wbcs geography questions and answers- mcq

ডিয়ার স্টুডেন্ট ,

আমরা নিচে ভারত ও পশ্চিমবঙ্গ ভূগোলের একাধিক প্রশ্ন নিয়ে কি মকটেস্ট বানিয়েছি , চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন গুলি আসে সেই রকম ধরনের প্রশ্ন নিয়ে মক টেস্টটি বানানো হয়েছে , বিশেষ করে ডব্লিউ বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি তে এই রকম ধরনের প্রশ্ন গুলি এসে থাকে তাই তোমরা মক টেস্ট টি দাও, টেস্ট দেওয়ার জন্য স্টার্ট বাটনে ক্লিক করো ।-wbcs geography questions and answers

142
Created on

Geography online mock test

চাকরির পরীক্ষায় আসা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বানানো একটি অনলাইন মক টেস্ট

Sub Geography
Time 12 min
Question type MCQ
Language Bengali
Mode Online

1 / 25

1. দশ বছরে (২০০১-২০১১) ভারতে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে শতকরা

2 / 25

2. পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি কোন জেলার বৈশিষ্ট্য ?

3 / 25

3. ভারতে পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য হল—

4 / 25

4. ভারতে বায়লাডিলা পর্বত বিখ্যাত নীচের কোনটি উৎপাদনের জন্য-

5 / 25

5. ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল—

6 / 25

6. ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত ?

7 / 25

7. ভারতে কার্পাস চাষ সবথেকে ভালাে হয়--

8 / 25

8. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত?

9 / 25

9. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?

10 / 25

10. নীচের বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয় ?

11 / 25

11. ভারতে কোনাে পৌরবসতির জনসংখ্যা একলক্ষ অতিক্রম করলে তাকে বলা হয়-

12 / 25

12. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন্ শিল্পের জন্য বিখ্যাত?

13 / 25

13. ‘সতীশ ধাওয়ান’ মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত--

14 / 25

14. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত

15 / 25

15. লেকটাক হ্রদ কোন্ রাজ্যে অবস্থিত?

16 / 25

16. পূর্ব ও পশ্চিমঘাটের সংযােগস্থল হল—

17 / 25

17. গােল্ডেন কোয়াড্রিল্যাটেরল কী ?

18 / 25

18. শালগাছ হল একটি-

19 / 25

19. কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি?

20 / 25

20. লাক্ষাদ্বীপ হল--

21 / 25

21. কোন অরণ্যের বিভাগটি ভারতের বেশিরভাগ স্থান জুড়ে আছে—

22 / 25

22. সিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয় ?

23 / 25

23. নেপানগরে উৎপন্ন দ্রব্যটি হল—

24 / 25

24. নাগার্জুনসাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত কোন্ নদীর উপর অবস্থিত?

25 / 25

25. প্রশান্ত মহাসাগরের এলনিনাে' ভারতের

Your score is

The average score is 62%

0%

5/5

Leave a Comment