Science MCQ free question for competitive examination June 29, 2022June 27, 2022 by admin Advertisements প্রিয় ছাত্র ছাত্রীরাএই মকটেস্ট Science MCQ এর কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, কম্পিটিশন পরীক্ষার জন্য মনোযোগ সহকারে প্র্যাকটিস করো এবং আরো subject wise প্র্যাকটিস করতে হম পেজ www.gurucoolfanda.com এ যাও । 34 123456789101112131415161718192021222324 General Science এই প্রাকটিস সেটে 24 টি গুরুত্বপূর্ণ সায়েন্সের প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1 1 / 24 1. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভারী ধাতু? A) ইউরেনিয়াম B) তামা C) রূপা D)লোহা 2 / 24 2. নিচের কোনটির উপস্থিতি জনিত কারণে দুধের রঙ সাদা হয়? A) ক্যারোটিন B) রেনিন C) ল্যাকটোজ D) কেসিন 3 / 24 3. পার্বত্য অঞ্চলে অনেক সময় নাক থেকে রক্তপাত ঘটে এর কারণ A) রক্ত পাতলা হয়ে যাওয়া B) বায়ুমন্ডলীয় চাপ বৃদ্ধি C) তাপমাত্রা বৃদ্ধি D) বায়ুমন্ডলীয় চাপ হ্রাস 4 / 24 4. একটি বৈদুত্যিক বাল্বে টাংস্টেন তারের সাথে আর্গন গ্যাস ব্যবহার করা হয় A) বাল্বটির জীবনকাল বৃদ্ধি করার জন্য B) বিদ্যুৎ খরচ হ্রাস করার জন্য C) নির্গত আলোকে রঙিন করার জন্য D) বাল্বটির খরচ কমানোর জন্য 5 / 24 5. চুনাপাথর বিজারণের ফলে A) ক্যালসিয়াম অক্সাইড B) ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বোনেট C) ক্যালসিয়াম কার্বোনেট D) ক্যালসিয়াম হাইড্রক্সাইড 6 / 24 6. অ্যালকোহল জলের তুলনায় বেশি উদ্বায়ী কারণ A) এর স্ফুটনাঙ্ক জলের চেয়ে কম B) এটি একটি জৈব তরল C) এর হিমাঙ্ক জলের চেয়ে কম D) এর বাষ্পচাপ জলের চেয়ে 2.5 গুণ বেশি 7 / 24 7. শূকরদের শল্যচিকিৎসার ক্ষেত্রে নিম্নলিখিত কোন গ্যাসটি অ্যানাসথেসিয়ার জন্য ব্যবহৃত হয়? A) কার্বন ডাইঅক্সাইড B) হ্যালোজেন C) ডিসফ্লোরেন D) নাইট্রাস অক্সাইড 8 / 24 8. নিচের কোনটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে হাইপার মিডিয়া প্রকাশ করার একটি ভাষা? A) HTML B) C++ . C) Cobol D) C 9 / 24 9. মুক্তা হল একটি কঠিন বস্তু যা ঝিনুকের নরম কলার মধ্যে পাওয়া যায় নিচের কোনটি মুক্তার প্রধান উপাদান? A) ক্যালসিয়াম কার্বনেট C) ক্যালসিয়াম নাইট্রেট B) ক্যালসিয়াম অক্সাইড D) ক্যালসিয়াম সালফেট 10 / 24 10. একটি তরলের চাপ উচ্চতা h-এর সাথে সাথে পরিবর্তিত হয় কারণ P=Po + pgh যেখানে p হল তরলের ঘনত্ব। এই সমীকরণটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? A) পাঙ্কালের নীতি B) নিউটনের সূত্র C) বারনৌলির নীতি D) আর্কিমিডিসের সূত্র 11 / 24 11. কোন রোগ প্রতিরোধ করার জন্য BCG টীকা দেওয়া হয়? A) পোলিও B) টিবি C) হেপাটাইটিস B D) মিসলস 12 / 24 12. স্বাভাবিক খাদ্য গ্রহণকারী সুস্থ মানুষের মূত্রে যে দুর্গন্ধ পাওয়া যায় তার কারণ নিচের কোন ধরনের ব্যাকটেরিয়াল বিসরণ? A) ইউরিয়া থেকে সালফার ডাই অক্সাইড C) স্নেহপদার্থ থেকে মিথেন B) শর্করা থেকে কার্বন ডাই অক্সাইড D) ইউরিয়া থেকে অ্যামোনিয়া 13 / 24 13. সদ্য হওয়া ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত টিঞ্চার আয়োডিন হল মৌলিক আয়োডিনের একটি তরল দ্রবণ, এতে নিচের কোন উপাদানটি থাকে না? A) জল B) অ্যাসিটোন C) অ্যালকোহল D) পটাসিয়াম আয়োডাইড 14 / 24 14. . বর্তমানে C.PU-এর গতি নিচের কোনটির মাধ্যমে মাপা হয়?- A) পিকোহার্টজ B) গিগাবাইট C) টেরাবাইট D) গিগাহার্টজ 15 / 24 15. Musca domestica - নিম্নলিখিত কোন বর্গের সাথে সম্পর্কযুক্ত? A) দ্বিবীজপত্রী উদ্ভিদ B) স্তন্যপায়ী প্রাণী C) ইনসেক্টা D) একবীজপত্রী উদ্ভিদ 16 / 24 16. চুম্বকীয় ক্ষেত্রের উপস্থিতিতে স্পেকট্রাল রেখাগুলির বিভাজিত হওয়াকে বলা হয়- A) জিম্যান প্রভাব B) সামারফিল্ড প্রভাব C) স্টার্ক প্রভাব D) বোর প্রভাব 17 / 24 17. কম্পিউটারের আইপি অ্যাড্রেসের পাশাপাশি প্রত্যেক কম্পিউটারের ইথারনেটের ব্যবহারের জন্য অপর একটি ইউনিক নম্বর দেওয়া হয়, একে বলে A) পোর্ট নম্বর B) ইউ আর এল অ্যাড্রেস C) ভার্চুয়াল এড্রেস D) ম্যাক অ্যাড্রেস 18 / 24 18. বোরাক্স নিচের কোনটির আকরিক? A) টিন B) পটাসিয়াম C) সোডিয়াম D) অ্যালুমিনিয়াম 19 / 24 19. নিম্নলিখিত প্রোটিনগুলির মধ্যে কোনটি সিল্ক তন্তুকে চকচকে ও মসৃণ দেখতে সহায়তা করে? A) ফাইব্রিন B) সেরিসিন C) কোলাজেন D) নেকটিন 20 / 24 20. টিএবি ভ্যাকসিনের ব্যবহার নিচের কোনটির বিরুদ্ধে করা হয়? A) পোলিও B) টাইফয়েড C) ডিপথেরিয়া D) পটুসিস 21 / 24 21. চুম্বকীয় ফ্লাক্স-এর SI একক হল A) গাউস B) ওয়েবার C) টেসলা D)বোল্ট 22 / 24 22. নিচের কোনটি জুঅ্যানথ্রোপোনোসিস-এর একটি উদাহরণ? A) মানুষের ক্ষয়রোগ B) স্টেফাইলোকোকোসিস C) ব্রুসলোসিস D) র্যাবিস 23 / 24 23. শব্দ উৎপন্ন হওয়ার জন্য উৎসের - A) কোনও এক প্রকার কম্পন হওয়া প্রয়োজন B) উল্লম্ব কম্পন হওয়া প্রয়োজন C) অনুপ্রস্থ কম্পন হওয়া প্রয়োজন D) এর কোনওটিই নয় 24 / 24 24. নিম্নলিখিত কোন প্রাণী সংযোগ কলায় স্নেহ পদার্থ সঞ্চিত হয়? A) অ্যাডিপোসাইট B) কনডোসিগগজগনবক্সনজসবসাইট C) অস্টিওসাইট D) রেটিকিউলোসাইস The average score is 50% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Exit আরো কিছু Science এর মক টেস্ট Mock TestMock Test Advertisements