

21 / 25

21. ভারতের পূর্বপ্রান্ত ও পশ্চিমপ্রান্তের সময়ের পার্থক্য কত ঘণ্টা?

22 / 25

22. পুদুচেরি কোন দেশের অধীনস্থ ছিল?

23 / 25

23. ভারতের স্থলসীমানার দৈর্ঘ্য কত কিমি?

24 / 25

24. ভারতের দক্ষিণতম স্থান কোনটি?

25 / 25

25. SAARC-র নবীনতম সদস্য দেশ কোনটি?

 SAARC-র নবীনতম সদস্য দেশ কোনটি?a) পাকিস্তান b) আফগানিস্তান c) নেপাল d) চিন
 ভারতের দক্ষিণতম স্থান কোনটি?a) লাক্ষাদ্বীপb) ইন্দিরা পয়েন্টc) কন্যাকুমারীd) ইন্দিরা কল
 ভারতের স্থলসীমানার দৈর্ঘ্য কত কিমি?a) 15,000 কিমিb) 15,200 কিমিc) 15,500 কিমিd) 15,800 কিমি
পুদুচেরি কোন দেশের অধীনস্থ ছিল?a) ইংল্যান্ড b) পর্তুগাল c) ফ্রান্সd) হল্যান্ড
 ভারতের পূর্বপ্রান্ত ও পশ্চিমপ্রান্তের সময়ের পার্থক্য কত ঘণ্টা?a) 1 ঘণ্টা 56 মি.b) 1 ঘণ্টা 57 মি.c) 1 ঘণ্টা 58 মি.d) 2 ঘণ্টা
 দ্রাঘিমা অনুসারে ভারতের পূর্বপ্রান্তের রাজ্য কোনটি?a) মিজোরামb) মেঘালয়c) অরুণাচল প্রদেশd) নাগাল্যান্ড
কত সালে সিকিম ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা পায়?a) 1970 b) 1972 c) 1975 d) 1978
10° চ্যানেল কোথায় অবস্থিত?a) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝেb) লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝেc) লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপের মাঝেd) ভারত ও শ্রীলঙ্কার মাঝে
সার ক্রীক লাইন সংক্রান্ত বিবাদ কোন দুইটি দেশের মধ্যে হয়?a) ভারত ও চিনb) ভারত ও পাকিস্তানc) ভারত ও বাংলাদেশd) ভারত ও শ্রীলঙ্কা
 ভারতের পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ প্রান্তের দৈর্ঘ্যের পার্থক্য কত?a) 200 কিমিb) 250 কিমিc) 300 কিমিd) 400 কিমি
গোয়া কত সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে মর্যাদা লাভ করে?a) 1985b) 1986 c) 1987 d) 1988
 কোন কল্পিত রেখাটি ভারতের ভূখণ্ডকে প্রায় সমান দুটি ভাগে বিভক্ত করেছে?a) বিষুবরেখাb) মকরক্রান্তিরেখাc) কর্কটক্রান্তি রেখাd) এর কোনোটি নয়
 ভারতের মোট আয়তন হল———–  প্রায়লক্ষ বর্গ কিমি a) 28b) 31c) 33d) 35
 কাভারাত্তী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী?a) আন্দামান’b) লাক্ষাদ্বীপc) দাদরা ও নগর হাভেলি d) দমন ও দিউ
 তিরুপতি বালাজী মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত?a) তামিলনাড়ুb) অন্ধ্রপ্রদেশc) কর্ণাটকd) তেলেঙ্গানা
 নীচের কোন অঞ্চলের সাক্ষরতার হার সর্বাধিক?a) আন্দামান ও নিকোবর b) লাক্ষাদ্বীপ c) দিল্লিd) পুদুচেরি
 কত সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়?a) 1963b) 1969c) 1972 d) 1975 
 কোনো দেশের উপকূল রেখা থেকে জল উচ্চতার দিকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত উপলব্ধ সকল সামুদ্রিক সম্পদের মালিকানা সেই নির্দিষ্ট দেশটির। সেই নির্দিষ্ট দূরত্বটি কত?a) 12 nautical mileb) 100 nautical milec) 200 nautical mile d) 212 nautical mile
 কোন নদী তার গতিপদে দুবার কর্কটক্রান্তি রেখা অতিক্রমa) নর্মদাb) চম্বল c) রানসd) মাহি
 ভারতের মানচিত্র কোন অভিক্ষেপের সাহায্যে অঙ্কন করা যায়? a) পোলার জেনিথাল অভিক্ষেপ b) কণিক্যাল অভিক্ষেপ c) বোনস অভিক্ষেপ d) কোনোটিই নয়
 ভারতের উত্তরতম স্থানের নাম কী?a) ইন্দিরা পয়েন্টb) গুয়ারমোতাc) ইন্দিরা কলd) জওহর পয়েন্ট
 পাটকইবুম পর্বতশ্রেণিটি কোন রাজ্যে অবস্থিত?a) আসামb) অরুণাচল প্রদেশc) মিজোরামd) মণিপুর 
 · কোন রাজ্যের রাজ্য ফুল ‘Red Vanda’?a) অরুণাচল প্রদেশb) মেঘালয়c) মিজোরামd) মণিপুর
 সুবনসিড়ি নদী প্রকল্প কোন রাজ্যে রয়েছে?a) আসামb) মেঘালয়c) অরুণাচল প্রদেশd) ত্রিপুরা
 মেঘালয় রাজ্যটির নামকরণ কে করেন?a) RL Singhb) DN Wadiac) SP Chatterjee d) Savindra Singh

পূর্বের মক টেস্ট –

ভূগোল মক টেস্ট ১৯

ভূগোল মক টেস্ট ১৮

Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now