Science Mock test -4 | mcq Science question February 16, 2022February 16, 2022 by adminScience mock test -4 24 Science online Mock test-4 Sub Science Question Type MCQ Language Bengali Time 10 minবিজ্ঞান বিভাগের উদ্ভিদ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি অনলাইন মক টেস্ট যেখানে কুড়িটি প্রশ্ন রয়েছে যার সময়সীমা ১০ মিনিট 1 / 201. ক্রেবস চক্র (krebs Cycle)-এর অপর নাম A. সাইট্রিক অ্যাসিড চক্র B. EMP চক্র C. গ্লাইঅক্সিলেট চক্র D. গ্লাইকোলেট চক্র 2 / 202. একটি গাছের বয়স কমবেশি নির্ভুলভাবে নির্ধারণ করা যেতে পারে- A. কাণ্ডের বার্ষিক রিংয়ের সংখ্যা গণনা করে B. শাখার সংখ্যা গণনা করে C. কাণ্ডের ব্যাস পরিমাপ করে D. গাছের উচ্চতা পরিমাপ করে 3 / 203. পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা A. ২ B. ৬ C. ৩ D. ১ 4 / 204. ক্লোরােপ্লাস্টের সালােকসংশ্লেষ রঞ্জকগুলির অবস্থান A. ম্যাট্রিক্স B. প্লাসটোগ্লোবিউল C. ক্লোরােপ্লাস্ট এনভেলপ D. থাইলাকয়েড পর্দা 5 / 205. স্ববাত শ্বসন প্রক্রিয়ার শেষে উৎপন্ন হয় A. জল ও শক্তি B. কার্বন ডাই অক্সাইড এবং শক্তি C. কার্বন ডাই অক্সাইড, জল ও শক্তি D. শর্করা ও অক্সিজেন 6 / 206. ক্রেবস চক্র (krebs cycle) ঘটে A. রাইবােজোমে B. মাইটোকনড়িয়াতে C. ক্লোরােপ্লাস্টে D. সাইটোপ্লাজমে 7 / 207. সালােকসংশ্লেষের উপর "warburg's effect" বলতে কি বােঝায়? A. CO, সরবরাহ কম থাকার দরুণ সালােক সংশ্লেষ বিক্রিয়ার ধীর গতি B. অক্সিজেনের সরবরাহ কম থাকায় সালােকসংশ্লেষ বিক্রিয়ার ধীর গতি C. উপরােক্ত কোনওটিই নয় D. (a) এবং (b) উভয়ই 8 / 208. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটির উপর সালােকসংশ্লেষের হার নির্ভর করে না? A. আলােকের স্থায়িত্ব B. তাপমাত্রা C. আলােকের তীব্রতা D. আলােকের রঙ 9 / 209. কেলভিন চক্রে একটি CO, অণু প্রস্তুতির জন্য প্রয়ােজন - A. 2ATP এবং 1NADPH B. 1ATP এবং 2NADPH C. 3ATP এবং 2NADPH D. 2ATP এবং 2NADPH 10 / 2010. গ্লাইকোলাইসিস কোথায় সম্পাদিত হয় ? A. সাইটোসল B. মাইটোকনড্রিয়া C. স্ট্রোমা D. গ্রানা 11 / 2011. সৌরশক্তি ATP-তে পরিবর্তিত হয় - A. মাইটোকনড্রিয়াতে B. ক্লোরােপ্লাস্টে C. পেরােক্সিয়াম-এ D. রাইবােজোমে 12 / 2012. নিম্নলিখিত কোন মৌলটি ফেরেডক্সিন (ferredoxin)-এর উপাদান? A. ম্যাঙ্গানিজ B. জিঙ্ক C. লােহা D. কপার 13 / 2013. সালােকসংশ্লেষের আলােক বিক্রিয়াতে A. জল বিয়ােজিত হয়ে 2H+ এবং , উৎপন্ন হয় B. CO, এবং জল থেকে শর্করা উৎপন্ন হয় C. ক্লোরােফিল উৎপন্ন হয় D. রেচন পদার্থ হিসাবে CO, নির্গত হয় 14 / 2014. গ্লাইকোলাইসিসের প্রথম ধাপ A. গ্লুকোজের পরিবর্তন B. গ্লুকোজের বিশ্লেষণ C. গ্লুকোজ থেকে জলের বিযুক্তিকরণ D. গ্লুকোজের Phosphorylation 15 / 2015. নিম্নলিখিত উৎসেচকগুলির কোনটি মাইটোকনড্রিয়াতে অনুপস্থিত ? A. অ্যাকনিটেজ B. ফুমারেজ C. হেক্সোকাইনেজ D. ম্যালিক ডিহাইড্রেনেজ 16 / 2016. অক্সিজেনের অভাবে শ্বাসগ্রহণে সক্ষম A. মাছ B. ক্লোরেল্লা C. আলু D. ইস্ট 17 / 2017. সর্বোচ্চ পরিমাণ সৌরশক্তি শােষণ করে A. কৃষিজ ফসল B. বাগানে লাগানাে উদ্ভিদ C. বর্ধনশীল ঘাস D. জলাশয়ে বর্ধনশীল শৈবাল 18 / 2018. গ্লাইকোলাইসিস-এর শেষে উৎপন্ন হয় A. গ্লুকোজ -1-ফসফেট B. ধ্রুকটোজ -1-ফসফেট C. অ্যাসিটাইল CoA D. পাইরুভিক অ্যাসিড 19 / 2019. নিচের কোনটিকে মানুষের সবচেয়ে উপকারী গাছ বলা হয়েছে? A. নারকেল B. সেগুন C. নিম D. আখরোট 20 / 2020. ক্লোরােফিল এ দেখা যায় A. সমস্ত ধরণের অক্সিজেন নিষ্ক্রমণকারী উদ্ভিদে B. সমস্ত ধরনের উন্নত প্রজাতির উদ্ভিদে C. সমস্ত ধরণের সালােকসংশ্লেষীয় অটোট্রপে D. ছত্রাক ছাড়া আর সমস্ত ধরণের উদ্ভিদে Your score isThe average score is 10% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz আরো কিছু mock TestMock Test -1 newMock Test -2 newMock test -3 new Join our Facebook Group Join our Telegram Channel