প্রিয় ছাত্রছাত্রীরা,
আমরা নিচের পোষ্টের মাধ্যমে ভারতবর্ষের হিমালয় যে সমস্ত উল্লেখযোগ্য গিরিপথ গুলি(List of important passes in India ) রয়েছে সেগুলি সম্পূর্ণ একটি তালিকা পিডিএফ এর মাধ্যমে দেওয়া হলো তোমরা নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফটি download করতে পারবে ।
List of important passes in India
| নাম | সংযােগ করেছে | অবস্থান |
| বানিহাল | ডােডা (জম্মু) থেকে শ্রীনগর (জওহর ট্যানেল) | জম্মু ও কাশ্মীর |
| বারালাচা | কিলাং থেকে লে-মানালি সড়কে | হিমাচল প্রদেশ |
| বােমডিলা | তেজপুর এবং তাওয়াং | অরুণাচল প্রদেশ |
| বুজি%%%লা | কাশ্মীর উপত্যকা থেকে লাদাখ | জম্মু ও কাশ্মীর |
| জেলেপলা | সিকিম থেকে তিব্বত (লাসা) | সিকিম |
| কারাকোরাম | ভারত থেকে চীন | জম্মু ও কাশ্মীর |
| লিপুলেখলা | ভারত-নেপাল-চীন | উত্তরাখন্ড |
| নাথুলা | ভারত-চীন | সিকিম |
| পীরপাঞ্জাল | জম্মু-শ্রীনগর | জম্মু ও কাশ্মীর |
| রােটাং | কুলু-কৈলাং | হিমাচল প্রদেশ |
| সিপকিলা | শতদ্রু নদী তিব্বত থেকে ভারতে প্রবেশ | হিমাচল প্রদেশ |
| থাগালা ও নিতিলা (উত্তরাখন্ড-তিব্বত) | ভারত-চীন | উত্তরাখন্ড, নেপাল-চীন |
| ইয়াং আপ পাস | ব্রহ্মপুত্রের প্রবেশ | অরুণাচল প্রদেশ |
| পশ্চিমঘাটের কয়েকটি গিরিপথ | ||
| নাম | সংযােগ করেছে | অবস্থান |
| ভােরঘাট | মুম্বাই এবং পুনে | মহারাষ্ট্র |
| পালঘাট | পালাক্কাড এবং কোয়েম্বাটুর | কেরালা |
| শেনকোট্টা | কোলাম এবং মাদুরাই | কেরালা। |
| থালঘাট | মুম্বাই এবং নাসিক | মহারাষ্ট্র |
5/5
File Name : Important passes in india
File Size:172 KB
File Format: PDF
Quality : High
