Advertisements
প্রিয় ছাত্র ছাত্রীরা,
এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে ” Geography question and answer” মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে আমাদের টেলিগ্রাম এ সবাই এ যুক্ত হও ।
- মক টেস্ট Complete হলে তোমরা তমাদের নাম দিয়ে Submit করলে নিজেদের নম্বর জানতে পারবে ।
- মক টেস্ট এ যদি কোন প্রশ্ন ও উত্তর ভুল বলে মনে হয় , আমাদের পেজ এর নিচে কমেন্ট সেকসেন এ কমেন্ট করে জানাবে ।
SAARC-র নবীনতম সদস্য দেশ কোনটি? | a) পাকিস্তান | b) আফগানিস্তান | c) নেপাল | d) চিন |
ভারতের দক্ষিণতম স্থান কোনটি? | a) লাক্ষাদ্বীপ | b) ইন্দিরা পয়েন্ট | c) কন্যাকুমারী | d) ইন্দিরা কল |
ভারতের স্থলসীমানার দৈর্ঘ্য কত কিমি? | a) 15,000 কিমি | b) 15,200 কিমি | c) 15,500 কিমি | d) 15,800 কিমি |
পুদুচেরি কোন দেশের অধীনস্থ ছিল? | a) ইংল্যান্ড | b) পর্তুগাল | c) ফ্রান্স | d) হল্যান্ড |
ভারতের পূর্বপ্রান্ত ও পশ্চিমপ্রান্তের সময়ের পার্থক্য কত ঘণ্টা? | a) 1 ঘণ্টা 56 মি. | b) 1 ঘণ্টা 57 মি. | c) 1 ঘণ্টা 58 মি. | d) 2 ঘণ্টা |
দ্রাঘিমা অনুসারে ভারতের পূর্বপ্রান্তের রাজ্য কোনটি? | a) মিজোরাম | b) মেঘালয় | c) অরুণাচল প্রদেশ | d) নাগাল্যান্ড |
কত সালে সিকিম ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা পায়? | a) 1970 | b) 1972 | c) 1975 | d) 1978 |
10° চ্যানেল কোথায় অবস্থিত? | a) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে | b) লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে | c) লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপের মাঝে | d) ভারত ও শ্রীলঙ্কার মাঝে |
সার ক্রীক লাইন সংক্রান্ত বিবাদ কোন দুইটি দেশের মধ্যে হয়? | a) ভারত ও চিন | b) ভারত ও পাকিস্তান | c) ভারত ও বাংলাদেশ | d) ভারত ও শ্রীলঙ্কা |
ভারতের পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ প্রান্তের দৈর্ঘ্যের পার্থক্য কত? | a) 200 কিমি | b) 250 কিমি | c) 300 কিমি | d) 400 কিমি |
গোয়া কত সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে মর্যাদা লাভ করে? | a) 1985 | b) 1986 | c) 1987 | d) 1988 |
কোন কল্পিত রেখাটি ভারতের ভূখণ্ডকে প্রায় সমান দুটি ভাগে বিভক্ত করেছে? | a) বিষুবরেখা | b) মকরক্রান্তিরেখা | c) কর্কটক্রান্তি রেখা | d) এর কোনোটি নয় |
ভারতের মোট আয়তন হল———– প্রায়লক্ষ বর্গ কিমি | a) 28 | b) 31 | c) 33 | d) 35 |
কাভারাত্তী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী? | a) আন্দামান’ | b) লাক্ষাদ্বীপ | c) দাদরা ও নগর হাভেলি | d) দমন ও দিউ |
তিরুপতি বালাজী মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? | a) তামিলনাড়ু | b) অন্ধ্রপ্রদেশ | c) কর্ণাটক | d) তেলেঙ্গানা |
নীচের কোন অঞ্চলের সাক্ষরতার হার সর্বাধিক? | a) আন্দামান ও নিকোবর | b) লাক্ষাদ্বীপ | c) দিল্লি | d) পুদুচেরি |
কত সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়? | a) 1963 | b) 1969 | c) 1972 | d) 1975 |
কোনো দেশের উপকূল রেখা থেকে জল উচ্চতার দিকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত উপলব্ধ সকল সামুদ্রিক সম্পদের মালিকানা সেই নির্দিষ্ট দেশটির। সেই নির্দিষ্ট দূরত্বটি কত? | a) 12 nautical mile | b) 100 nautical mile | c) 200 nautical mile | d) 212 nautical mile |
কোন নদী তার গতিপদে দুবার কর্কটক্রান্তি রেখা অতিক্রম | a) নর্মদা | b) চম্বল | c) রানস | d) মাহি |
ভারতের মানচিত্র কোন অভিক্ষেপের সাহায্যে অঙ্কন করা যায়? | a) পোলার জেনিথাল অভিক্ষেপ | b) কণিক্যাল অভিক্ষেপ | c) বোনস অভিক্ষেপ | d) কোনোটিই নয় |
ভারতের উত্তরতম স্থানের নাম কী? | a) ইন্দিরা পয়েন্ট | b) গুয়ারমোতা | c) ইন্দিরা কল | d) জওহর পয়েন্ট |
পাটকইবুম পর্বতশ্রেণিটি কোন রাজ্যে অবস্থিত? | a) আসাম | b) অরুণাচল প্রদেশ | c) মিজোরাম | d) মণিপুর |
· কোন রাজ্যের রাজ্য ফুল ‘Red Vanda’? | a) অরুণাচল প্রদেশ | b) মেঘালয় | c) মিজোরাম | d) মণিপুর |
সুবনসিড়ি নদী প্রকল্প কোন রাজ্যে রয়েছে? | a) আসাম | b) মেঘালয় | c) অরুণাচল প্রদেশ | d) ত্রিপুরা |
মেঘালয় রাজ্যটির নামকরণ কে করেন? | a) RL Singh | b) DN Wadia | c) SP Chatterjee | d) Savindra Singh |
Advertisements