Online Gk test for competitive examination- gurucoolfanda

 প্রিয় ছাত্রছাত্রীরা

নিচের পোস্টটি বানানো হয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিকে কোশ্চেন নিয়ে, জিকে কোশ্চেন গুলি চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ,এখানে 25 টি প্রশ্ন রয়েছে এটি কমপ্লিট করার জন্য 10 মিনিট সময় রয়েছে মকটেস্ট মনোযোগ সহকারে কমপ্লিট করো , রেজাল্ট জানতে পুরো মক টেস্ট কমপ্লিট করার পর নিজের নাম দিয়ে সাবমিট করলে স্ক্রিনের উপর রেজাল্ট দেখা যাবে

101

Online Mock Test - GK




নীচের এই টেস্ট টিতে  জিকে  এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে । এই এক্সাম টেস্ট টিকে  শেষ করার সময় 10 মিনিট ।

1 / 25

1. ‘বার্মা’ ভারত থেকে পৃথক হয় কত সালে?

2 / 25

2. ‘মিত্রমেলা’ নামক বিপ্লবী সংগঠন কে গঠন করেছিলেন?

3 / 25

3. লিপিডের সরল উপাদান কোনটি?

4 / 25

4. অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল?

5 / 25

5. আইন অমান্য আন্দোলন' কবে শুরু হয়?

6 / 25

6. দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপে ভগৎ সিং-এর সহযোগী ছিলেন কোন বিপ্লবী

7 / 25

7. ধাতুকল্পের উদাহরণ দাও:

8 / 25

8. ‘ভারত শ্রমজীবী’ বইটির লেখক কে?

9 / 25

9. ‘যুগান্তর' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

10 / 25

10. ‘কেশরী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

11 / 25

11. ভারতের স্বাধীনতাপ্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

12 / 25

12. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কবে চালু করা হয়?

13 / 25

13. ‘অমৃতবাজার পত্রিকা’ কে প্রতিষ্ঠা করেন।

14 / 25

14. কোনটিকে ‘সুইসাইড ব্যাগ’ বলা হয়?

15 / 25

15. ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়?

16 / 25

16. কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ প্রস্তাব গ্রহণ করা হয়েছিল?

17 / 25

17. যখন আলোকরশ্মি বায়ু থেকে একটি মোটা কাচের প্লেটের ওপর পড়ে তখন

18 / 25

18. ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা কে?

19 / 25

19. ‘গান্ধী-আরউইন চুক্তি' কবে সম্পাদিত হয়?

20 / 25

20. উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি?

21 / 25

21. কে ভারতের জাতীয় কংগ্রেসকে ‘অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক সংস্থা’ বলে উপহাস করেছিলেন?

22 / 25

22. ‘সত্যার্থ প্রকাশ’ কে রচনা করেছিলেন?

23 / 25

23. 1857 সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়?

24 / 25

24. অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কী?

25 / 25

25. গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন?

The average score is 66%

0%

Exit

বিভিন্ন রকমের সাবজেক্ট ওয়াইজ মকটেস্ট গুলি দিতে আমাদের এই ওয়েবসাইটের হোম পেজে যান সেখানে ক্যাটাগরি ওয়াইস মকটেস্ট সাজানো রয়েছে যেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ ইচ্ছামত মক টেস্ট গুলো দিতে পারবে

Leave a Comment