Advertisements
A. জহরলাল নেহেরু
B. সরদার বল্লভ ভাই প্যাটেল
C. ডক্টর রাজেন্দ্র প্রসাদ
D. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
ডব্লিউবিসিএস প্রস্তুতির Course
বিনামূল্যে Course পেতে এখানে ক্লিক করুন
✔️সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ
- ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ 1950 থেকে 1962 সাল পর্যন্ত ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
- সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জহরলাল নেহেরু ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারি ভারতে প্রথম সংবিধান কার্যকরী হয় , ঠিক সেই সময়ই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষে রাষ্ট্রপতি এবং জহরলাল নেহেরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন |
✍️আরো কিছু তথ্য :
- সরদার বল্লভ ভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ,
তিনি 1947 সালের জুলাই মাসে রাজ্য বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একটি গণতান্ত্রিক স্বশাসিত ভারতের সাথে 562টি স্বাধীন রাজ্যকে একীভূত করার কাজটি পরিচালনা করেন। 15ই আগস্ট, 1947 এর মধ্যে, হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর ছাড়া বাকি সব ভারতে অন্তর্ভুক্ত হয়।
📖অতিরিক্ত আরো কিছু তথ্যঃ
1. ১৯৪৯ সালে ২৬ শে নভেম্বর ভারতের সংবিধান প্রথম গ্রহণ করা হয়েছিল
2. ভারতীয় সংবিধানের খসড়া রচনা করেছিলেন ডঃ বি আর আম্বেদকর
3. ভারতে প্রথম সাংবিধানিক সভা অনুষ্ঠিত হয়েছিল ১৯৪৬ সালে
4. শচীন্দ্রনাথ সিনহা প্রথম ভারতবর্ষের সংবিধানিক সভার সভাপতি ছিলেন পরবর্তীকালে নয় ডিসেম্বর ১৯৪৬ সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাংবিধানিক সভার সভাপতি হয়েছিলেন
5. বি এন রাও প্রথম সংবিধানিক সভার উপদেষ্টা ছিলেন
6. যখন ভারতবর্ষের সংবিধান গৃহীত হয় তখন সংবিধানে ৩৯৫ টি ধারা ১৮ টি অংশ ও ৮ টি তপসিল ছিল
Advertisements