Advertisements
Dear Students, এই পোস্টে ভারতবর্ষের বিভিন্ন হ্রদের নামের তালিকা এবং তাদের অবস্থান এবং তাদের সম্পর্কে পুরো বর্ণনা PDF দেওয়া হলো এই PDF টি ফ্রী তে ডাউনলোড করতে পারবে, Download bottom ক্লিক করে ফ্রি তে ডাউনলোড করে নাও ।
Sl No | হ্রদের নাম | অবস্থান |
1 | চিল্কা (লবণাক্ত জলের হ্রদ বা লেগুন) এটি ভারত বর্ষের বৃহত্তম হ্রদ | ওডিশা |
2 | ডাল লেক (ফুলের হ্রদ) | জম্মু ও কাশ্মীর |
3 | কলেরু হ্রদ (স্বাদু জলের হ্রদ গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত) | অন্ধ্রপ্রদেশ |
4 | লোকটাক হ্রদ (মণিপুরি নদীর উৎস,কেইবুল লামজো জাতীয় উদ্যান-পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান) | মণিপুর |
5 | লোনার হ্রদ(উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ) | মহারাষ্ট্র |
6 | নৈনিতাল (প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ) | উত্তরাখন্ড |
7 | নাক্কি হ্রদ (আরাবল্লি পর্বতমালায় অবস্থিত হ্রদ) | রাজস্থান |
9 | নিজাম সাগর সঙ্গমো হ্রদ (হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদ) | তেলেঙ্গানা সিকিম |
9 | চন্দ্র তাল | হিমাচল প্রদেশ |
10 | পরশুরাম কুণ্ড | অরুণাচল প্রদেশ |
11 | প্যাঙ্গং হদ্র ( এটি লবনাক্ত জলের হ্রদ) | লাদাঘ |
12 | পুলিকট হ্রদ (আরানি নদী কালাঙ্গি নদী এবং স্বর্ণমুখী নদী) | অন্ধ্রপ্রদেশ |
13 | পুশকর হ্রদ (লুনি নদী) | রাজস্থান |
14 | সম্বর হ্রদ (ভারতের বৃহত্তম অন্তর্বর্তী নোনা জলের হ্রদ) | রাজস্থান |
15 | সো মোরিরি (ভারতের উচ্চ উচ্চতায় অবস্থিত হ্রদগুলির মধ্যে বৃহত্তম)উদয়পুর হ্রদ | লাদাখ |
16 | ভেম্বানাদ বায়াল (ভারতের দীর্ঘতম হ্রদ) এটিকে লেগুন বলা হয় | রাজস্থান |
17 | উহলিংডন ও ভাল্লারপাদাম দ্বীপগুলি এই হ্রদেই অবস্থিত) | কেরালা |
18 | সুখনা হ্রদ | চণ্ডিগড় |
19 | সুরজ তাল | হিমাচল প্রদেশ |
20 | উলার হ্রদ (একটি স্বাদু জলের হ্রদ) রূপকুন্ড/কঙ্কাল হ্রদ(হিমবাহ দ্বারা সৃষ্ট হ্রদ) এটি পাত সংস্থান এর ফলে তৈরি হয়েছিল | জম্মু ও কাশ্মীরউত্তরাখন্ড |
21 | অষ্টমুদি (কালাডা নদী) | কেরালা |
22 | ভীমতাল | উত্তরাখণ্ড |
Advertisements