Online exam for competitive examination

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে “Online exam for competitive examination মোট 60 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 60 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । এই মক টেস্ট এ জিকে, রেসনিং,অঙ্ক,ইংলিশ ইত্যাদি বিষয়ে প্রশ্ন রয়েছে ।  পুরো মক টেস্ট টি pdf প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে টেলিগ্রাম এ  এখুনি যুক্ত হও । 

Note:মক টেস্ট টির শেষে তোমরা নিজেদের নাম দিয়ে submit করলে Score জানতে পারবে ।
যদি মক টেস্ট এ কোন প্রশ্ন ও উত্তর ভুল আছে মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে । মক টেস্ট টা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবে । 

89

Online Practise set

Full Revised Mock Test



মোট প্রশ্ন  - 60 টি
বিষয়
: GK,Math,English,Reasoning 
সময় : 60 মিনিট

1 / 60

1. ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল?

2 / 60

2. ভারতসভার প্রতিষ্ঠাতা কে?

3 / 60

3. গান্ধীজীর কাছে অহিংসা ছিল—

4 / 60

4. 1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন?

5 / 60

5. অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়?

6 / 60

6. লিবারহান কমিশন যুক্ত—

7 / 60

7. কোন্‌টির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?

8 / 60

8. দুধ : ছানা :: ধান : ?

9 / 60

9. MRI পুরো কথাটি কী?

10 / 60

10. দু’টি সংখ্যার অনুপাত 2: 7। সংখ্যাদু'টির ল.সা.গু. 70 হলে, সংখ্যাদু’টি নির্ণয় করুন।

11 / 60

11. ‘পূর্বের মুক্তা’ কোন দেশকে বলে?

12 / 60

12. ভারতে মনসবদারী কার দ্বারা চালু হয়?

13 / 60

13. দু'টি সংখ্যার অনুপাত 3 : 4 এবং ওদের ল.সা.গু. 180 , ছোট সংখ্যাটি কত?

14 / 60

14. দু'টি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে 6ও 36। দু’টি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 12 হলে, অন্য সংখ্যাটি নির্ণয় করুন।

15 / 60

15. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

16 / 60

16. ইস্কাইলাস ছিলেন একজন:

17 / 60

17. ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ?

18 / 60

18. কার্ল লুইস বিখ্যাত ছিলেন কী হিসেবে?

19 / 60

19. ভৌমজলের পরিমান বাড়ে যখন ভূভাগে -

20 / 60

20. পাহাড়ের ঢালে স্ক্রি বা ট্যালাস ঢাল গঠনে নিচের কোন প্রক্রিয়া সক্রিয় -

21 / 60

21. যে প্রক্রিয়ায় ভুমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল

22 / 60

22. কোমল শিলাস্তরে সংনমন বল কার্যকরী হয় -

23 / 60

23. অন্তর্জাত শক্তির প্রধান উৎস -

24 / 60

24. ক্যারিও ট্যাক্সোনমি হল শ্রেণি বিভাগের আধুনিক শাখা যা নির্ভর করে

25 / 60

25. নীচের কোনটি ব্রাউজার নয়?

26 / 60

26. মানবদেহে নিম্নলিখিত কোন গ্রন্থিটি জোড়ায় থাকে?

27 / 60

27. পাকিস্তানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম—

28 / 60

28. ভারতের প্রথম ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা করে উত্তোলিত হয়?

29 / 60

29. লাহোর ষড়যন্ত্র মামলায় মূল অভিযুক্ত কারা ছিলেন?

30 / 60

30. ‘আমিনি কমিশন গঠন করেন-

31 / 60

31. রেডিও কার্বন ডেটিং কে আবিষ্কার করেন?

32 / 60

32. গোয়ার সরকারি ভাষা হল—

33 / 60

33. রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

34 / 60

34. একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কী বলে

35 / 60

35. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে

36 / 60

36. তিতুমীরের আসল নাম কী?

37 / 60

37. নিম্নের কোন উদ্ভিদ কলাটি দ্বারা জল মূল থেকে পাতায় পৌঁছায়?

38 / 60

38. Oral Polio Vaccine (OPV) কে আবিষ্কার করেছিলেন?

39 / 60

39. 165, 195, 255, 285, 345, ?

40 / 60

40. 1, 2, 3, 6, 9, 18, ?, 54

41 / 60

41. 1, 1, 4, 8, 9, 27, 16, ?

42 / 60

42. সংবাদ শিরোনামে উঠে আসা সাদিয়া তারিক কোন খেলার সঙ্গে যুক্ত

43 / 60

43. কোন দেশে ‘রেইন বোমা’ নামক অসাধারণ বৃষ্টিপাত হয়েছে

44 / 60

44. মুক্তা হল একটি কঠিন বস্তু যা ঝিনুকের নরম কলার মধ্যে পাওয়া যায় নিচের কোনটি মুক্তার প্রধান উপাদান?

45 / 60

45. অ্যালকোহল জলের তুলনায় বেশি উদ্বায়ী কারণ

46 / 60

46. চতুর্দশ অর্থ কমিশনে রাজ্যগুলিতে বন্টনের ফর্মূলা স্থির করার জন্য নিম্নলিখিত কোন বিষয়টির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছিল?

47 / 60

47. নিম্নলিখিতদের মধ্যে কে সংবিধান সভার খসড়া কমিটির সদস্য ছিলেন না?

48 / 60

48. ভারতীয় সংবিধানে সুনিশ্চিত হওয়া মৌলিক অধিকার নিলম্বিত থাকতে পারে কেবলমাত্র

49 / 60

49. ভারতের নির্বাচন বিষয়ে নিচের কোনটি VVPAT-এর সম্পূর্ণ রূপ?

50 / 60

50. ‘অমৃতবাজার পত্রিকা’ কে প্রতিষ্ঠা করেন।

51 / 60

51. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা কত সালে হয়েছিল?

52 / 60

52. We should ……...the caste system.

53 / 60

53. চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 8, 12, 30 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে?

54 / 60

54. 1,3,6,10......., 21,28 শূন্যস্থান পূরণ করো

55 / 60

55. একটি সংখ্যার 38% হল 133। সংখ্যা কী?

56 / 60

56. নিচের কোনটি অন্যদের থেকে আলাদা?

57 / 60

57. 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4

58 / 60

58. 17% লাভ সহ  টুম্পা এক জোড়া জুতো Rs 2223/- টাকায় বিক্রি করেছে জুতোর ক্রয় মূল্য কি ছিল?

59 / 60

59. 2021 সালে দাদাসাহেব ফালকে বেস্ট এক্টর মেল পুরস্কার কে পেয়েছে

60 / 60

60. উদ্ভিদ-কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি, তা হল

এই মক টেস্ট টি  পুরনো প্রস্নগুলি ঝালিয়ে নেওয়ার জন্য দেওয়া হয়েছে । 

পূর্বের মক টেস্ট –

 GK question mock test click here

প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন

1 thought on “Online exam for competitive examination”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top