State and dance PDF | ভারতের রাজ্যের আঞ্চলিক নৃত্য

ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য

রাজ্য আঞ্চলিক নৃত্য
1. অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি, কলাট্টম, দিমসা, বীরানাট্যম
2.অরুণাচলপ্রদেশ বারো ছাম (Bardo Chham)
3.আসাম বিহু, ঝুমার, বাগুরম্ভা, আলি আই লিগাঙ্গ, রাসলীলা, ক্যানাে
4. বিহার পাইকা, কাজরি, বিদিশিয়া, ঝিশিয়ান
5. ছত্তিশগড় পান্থি, রাউত নাচ
6. গুজরাট রাস, টিপ্পনি, পাধার, গর্বা, ডান্ডিয়া
7. হরিয়ানা ধামাল, ধাপ, ফাগ, ঘুমর, ঝুমর, লুর, গুগ্না, খখারিয়া
8. হিমাচলপ্রদেশ কিন্নরি নটি, নামজিন, ঝােরা, ঝালি
9. ঝাড়খণ্ড কর্ম
10. জম্মু ও কাশ্মীর খুদ, ধুমল, রৌফ, ভাপাথের, বাচ্ছানাগমা, হাফিজা নৃত্য, ভান্দ জাসান, উয়েগী নাচুন
11. কর্ণাটক ইয়াকগানা, বায়ালাটা, ভারাগাসি নৃত্য, ডােলু কুনিথা
12. কেরালা মােহিনীনাট্টম, কথাকলি, পদ্মায়নী
13. মধ্যপ্রদেশ তেতালি, চারকুলা, যাওরা, মাটকি নৃত্য, ফুলপর্তি নৃত্য, মানঢ়, গৌরমারিয়া, গ্রিদা
14. মহারাষ্ট্র পাভার নাচ, লভানি, ডাঙ্গি, কোলি
15. মণিপুর থাংটা, ধােলচলম
16. মিজোরাম চিরাও নৃত্য
17. নাগাল্যান্ড চ্যাংলাে অথবা সুয়া লুৱা
18. ওড়িশা ঘুমুরা, ছৌ, গােটি, পাও, নাকনি, ওড়িশি, ধাপ, ডালখাই, ভাগ নাচ
19. পাঞ্জাব ভাঙ্গরা, ঝুমর, কাথি, কিকলি, মালওয়াই, গিদ্ধা, সামাই, ঝিনদুয়া
20. রাজস্থান ঘুমার, কালবেলা, ভাবাই, চিরামি, তেরাতালি

Note:ডিয়ার স্টুডেন্ট উপরের লিস্ট টি নিচে পিডিএফ আকারে রয়েছে তোমরা ডাউনলোড লিংক এ ক্লিক করে পিডিএফ ডাউনলোড করতে পারো ।

File Details:-

File Name:- “ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য”
File Format: Pdf
Quality:- High
File Size:- 195kb

For Download→

Leave a Comment