পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় তরাইনের যুদ্ধে (1192 খ্রীঃ) সাহাবুদ্দিন মহম্মদ ঘোরীর নিকট পরাজিত হওয়ার পর, ভারত ইতিহাসে দিল্লির সুলতানি শাসন শুরু হয়। তবে মহম্মদ ঘোরীর হঠাৎ মৃত্যুর পর 1206 খ্রীষ্টাব্দে তার তিন ক্রীতদাস তাজউদ্দিন ইলদুজ, নাসিরুদ্দিন কুবাচা এবং কুতুবউদ্দিন আইবকের মধ্যে ভারতের উত্তরাধিকার প্রাপ্তি নিয়ে সংঘর্ষ শুরু হয়।
1206 খ্রীষ্টাব্দ থেকে 1526 খ্রীষ্টাব্দ পর্যন্ত সময় সুলতানী শাসন নামে পরিচিত। এই সময়ের মধ্যে ১টি বংশ রাজত্ব করেছিল।
দিল্লির সুলতানি শাসকের প্রতিষ্ঠাতা কে ?
এই প্রশ্নের উত্তরে একাধিক উত্তর পাওয়া যায় , মোহাম্মদ ঘুরির নিকট পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় তরাইনের যুদ্ধে (১১৯২) পরাজিত হলে পরবর্তীকাল কিছুদিনের মধ্যেই মোহাম্মদ ঘুরির মৃত্যু ঘটে , এবং ১২০৬ খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সিংহাসনে বসেন, এই কুতুবউদ্দিন আইবক কে দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয় এবং সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় ।
দিল্লীর সুলতানী শাসক
রাজবংশ | প্রধান শাসকগণ |
---|---|
দাস বংশ | কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিস, রাজিয়া সুলতানা, বলবন |
খিলজী বংশ | জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি |
সৈয়দ বংশ | খিজির খাঁ, আলম শাহ |
লোদী বংশ | বহলুল লোদী, সিকন্দর লোদী, ইব্রাহিম লোদী |
আইবক রাজত্ব করেছিলেন ১২০৬ খ্রিস্টাব্দ থেকে ১২১০ খ্রিস্টাব্দ পর্যন্ত । মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবক কে দাস হিসেবে ক্রয় করেন । মৃত্যুর পর কুতুবুদ্দিন আয়বক সুলতান উপাধি ধারণ করেন এবং লাহোরে নিজের রাজধানী স্থানান্তর করেন ।
কুতুবউদ্দিন আইবক এর কৃতিত্ব
- দাস বংশের প্রতিষ্ঠাতা
- তাকে লাখ বক্স বা লক্ষ্য দাতা বলা হত
- সুফি সন্ত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামে বিখ্যাত কুতুব মিনার নির্মাণ শুরু করেন
- কুতুবউদ্দিন আইবক “কয়াত উল ইসলাম” মসজিদ তৈরি করেন দিল্লিতে
- কুতুবউদ্দিন আইবক তৈরি করেন “আড়াই দিন কা ঝোপরা”
- ঘোড়ার পিঠে চৌবন খেলতে গিয়ে ১২১০ খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক মারা যান
কুতুবউদ্দিন কোন কোন মসজিদ নির্মাণ করেছিলেন ?
দিল্লির সুলতানি শাসনের অন্যতম শাসনকর্তা কুতুব উদ্দিন আইবক “কোওয়াত উল ইসলাম মসজিদ” নির্মাণ করেছিলেন এ ছাড়াও তিনি তৈরি করেন “আড়াই দিন কা ঝোপরা”
আরো পড়ুনঃ
বি দ্রঃ অল্প দিনে চাকরির পরীক্ষায় সফলতা পেতে আমাদের হোমপেজে গিয়ে চাকরির ক্যাটাগরি পছন্দ করে প্রস্তুতি শুরু করুন – হোমপেজ