wbcs geography questions and answers- mcq

ডিয়ার স্টুডেন্ট ,

আমরা নিচে ভারত ও পশ্চিমবঙ্গ ভূগোলের একাধিক প্রশ্ন নিয়ে কি মকটেস্ট বানিয়েছি , চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন গুলি আসে সেই রকম ধরনের প্রশ্ন নিয়ে মক টেস্টটি বানানো হয়েছে , বিশেষ করে ডব্লিউ বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি তে এই রকম ধরনের প্রশ্ন গুলি এসে থাকে তাই তোমরা মক টেস্ট টি দাও, টেস্ট দেওয়ার জন্য স্টার্ট বাটনে ক্লিক করো ।-wbcs geography questions and answers

142
Created on

Geography online mock test

চাকরির পরীক্ষায় আসা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বানানো একটি অনলাইন মক টেস্ট

[wpdatatable id=22]

1 / 25

1. ভারতে পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য হল—

2 / 25

2. ভারতে বায়লাডিলা পর্বত বিখ্যাত নীচের কোনটি উৎপাদনের জন্য-

3 / 25

3. কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি?

4 / 25

4. লেকটাক হ্রদ কোন্ রাজ্যে অবস্থিত?

5 / 25

5. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন্ শিল্পের জন্য বিখ্যাত?

6 / 25

6. ভারতে কার্পাস চাষ সবথেকে ভালাে হয়--

7 / 25

7. ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত ?

8 / 25

8. পূর্ব ও পশ্চিমঘাটের সংযােগস্থল হল—

9 / 25

9. ভারতে কোনাে পৌরবসতির জনসংখ্যা একলক্ষ অতিক্রম করলে তাকে বলা হয়-

10 / 25

10. নীচের বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয় ?

11 / 25

11. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত

12 / 25

12. দশ বছরে (২০০১-২০১১) ভারতে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে শতকরা

13 / 25

13. পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি কোন জেলার বৈশিষ্ট্য ?

14 / 25

14. শালগাছ হল একটি-

15 / 25

15. সিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয় ?

16 / 25

16. লাক্ষাদ্বীপ হল--

17 / 25

17. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত?

18 / 25

18. নাগার্জুনসাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন্ নদীর উপর অবস্থিত?

19 / 25

19. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?

20 / 25

20. ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল—

21 / 25

21. গােল্ডেন কোয়াড্রিল্যাটেরল কী ?

22 / 25

22. প্রশান্ত মহাসাগরের এলনিনাে' ভারতের

23 / 25

23. ‘সতীশ ধাওয়ান’ মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত--

24 / 25

24. নেপানগরে উৎপন্ন দ্রব্যটি হল—

25 / 25

25. কোন অরণ্যের বিভাগটি ভারতের বেশিরভাগ স্থান জুড়ে আছে—

Your score is

The average score is 62%

0%

5/5

Leave a Comment