প্রশ্নঃ ভৌমজল কাকে বলে ?
উত্তরঃ – ভূ- অভ্যন্তরে কিংবা মৃত্তিকা, রেগোলিথ এবং শিলারন্ধ্রে যে জল অবস্থান করে, তাকে ভৌমজল বলে। ভৌমজলের প্রধান উৎস হল বৃষ্টি ও তুষারগলা জল। বৃষ্টিপাত ও তুষারগলা জলের সামান্য অংশ পৃথিবীর অভিকর্ষজ টানে মাটির মধ্য দিয়ে ভূ-অভ্যন্তরে অপ্রবেশ্য স্তর পর্যন্ত পৌঁছোয় এবং অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে মৃত্তিকা ও শিলারন্দ্রকে সম্পূর্ণ সম্পৃক্ত করে রাখে।
1. ভৌমজলের অপর নাম হল-
A)উপপৃষ্ঠীয় জল ✔
B) সহজাত জল
C) উৎস্যন্দ জল
D) কোনোটাই নয়
2. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে যে জল নির্গত হয় তাকে বলে-
A) জন্মগত জল
B) আবহিক জল
C) মহাসাগরীয় জল
D) উৎস্যন্দ জল ✔
3. যেসব প্রস্রবণ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়, তাকে বলে-
A) অবিরাম প্রস্রবণ
B) সবিরাম প্রস্রবণ ✔
C) গিজার
D)আর্টেজীয় কূপ
4. কোনো একটি রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ থাকলে তাকে বলে—
A) অ্যাকুইরেখা
B) প্রস্রবণরেখা ✔
C)সম্পৃক্তরেখা
D)কোনোটিই নয়
5. মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ-
A)খুবই বেশি
B)মাঝারি
C)কম ✔
D)কোনোটিই নয়
6. ভূ-অভ্যন্তরে অ্যাকুইফারের ভূমিকা পালন করে
A) প্রবেশ্য শিলাস্তর ✔
B) আংশিক প্রবেশ্য শিলাস্তর
C)অপ্রবেশ্য শিলাস্তর
D)সমান্তরাল প্রস্রবণ
7. গিজার হল এক ধরনের—
A)ডাইক প্রস্রবণ
B)উষ্ণ প্রস্রবণ ✔
C)শীতল প্রস্রবণ
D) সমান্তরাল প্রস্রবণ
৪. নিম্নলিখিত যেখান থেকে সর্বদা জল নির্গত হয় তা হল—
A)গিজার
B)আর্তেজীয় কূপ
C)অবিরাম প্রস্রবন ✔
D) সবিরাম প্রস্রবন
9. ‘ফনটেন দ্য ভকু%#$স’ যে ধরনের প্রস্রবণের উদাহরণ—
A) সন্ধি প্রস্রবণ
B) দ্রবণ প্রস্রবণ ✔
C)আগ্নেয় প্রস্রবণ
D)গিজার
10. নিম্নলিখিত কোন্টি অ-অভিকর্ষজ প্রস্রবণ নয়?
A)আর্তেজীয় প্রস্রবণ
B)আগ্নেয় প্রস্রবণ
C)গিজার
D) ডাইক প্রস্রবণ ✔