WBPSC Clerkship Exam 2024 এর নটিফিকেসেন অনেক দিন আগেই বিয়েছে , WBPSC Clerkship Exam 2024 ক্র্যাক করার অন্যতম সুযোগ রয়েছে , আমরা WBPSC Clerkship Exam এর জন্য নিয়ে এসেছে পুরো ফ্রি কোর্স যেখানে রয়েছে রয়েছে একাধিক মক টেস্ট , প্রাকটিস সেট এবং স্ট্যাডি ম্যাটেরিয়াল
1. ভারতীয় পার্লামেন্টের সংবিধানের কোন ধারার উপর নির্ভর করে Administrative Tribunals Act 1985 সালে পাশ করে?
A. Article 32 A
B. Article 323 A
C.Article 110A
D. Article 115 A
উত্তর দেখুন
2. The Central Administrative Tribunal (CAT)অর্থাৎ কেন্দ্রিয় প্রশাসনিক ট্রাইবুনাল-এর এক্তিয়ারের মধ্যে কোন প্রকার বিরোধের মীমাংসা হয় না?
A. প্রতিরক্ষা বাহিনীর সাথে যুক্ত ব্যক্তির নিয়োগ
B. সুপ্রীমকোর্টের সাথে যুক্ত ব্যক্তির নিয়োগ
C.পার্লামেন্টের সচিবালয়ের সাথে যুক্ত ব্যক্তির নিয়োেগ
D. উপরের সবকটির সাথে যুক্ত বিরোধ
উত্তর দেখুন
3 .রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল গঠিত হবে (State Admin-istrative Tribunals) কেন্দ্রিয় সরকার কর্তৃক
A. রাষ্ট্রপতির অনুরোধে
B. প্রধানমন্ত্রীর অনুরোধে
C.সংশ্লিষ্ট রাজ্যসরকারের অনুরোধে
D. কোনটিই ঠিক নয়
উত্তর দেখুন
4. রাজ্য প্রশাসনিক ট্রাইবুনালের এক্তিয়ারে কোনটি অন্তভুক্ত?
A. কেন্দ্র রাজ্য নদী জলবন্টন বিরোধ
B. রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিরোধ
C.রাজ্যের কর (Taxes) সম্পর্কিত বিরোধ
D. কোনটিই নয়
উত্তর দেখুন
5. যুগ্ন প্রশাসনিক ট্রাইবুনাল (Joint Administrative tribunal) গড়ে উঠবে–
A. কেন্দ্রীয় সরকার ও রাজ্যসরকারের যৌথ প্রচেষ্টায়
B. দুই বা ততোধিক রাজ্যসরকারের যৌথ প্রচেষ্টায়
C.কেন্দ্রীয় সরকার কর্তৃক এককভাবে
D. রাজ্যসরকার কর্তৃক এককভাবে
উত্তর দেখুন
6. কোন সালে Indian Civil Service (ICS) পরিবর্তিত হয়ে IAS (Indian Administrative Service) হয়?
A.1942
B.1945
C.1947
D.1950
উত্তর দেখুন
7. Indian Forest Service (IFS) CAIG All India Service (IFS) এর অন্তর্ভুক্ত হয় ?
A.1962
B.1966
C.1988
D.1990
উত্তর দেখুন
8. নিম্নের কোনটি কেন্দ্রীয় কৃত্যক (Central Service) হিসাবে গণ্য হয় ?
A. Indian Administrative Service (IAS)
B. Indian Police Service (IPS)
C.Indian Forest Service (IFS)
D. Indian Foreign Service
উত্তর দেখুন
9.পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোন বিশিষ্ট স্থানগুলিকে যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয়
A.সমদিকপাতি রেখা
B.সমনতি রেখা
C.শূন্যদিকপাতি রেখা
D.সমোষ্ণ রেখা
উত্তর দেখুন
10.পূর্ব -পশ্চিমঘাটের সংযোগস্থল হলো
A.পালনী পর্বত
B.নিলগীরি পর্বত
C.পালঘাট গ্যাপ
D.আন্নামালাই পর্বত
উত্তর দেখুন
11.বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়
A.বর্ষার প্রথমে
B.বর্ষার শেষে
C.শীতকালে
D.গিষ্মকালে
উত্তর দেখুন
12.পাট চাষের প্রধান ক্ষেত্র হলো
A.তামিলনাড়ু
B.পশ্চিমবঙ্গ
C.কেরল
D.হিমাচল প্রদেশ
উত্তর দেখুন
13.নর্মদা নদীর উৎপত্তি কোথায়
A.আমরকন্টক মালভূমি
B.বিন্ধ্য পর্বতমালা
C.মাইখাল পর্বতমালা
D.পালনী পর্বত
উত্তর দেখুন
14.কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত
A.শতদ্রু
B.ইরাবতী
C.চন্দ্রাভাগা
D.ঝিলম
উত্তর দেখুন
15.অ্যালুমিনিয়াম উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে
A.আমেরিকা যুক্তরাষ্ট্র
B.রাশিয়া
C.কানাডা
D.জার্মানি
উত্তর দেখুন
16.কোন দেশ লৌহ-ইস্পাত উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে
A.জাপান
B.আমেরিকা যুক্তরাষ্ট্র
C.রাশিয়া
D.চিন
উত্তর দেখুন
17.দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে
A.ভেনেজুয়েলা
B.কলম্বিয়া
C.ত্রিনিদাদ
D.পেরু
উত্তর দেখুন
18.কোন গ্রহের কোনো উপগ্রহ নেই
A.মঙ্গল
B.নেপচুন
C.পুল্টো
D.পৃথিবী
উত্তর দেখুন
19.নিম্নের কোনটি লবণ জলের হ্রদ নয়
A.চিল্কা
B.পুলিকট
C.উলার
D.সম্বর
উত্তর দেখুন
20.রেলপথের দীর্ঘতায় পৃথিবীতে ভারতের স্থান
A.তৃতীয়
B.চতুর্থ
C.পঞ্চম
D.ষষ্ঠ
উত্তর দেখুন
21.ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় 1853 খ্রিস্টাব্দে
A.বোম্বাই থেকে পুনা পর্যন্ত
B.বোম্বাই থেকে থানে পর্যন্ত
C.বোম্বাই থেকে দিল্লি
D.বোম্বাই থেকে বেরিলি পর্যন্ত
উত্তর দেখুন
22.ভারতের সর্বাপ্রেক্ষ প্রাচীন সড়কের নাম হলো
A.দিল্লি রোড
B.বি.টি রোড
C.জি.টি রোড
D.মুম্বাই রোড
উত্তর দেখুন
23.13 টি চেয়ার এবং 5 টি টেবিলের মোট মূল্য 8,280 টাকা ,প্রতিটি টেবিলেরপ্রতিটি মূল্য 1227 টাকা হলে প্রত্যেকটি চেয়ার এর গড় মূল্য কত
A.165 টাকা
B.220 টাকা
C.130 টাকা
D.155 টাকা
উত্তর দেখুন
24. 1,3,6,10……., 21,28 শূন্যস্থান পূরণ করো
A.12
B.15
C.18
D.16
উত্তর দেখুন
25. 21 শে মার্চ 2020 কোন দিন হবে?
A.শুক্রবার
B.সোমবার
C.রবিবার
D.শনিবার
উত্তর দেখুন
এই ধরনের WBPSC Clerkship exam 2024 এর একাধিক প্র্যাকটিস সেট ও অনলাইন মক টেস্ট দিতে আমাদের হম পেজ এ জান