Current Affairs 18th February 2022

Advertisements
1. ভারতের নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন—
A. প্রবীন রাওয়াত
B. অজিত মিশ্র
C. বিক্রম মিশ্রী
D. সন্তোষ যাদব

C. বিক্রম মিশ্রী


2. বিশ্বের প্রথম ‘ডুয়াল মােড ভেহিকেল’ (DMV) চালু করলাে-
A. রাশিয়া
B. জাপান
C. চীন
D. ইতালি

B. জাপান


3. শ্যামাপ্রসাদ মুখার্জী রুরবান (Rurban) মিশনে শীর্ষস্থানে রয়েছে—
A. কর্ণাটক
B. হরিয়ানা
C. তেলেঙ্গানা
D. গুজরাট

C. তেলেঙ্গানা


4. সম্প্রতি 90 বছর বয়সে প্রয়াত হলেন নােবেল শান্তি পুরস্কার প্রাপক দেসমন্ড টুটু, তিনি কোন দেশের নাগরিক?
A. ইরান
B. রাশিয়া
C. সুইডেন
D. দক্ষিণ আফ্রিকা

D. দক্ষিণ আফ্রিকা


5. বাংলা ভাষায় ‘মীরজাফর ও অন্যান্য নাটকের' জন্য 2021 সালের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন-
A. ব্রাত্য বসু
B. অমিতাভ ঘােষ
C. জয়প্রকাশ মুখার্জী
D. নমিতা সেন

A. ব্রাত্য বসু


6. নিম্নলিখিত কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হলেন পঙ্কজ শর্মা?
A. নরওয়ে
B. মেক্সিকো
C. মিশর
D. চিলি

B. মেক্সিকো


7. কোন মহাকাশ গবেষণা সংস্থা James Webb Space নামক বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ তৈরী করলাে ?
A. ISRO
B. DRDO
C. NASA
D. Jaxa

C. NASA


8. পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
A. অপূর্ব সেনগুপ্ত
B. প্রাণতােষ ব্যানার্জী
C. মানস সিনহা
D. জ্যোতির্ময় ভট্টচার্য

D. জ্যোতির্ময় ভট্টচার্য


9. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রস টেলর, তিনি কোন দেশের ক্রিকেটার ?
A. ইংল্যান্ড
B. দঃ আফ্রিকা
C.অস্ট্রেলিয়া
D. নিউজিল্যান্ড

D. নিউজিল্যান্ড


10. কোন বলিউড অভিনেত্রী কলিঙ্গ লিটারেরি অ্যাওয়ার্ডস 2021 জিতলেন ?
A. কিয়ারা আডবানী
B. দিব্যা দত্ত
C. কৃতি সেনন
D. প্রিয়াংকা চোপড়া

B. দিব্যা দত্ত


11. 2021 সালের ‘গ্লোবাল হেলথ সিকিউরিটি ইনডেক্স’ -এ ভারতে স্থান কত ?
A. 56
B. 60
C. 66
D. 69

C. 66


12. অল ইন্ডিয়া মেয়রস কনফারেন্স অনুষ্ঠিত হলাে (feal- New Urban India)-
A. হায়দ্রাবাদে
B. ইন্ডােরে
C. কোচিতে
D. বারানসীতে

D. বারানসীতে


13. বেজিং অলিম্পিক 2022-এ ভারতের Chef De Mission হলেন-
A. হরজিন্দর সিং
B. কিদাষী শ্রীকান্ত
C. বিজয় অমৃতরাজ
D. রবী দাহিয়া

A. হরজিন্দর সিং


14. সােমা শঙ্কর প্রসাদ কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
A. UCO Bank
B. Punjab National Bank
C. Indian Bank
D. State Bank Of India

A. UCO Bank


15. সম্প্রতি 'CARAT' নামক দ্বিপাক্ষিক সেনা অনুশীলন কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হলাে?
A. বাংলাদেশ ও ভারত
B. বাংলাদেশ ও থাইল্যান্ড
C. ভারত ও আমেরিকা
D. বাংলাদেশ ও আমেরিকা

D. বাংলাদেশ ও আমেরিকা


16. মার্কিন প্রকাশক মেরিয়াম-ওয়েবস্টার ওয়ার্ড অব দ্য ইয়ার 2021 হলাে
A. Pandemic
B. Vaccine
C. Corona
D. Omicron

B. Vaccine


17. ভারতের প্রথম কাগজহীন আদালত হলাে—
A. কলকাতা হাইকোর্ট
B.এলাহাবাদ হাইকোর্ট
C. কেরালা হাইকোর্ট
D. লক্ষৌ হাইকোর্ট

C. কেরালা হাইকোর্ট


18. রেলওয়ে বাের্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন—
A. বিনয় কুমার ত্রিপাঠি
B. অভীক সরকার এটি
C. বি. এস. চৌহান
D. সামন্ত কুমার।

A. বিনয় কুমার ত্রিপাঠি


19. সম্প্রতি কোথায় সুপার টাইফুন ‘রাই’ আছড়ে পড়ল?
A. ইন্দোনেশিয়া
B. মাল্টায়
C. মালয়েশিয়া
D. ফিলিপিন্সে

D. ফিলিপিন্সে


20. সম্প্রতি প্রয়াত হলেন E.O. Wilson, তাকে নিম্নলিখিত কোন বিষয়ের জনক বলা হয় ?
A. বাস্তুতন্ত্র।
B. জীববিদ্যা
C. সামুদ্রিকবিদ্যা
D. জীববৈচিত্র্য

A. বাস্তুতন্ত্র।


Note : এরকম নতুন নতুন Current affairs পেতে আমাদের মেনুতে Current affairs পেজে যান
এবং সেখানে সূচিপত্র হিসেবে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস সাজানো রয়েছে আপনার যেটি প্রয়োজন সেটিতে ক্লিক করুন

Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now